ETV Bharat / state

Abhijit Sarkar Murder Case: অভিজিৎ সরকারের পরিবারকে পুলিশি নিরাপত্তা দেওয়ার নির্দেশ হাইকোর্টের

ভোট পরবর্তী হিংসার শিকার অভিজিৎ সরকারের পরিবারকে (Abhijit Sarkar Family) পুলিশি নিরাপত্তা (Police protection) দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ মামলা প্রত্যাহারের হুমকি দেওয়া হচ্ছে পরিবারকে বলে অভিযোগ ৷

Calcutta High Court
অভিজিৎ সরকারের পরিবার
author img

By

Published : Feb 27, 2023, 8:48 PM IST

কলকাতা, 27 ফেব্রুয়ারি: ভোট পরবর্তী হিংসার শিকার অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার ও তাঁর মাকে পুলিশি নিরাপত্তার মাধ্যমে (Police protection for Abhijit Sarkar family) শিয়ালদা আদালতে সাক্ষী দিতে নিয়ে যাওয়ার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি রাজাশেখর মান্থা (Justice Rajasekhar Mantha)। নির্দেশে বিচারপতি জানান, সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখবে পুলিশ । দু'জনকে নিরাপত্তা দিতে হবে আদালতে যাওয়া পর্যন্ত ।

অভিযোগ, জোর করে তাদেরকে কিছু সাদা কাগজে সই করানোর চেষ্টা হয় । থানা দু'দিকের থেকেই লিখিত অভিযোগ পেয়েছে । সেই অভিযোগ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখতে হবে সিবিআইকে । কারণ সিবিআই ভোট পরবর্তী খুনের তদন্ত করছে । সিসিটিভি কেন বন্ধ ছিল । খুঁজে দেখবে পুলিশ । যত তাড়াতাড়ি সম্ভব শিয়ালদা আদালত দু'জনের সাক্ষ্য গ্রহণ করবে । এরপর যদি আবার কোনও হুমকি দেয় আবেদনকারীকে, তাহলে তিনি সিবিআইয়ের কাছে অভিযোগ জানাবেন । সিবিআই সিআরপিএফ নিরাপত্তার ব্যবস্থা করবে ওই দুজনের । তবে নারকেলডাঙ্গা থানা আপাতত যাবতীয় নিরাপত্তা দেবে বলে বিচারপতি মান্থা নির্দেশ দেন ।

উল্লেখ্য, অভিজিৎ সরকার একুশের বিধানসভা ভোটের দিন খুন হন । বিজেপির স্থানীয় নেতা ছিলেন তিনি । মা মাধবী সরকার, ভাই বিশ্বজিৎ । খুনের ঘটনায় 10 জন অভিযুক্ত এখন জেলে রয়েছে । গত শনিবার কয়েকজন আইনজীবী ও ধৃতদের পরিবারের লোক বিশ্বজিৎ সরকারদের বাড়ি গিয়ে মামলা তুলতে হুমকি দেয় বলে অভিযোগ । আগের নির্দেশ অনুযায়ী, একজন এএসআই ঘটনার সময় সেখানে নিরাপত্তার জন্য ছিল । পুলিশ জানায়, হ্যাঁ সেদিন সেখানে আইনজীবী ও অভিযোগকারীদের মধ্যে কিছু ঝগড়াঝাঁটি হয়েছে । তারা ওই এলাকা সিসিটিভি দিয়ে ঘিরে রেখেছে ।

বেলেঘাটার বাসিন্দা অভিজিৎ সরকার খুনের ঘটনায় (Abhijit Sarkar Murder Case) ভোট পরবর্তী হিংসার বলি হয়েছেন তিনি দাবি করে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা । হাইকোর্টের বিশেষ বেঞ্চ সেই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন । পাশাপাশি হাইকোর্ট অভিজিতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দিয়েছিল । সিবিআই তদন্তে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে । এখন সেই মামলা প্রত্যাহার করার জন্য হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ ।

আরও পড়ুন: নির্দেশ সত্ত্বেও মেলেনি ক্ষতিপূরণ, হাইকোর্টে মুখ্যসচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা অভিজিৎ সরকারের পরিবারের

কলকাতা, 27 ফেব্রুয়ারি: ভোট পরবর্তী হিংসার শিকার অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার ও তাঁর মাকে পুলিশি নিরাপত্তার মাধ্যমে (Police protection for Abhijit Sarkar family) শিয়ালদা আদালতে সাক্ষী দিতে নিয়ে যাওয়ার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি রাজাশেখর মান্থা (Justice Rajasekhar Mantha)। নির্দেশে বিচারপতি জানান, সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখবে পুলিশ । দু'জনকে নিরাপত্তা দিতে হবে আদালতে যাওয়া পর্যন্ত ।

অভিযোগ, জোর করে তাদেরকে কিছু সাদা কাগজে সই করানোর চেষ্টা হয় । থানা দু'দিকের থেকেই লিখিত অভিযোগ পেয়েছে । সেই অভিযোগ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখতে হবে সিবিআইকে । কারণ সিবিআই ভোট পরবর্তী খুনের তদন্ত করছে । সিসিটিভি কেন বন্ধ ছিল । খুঁজে দেখবে পুলিশ । যত তাড়াতাড়ি সম্ভব শিয়ালদা আদালত দু'জনের সাক্ষ্য গ্রহণ করবে । এরপর যদি আবার কোনও হুমকি দেয় আবেদনকারীকে, তাহলে তিনি সিবিআইয়ের কাছে অভিযোগ জানাবেন । সিবিআই সিআরপিএফ নিরাপত্তার ব্যবস্থা করবে ওই দুজনের । তবে নারকেলডাঙ্গা থানা আপাতত যাবতীয় নিরাপত্তা দেবে বলে বিচারপতি মান্থা নির্দেশ দেন ।

উল্লেখ্য, অভিজিৎ সরকার একুশের বিধানসভা ভোটের দিন খুন হন । বিজেপির স্থানীয় নেতা ছিলেন তিনি । মা মাধবী সরকার, ভাই বিশ্বজিৎ । খুনের ঘটনায় 10 জন অভিযুক্ত এখন জেলে রয়েছে । গত শনিবার কয়েকজন আইনজীবী ও ধৃতদের পরিবারের লোক বিশ্বজিৎ সরকারদের বাড়ি গিয়ে মামলা তুলতে হুমকি দেয় বলে অভিযোগ । আগের নির্দেশ অনুযায়ী, একজন এএসআই ঘটনার সময় সেখানে নিরাপত্তার জন্য ছিল । পুলিশ জানায়, হ্যাঁ সেদিন সেখানে আইনজীবী ও অভিযোগকারীদের মধ্যে কিছু ঝগড়াঝাঁটি হয়েছে । তারা ওই এলাকা সিসিটিভি দিয়ে ঘিরে রেখেছে ।

বেলেঘাটার বাসিন্দা অভিজিৎ সরকার খুনের ঘটনায় (Abhijit Sarkar Murder Case) ভোট পরবর্তী হিংসার বলি হয়েছেন তিনি দাবি করে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা । হাইকোর্টের বিশেষ বেঞ্চ সেই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন । পাশাপাশি হাইকোর্ট অভিজিতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দিয়েছিল । সিবিআই তদন্তে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে । এখন সেই মামলা প্রত্যাহার করার জন্য হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ ।

আরও পড়ুন: নির্দেশ সত্ত্বেও মেলেনি ক্ষতিপূরণ, হাইকোর্টে মুখ্যসচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা অভিজিৎ সরকারের পরিবারের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.