ETV Bharat / state

Madrasa Service Commission: মাদ্রাসা সার্ভিস কমিশনের 14 প্রশ্নের উত্তরকে চ্যালেঞ্জ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধানের মত চাইলেন বিচারপতি - কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধানের মতামত

মাদ্রাসা সার্ভিস কমিশনের (Madrasa Service Commission) কর্মশিক্ষার 14টি প্রশ্নের উত্তরকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের করা মামলায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধানের মতামত চাইলেন বিচারপতি (Calcutta HC seeks CU department head opinion)৷

Calcutta HC ETV Bharat
কলকাতা হাইকোর্ট
author img

By

Published : Feb 7, 2023, 8:11 PM IST

কলকাতা, 7 ফেব্রুয়ারি: মাদ্রাসা সার্ভিস কমিশনের (Madrasa Service Commission) কর্মশিক্ষা বিষয়ের 14টি প্রশ্নের উত্তরকে চ্যালেঞ্জ করে মামলা কলকাতা হাইকোর্টে । এই নিয়ে বিচারপতি অনিরুদ্ধ রায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্মশিক্ষা বিষয়ের বিভাগীয় প্রধানকে বিশেষজ্ঞ হিসেবে নিযুক্ত করেছেন (Calcutta HC seeks CU department head opinion)৷ এ বিষয়ে তাঁকে মতামত দিয়ে রিপোর্ট দিতে বলা হয়েছে ৷ 2 মার্চ ফের শুনানি হবে এই মামলার ।

মাদ্রাসা সার্ভিস কমিশন কর্মশিক্ষায় শিক্ষক নিয়োগের জন্য 2013 সালে বিজ্ঞপ্তি জারি করে । সেই পরীক্ষা হয় 2021 সালে । অভিযোগ, মোট 55টি প্রশ্নের মধ্যে 29টি প্রশ্ন নেওয়া হয় 2017 সালে স্কুল সার্ভিস কমিশনের কর্মশিক্ষা বিষয়ের থেকে । কিন্তু উত্তরগুলো পালটে দেওয়া হয় । মামলাকারীদের দাবি, সেটা কী করে সম্ভব ? প্রশ্ন যদি একই হয় তাহলে উত্তরও একই হবে সেটাই স্বাভাবিক । এই দাবিতে 30জন প্রার্থী হাইকোর্টে মামলা করেন ।

বিচারপতি অনিরুদ্ধ রায় মঙ্গলবার সব পক্ষের বক্তব্য শোনার পর এই বিষয়ে মতামত দেওয়ার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্মশিক্ষা বিষয়ের বিভাগীয় প্রধানকে বিশেষজ্ঞ হিসেবে নিযুক্ত করেছেন ৷ তিনি তাঁর মতামত 2 মার্চের মধ্যে হলফনামা আকারে জানাবেন আদালতকে ।

আরও পড়ুন: 'লন্ডনে আমার বাড়ি নেই, ঠিকানা বলতে পারলে আমায় ফাঁসি দেওয়া হোক'; আদালতে ফুঁসলেন মানিক

আইনজীবীদের থেকে জানা যাচ্ছে, ওই বছর কর্মশিক্ষায় মোট 80টি শূন্যপদ ছিল । তার মধ্যে এখনও বেশ কয়েকটি শূন্যপদ রয়েছে । যদিও বিচারপতি অন্য একটি মামলায় মন্তব্য করেছেন, যদি চাকরি প্রার্থীদের দাবি সঠিক প্রামাণিত হয়, তাহলে প্যানেল প্রয়োজনে ঢেলে সাজাতে হতে পারে । সে ক্ষেত্রে বিপাকে পড়বে মাদ্রাসা সার্ভিস কমিশন ।

আইনজীবী আলি আহসান আলমগীর জানালেন, "মামলাকারীদের প্রত্যেকেই 2-3 নম্বরের জন্য উত্তীর্ণ হতে পারেননি । বিশেষজ্ঞ মতামত দেওয়ার পর তাঁরা উত্তীর্ণ হয়ে গেলে তাঁদের চাকরিতে নিযুক্ত করতে হবে ।"

কলকাতা, 7 ফেব্রুয়ারি: মাদ্রাসা সার্ভিস কমিশনের (Madrasa Service Commission) কর্মশিক্ষা বিষয়ের 14টি প্রশ্নের উত্তরকে চ্যালেঞ্জ করে মামলা কলকাতা হাইকোর্টে । এই নিয়ে বিচারপতি অনিরুদ্ধ রায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্মশিক্ষা বিষয়ের বিভাগীয় প্রধানকে বিশেষজ্ঞ হিসেবে নিযুক্ত করেছেন (Calcutta HC seeks CU department head opinion)৷ এ বিষয়ে তাঁকে মতামত দিয়ে রিপোর্ট দিতে বলা হয়েছে ৷ 2 মার্চ ফের শুনানি হবে এই মামলার ।

মাদ্রাসা সার্ভিস কমিশন কর্মশিক্ষায় শিক্ষক নিয়োগের জন্য 2013 সালে বিজ্ঞপ্তি জারি করে । সেই পরীক্ষা হয় 2021 সালে । অভিযোগ, মোট 55টি প্রশ্নের মধ্যে 29টি প্রশ্ন নেওয়া হয় 2017 সালে স্কুল সার্ভিস কমিশনের কর্মশিক্ষা বিষয়ের থেকে । কিন্তু উত্তরগুলো পালটে দেওয়া হয় । মামলাকারীদের দাবি, সেটা কী করে সম্ভব ? প্রশ্ন যদি একই হয় তাহলে উত্তরও একই হবে সেটাই স্বাভাবিক । এই দাবিতে 30জন প্রার্থী হাইকোর্টে মামলা করেন ।

বিচারপতি অনিরুদ্ধ রায় মঙ্গলবার সব পক্ষের বক্তব্য শোনার পর এই বিষয়ে মতামত দেওয়ার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্মশিক্ষা বিষয়ের বিভাগীয় প্রধানকে বিশেষজ্ঞ হিসেবে নিযুক্ত করেছেন ৷ তিনি তাঁর মতামত 2 মার্চের মধ্যে হলফনামা আকারে জানাবেন আদালতকে ।

আরও পড়ুন: 'লন্ডনে আমার বাড়ি নেই, ঠিকানা বলতে পারলে আমায় ফাঁসি দেওয়া হোক'; আদালতে ফুঁসলেন মানিক

আইনজীবীদের থেকে জানা যাচ্ছে, ওই বছর কর্মশিক্ষায় মোট 80টি শূন্যপদ ছিল । তার মধ্যে এখনও বেশ কয়েকটি শূন্যপদ রয়েছে । যদিও বিচারপতি অন্য একটি মামলায় মন্তব্য করেছেন, যদি চাকরি প্রার্থীদের দাবি সঠিক প্রামাণিত হয়, তাহলে প্যানেল প্রয়োজনে ঢেলে সাজাতে হতে পারে । সে ক্ষেত্রে বিপাকে পড়বে মাদ্রাসা সার্ভিস কমিশন ।

আইনজীবী আলি আহসান আলমগীর জানালেন, "মামলাকারীদের প্রত্যেকেই 2-3 নম্বরের জন্য উত্তীর্ণ হতে পারেননি । বিশেষজ্ঞ মতামত দেওয়ার পর তাঁরা উত্তীর্ণ হয়ে গেলে তাঁদের চাকরিতে নিযুক্ত করতে হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.