ETV Bharat / state

রাজ্যে আক্রান্ত ইডি আধিকারিকরা, বিজেপিকে জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি হাইকোর্টের - Calcutta High Court

Calcutta High Court: ইডি আধিকারিকরদের আক্রান্তের ঘটনায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ বিজেপির ৷ জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দিল আদালত ৷

Calcutta High Court
কলকাতা হাইকোর্ট
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 8, 2024, 1:32 PM IST

কলকাতা, 8 জানুয়ারি: বনগাঁ ও সন্দেশখালিতে ইডি আধিকারিকদের হেনস্থা ও মারধরের ঘটনায় কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করার আবেদন জানাল রাজ্য বিজেপি ৷ সেই আবেদনে অনুমতি দিয়েছে আদালত ৷ গেরুয়া শিবিরের তরফ থেকে ঘটনাগুলিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয় সোমবার ৷

বিজেপির অভিযোগ, দুর্নীতির তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করছে শাসকদল তৃণমূল ৷ তাই গোটা ঘটনার তদন্তভার এনআইএ এবং সিবিআইকে দেওয়ার আর্জি জানিয়েছে বিজেপি ৷ পাশাপাশি শেখ শাহজাহানকে শীঘ্রই গ্রেফতারের আবেদন জানিয়ে মামলা দায়ের করার অনুমতি চাওয়া হয় আদালতে । এরপরেই মামলা দায়ের করার অনুমতি দেয় প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ । আইনজীবী সুস্মিতা সাহা দত্ত প্রধান বিচারপতির বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে মামলার আবেদন জানান । বৃহস্পতিবার এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে ।

গত সপ্তাহে রেশন বন্টন দুর্নীতির তদন্তে সন্দেশখালিতে গিয়ে আক্রান্ত হয়ে ইডির আধিকারিকরা ৷ তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়ি যাওয়ার পথে ইডির গাড়িতে আক্রমণ করে এলাকার লোক । তদন্তকারী আধিকারিকদের মারধর ও গাড়ি ভাঙচূর করা হয় । এই ঘটনায় হাসপাতালে ভরতি করতে হয় ইডির আধিকারিকদের । এখনও তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন ।

ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে মন্তব্য করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ গত সপ্তাহে তিনি বলেন, "রাজ্যের রাজ্যপাল কেন ঘোষণা করেছেন না যে এ রাজ্যে সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে ? যদি তদন্তকারীরা মার খান তাহলে তদন্ত কিভাবে হবে ?" রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু আছে কি না, তাই নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় । একইসঙ্গে এই ঘটনায় রাজ্য প্রশাসনের উচ্চ আধিকারিকদের রাজভবনে তলব করেন রাজ্যপাল ।

আরও পড়ুন:

  1. সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে, রাজ্যপাল ঘোষণা করছেন না কেন ? সন্দেশখালি নিয়ে উদ্বেগ
  2. সন্দেশখালির ঘটনায় দুটি রিপোর্ট তৈরি ইডি'র, আজই পাঠানো হচ্ছে দিল্লিতে
  3. সন্দেশখালির ঘটনায় রাজ্য পুলিশের ডিজি ও বসিরহাটের পুলিশ সুপারকে অভিযোগ ইডির

কলকাতা, 8 জানুয়ারি: বনগাঁ ও সন্দেশখালিতে ইডি আধিকারিকদের হেনস্থা ও মারধরের ঘটনায় কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করার আবেদন জানাল রাজ্য বিজেপি ৷ সেই আবেদনে অনুমতি দিয়েছে আদালত ৷ গেরুয়া শিবিরের তরফ থেকে ঘটনাগুলিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয় সোমবার ৷

বিজেপির অভিযোগ, দুর্নীতির তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করছে শাসকদল তৃণমূল ৷ তাই গোটা ঘটনার তদন্তভার এনআইএ এবং সিবিআইকে দেওয়ার আর্জি জানিয়েছে বিজেপি ৷ পাশাপাশি শেখ শাহজাহানকে শীঘ্রই গ্রেফতারের আবেদন জানিয়ে মামলা দায়ের করার অনুমতি চাওয়া হয় আদালতে । এরপরেই মামলা দায়ের করার অনুমতি দেয় প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ । আইনজীবী সুস্মিতা সাহা দত্ত প্রধান বিচারপতির বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে মামলার আবেদন জানান । বৃহস্পতিবার এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে ।

গত সপ্তাহে রেশন বন্টন দুর্নীতির তদন্তে সন্দেশখালিতে গিয়ে আক্রান্ত হয়ে ইডির আধিকারিকরা ৷ তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়ি যাওয়ার পথে ইডির গাড়িতে আক্রমণ করে এলাকার লোক । তদন্তকারী আধিকারিকদের মারধর ও গাড়ি ভাঙচূর করা হয় । এই ঘটনায় হাসপাতালে ভরতি করতে হয় ইডির আধিকারিকদের । এখনও তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন ।

ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে মন্তব্য করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ গত সপ্তাহে তিনি বলেন, "রাজ্যের রাজ্যপাল কেন ঘোষণা করেছেন না যে এ রাজ্যে সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে ? যদি তদন্তকারীরা মার খান তাহলে তদন্ত কিভাবে হবে ?" রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু আছে কি না, তাই নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় । একইসঙ্গে এই ঘটনায় রাজ্য প্রশাসনের উচ্চ আধিকারিকদের রাজভবনে তলব করেন রাজ্যপাল ।

আরও পড়ুন:

  1. সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে, রাজ্যপাল ঘোষণা করছেন না কেন ? সন্দেশখালি নিয়ে উদ্বেগ
  2. সন্দেশখালির ঘটনায় দুটি রিপোর্ট তৈরি ইডি'র, আজই পাঠানো হচ্ছে দিল্লিতে
  3. সন্দেশখালির ঘটনায় রাজ্য পুলিশের ডিজি ও বসিরহাটের পুলিশ সুপারকে অভিযোগ ইডির
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.