কলকাতা, 7 ফেব্রুয়ারি: মাদ্রাসা সার্ভিস কমিশনের (Madrasa Service Commission) কর্মশিক্ষা বিষয়ের 14টি প্রশ্নের উত্তরকে চ্যালেঞ্জ করে মামলা কলকাতা হাইকোর্টে । এই নিয়ে বিচারপতি অনিরুদ্ধ রায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্মশিক্ষা বিষয়ের বিভাগীয় প্রধানকে বিশেষজ্ঞ হিসেবে নিযুক্ত করেছেন (Calcutta HC seeks CU department head opinion)৷ এ বিষয়ে তাঁকে মতামত দিয়ে রিপোর্ট দিতে বলা হয়েছে ৷ 2 মার্চ ফের শুনানি হবে এই মামলার ।
মাদ্রাসা সার্ভিস কমিশন কর্মশিক্ষায় শিক্ষক নিয়োগের জন্য 2013 সালে বিজ্ঞপ্তি জারি করে । সেই পরীক্ষা হয় 2021 সালে । অভিযোগ, মোট 55টি প্রশ্নের মধ্যে 29টি প্রশ্ন নেওয়া হয় 2017 সালে স্কুল সার্ভিস কমিশনের কর্মশিক্ষা বিষয়ের থেকে । কিন্তু উত্তরগুলো পালটে দেওয়া হয় । মামলাকারীদের দাবি, সেটা কী করে সম্ভব ? প্রশ্ন যদি একই হয় তাহলে উত্তরও একই হবে সেটাই স্বাভাবিক । এই দাবিতে 30জন প্রার্থী হাইকোর্টে মামলা করেন ।
বিচারপতি অনিরুদ্ধ রায় মঙ্গলবার সব পক্ষের বক্তব্য শোনার পর এই বিষয়ে মতামত দেওয়ার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্মশিক্ষা বিষয়ের বিভাগীয় প্রধানকে বিশেষজ্ঞ হিসেবে নিযুক্ত করেছেন ৷ তিনি তাঁর মতামত 2 মার্চের মধ্যে হলফনামা আকারে জানাবেন আদালতকে ।
আরও পড়ুন: 'লন্ডনে আমার বাড়ি নেই, ঠিকানা বলতে পারলে আমায় ফাঁসি দেওয়া হোক'; আদালতে ফুঁসলেন মানিক
আইনজীবীদের থেকে জানা যাচ্ছে, ওই বছর কর্মশিক্ষায় মোট 80টি শূন্যপদ ছিল । তার মধ্যে এখনও বেশ কয়েকটি শূন্যপদ রয়েছে । যদিও বিচারপতি অন্য একটি মামলায় মন্তব্য করেছেন, যদি চাকরি প্রার্থীদের দাবি সঠিক প্রামাণিত হয়, তাহলে প্যানেল প্রয়োজনে ঢেলে সাজাতে হতে পারে । সে ক্ষেত্রে বিপাকে পড়বে মাদ্রাসা সার্ভিস কমিশন ।
আইনজীবী আলি আহসান আলমগীর জানালেন, "মামলাকারীদের প্রত্যেকেই 2-3 নম্বরের জন্য উত্তীর্ণ হতে পারেননি । বিশেষজ্ঞ মতামত দেওয়ার পর তাঁরা উত্তীর্ণ হয়ে গেলে তাঁদের চাকরিতে নিযুক্ত করতে হবে ।"