ETV Bharat / state

জরুরি প্রয়োজন ছাড়া আসা যাবে না হাইকোর্ট চত্বরে, জারি নির্দেশিকা - কলকাতা হাইকোর্ট

ভিড় করা চলবে না করিডরে । যদি COVID প্রোটোকল না মানা হয় তাহলে যে কোনও সময় আদালতের কাজকর্ম বন্ধ করে দেওয়া হতে পারে ।

http://10.10.50.85:6060//finalout4/west-bengal-nle/thumbnail/14-October-2020/9168479_516_9168479_1602646631996.png
http://10.10.50.85:6060//finalout4/west-bengal-nle/thumbnail/14-October-2020/9168479_516_9168479_1602646631996.png
author img

By

Published : Oct 14, 2020, 9:41 AM IST

কলকাতা 14 অক্টোবর : বেশ কিছুদিন ধরে কলকাতা হাইকোর্ট চত্বরে ভিড় বাড়ছিল । দরকার ছাড়াই বহু লোকজন ভিড় করছিলেন ৷ তাই হাইকোর্ট চত্বরে উপস্থিতির উপর নিষেধাজ্ঞা জারি করলেন হাইকোর্টের রেজিস্ট্রার জেনেরাল রাই চট্টোপাধ্যায় ৷ জরুরি প্রয়োজন ছাড়া কলকাতা হাইকোর্ট চত্বরে আসা যাবে না ৷

প্রয়োজন পড়লে আদালত কক্ষগুলিতে ফিজ়িক্যাল শুনানিতে শুধুমাত্র কেন্দ্র ও রাজ্যের আইনজীবীরা আসতে পারবেন ৷ অন্যদের শুনানির সময় উপস্থিত না থাকার কথা বলা হয়েছে ৷ কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনেরাল এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ জারি করেছেন । তিনি জানিয়েছেন, "অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া হাইকোর্ট চত্বরে আসতে পারবেন না কেউই । ভিড় করা চলবে না করিডরে । যদি COVID প্রোটোকল না মানা হয় তাহলে যে কোনও সময় আদালতের কাজকর্ম বন্ধ করে দেওয়া হতে পারে ।"

মামলার শুনানিতে শুধুমাত্র কেন্দ্র-রাজ্যের আইনজীবীদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে । অন্য সব পক্ষকে ভার্চুয়ালি অংশগ্রহণ করতে আর্জি জানিয়েছেন হাইকোর্টের রেজিস্ট্রার জেনেরাল ।

কলকাতা 14 অক্টোবর : বেশ কিছুদিন ধরে কলকাতা হাইকোর্ট চত্বরে ভিড় বাড়ছিল । দরকার ছাড়াই বহু লোকজন ভিড় করছিলেন ৷ তাই হাইকোর্ট চত্বরে উপস্থিতির উপর নিষেধাজ্ঞা জারি করলেন হাইকোর্টের রেজিস্ট্রার জেনেরাল রাই চট্টোপাধ্যায় ৷ জরুরি প্রয়োজন ছাড়া কলকাতা হাইকোর্ট চত্বরে আসা যাবে না ৷

প্রয়োজন পড়লে আদালত কক্ষগুলিতে ফিজ়িক্যাল শুনানিতে শুধুমাত্র কেন্দ্র ও রাজ্যের আইনজীবীরা আসতে পারবেন ৷ অন্যদের শুনানির সময় উপস্থিত না থাকার কথা বলা হয়েছে ৷ কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনেরাল এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ জারি করেছেন । তিনি জানিয়েছেন, "অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া হাইকোর্ট চত্বরে আসতে পারবেন না কেউই । ভিড় করা চলবে না করিডরে । যদি COVID প্রোটোকল না মানা হয় তাহলে যে কোনও সময় আদালতের কাজকর্ম বন্ধ করে দেওয়া হতে পারে ।"

মামলার শুনানিতে শুধুমাত্র কেন্দ্র-রাজ্যের আইনজীবীদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে । অন্য সব পক্ষকে ভার্চুয়ালি অংশগ্রহণ করতে আর্জি জানিয়েছেন হাইকোর্টের রেজিস্ট্রার জেনেরাল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.