কলকাতা, 16 অক্টোবর: বিষ্ণুপুরের বিজেপি নেতা তথা প্রার্থী ভোলানাথ মণ্ডলের রহস্যমৃত্যুর মামলায় নয়া মোড় ৷ নিম্ন আদালতে চার্জশিট পেশ করতে পুলিশের উপর নিষেধাজ্ঞা জারি করল কলকাতা হাইকোর্ট ৷ বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ জানিয়েছে, এই মামলায় এসএসকেএম হাসপাতালের মেডিক্যাল বোর্ডের রিপোর্টে, কিডনি বিকলে ভোলানাথ মণ্ডলের মৃত্যুর কারণ নিয়ে সংশয় প্রকাশ করেছে ৷ এই মামলার পরবর্তী শুনানি আগামী 1 ডিসেম্বর ৷ সেদিন এই মামলায় ফের রাজ্যকে কেস ডায়েরি জমা দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত ৷
হাইকোর্টের এ দিন নির্দেশ দিয়েছে, তদন্তে এতদিন কী কী নথি পুলিশ পেয়েছে ? তার বিস্তারিত তালিকা আগামী শুনানিতে জমা দিতে হবে আদালতে ৷ বিষ্ণুপুরের ওই বিজেপি কর্মীর মৃত্যু কিডনি বিকল হয়ে হয়েছে বলে রিপোর্ট দেয় ডায়মন্ড হারবার হাসপাতাল ৷ অথচ তাঁর রক্ত পরীক্ষা হয়নি বলে অভিযোগ ৷ এমনকী তাঁর কোনও মেডিক্যাল টেস্ট হয়নি ৷ সেই সংক্রান্ত কোনও কাগজপত্র তৈরি করেনি হাসপাতাল কর্তৃপক্ষ ৷ ফলে ওই ব্যক্তির মৃত্যু কিডনি বিকল হওয়ায় হয়েছে কি না, সেই সিদ্ধান্তে পৌঁছতে পারছে না এসএসকএমের মেডিক্যাল বোর্ড ৷
মৃতের পরিবারের তরফে আইনজীবী রাজদীপ মজুমদার আদালতে জানিয়েছিলেন, শাসকদলের স্থানীয় নেতা দিলীপ নস্করের লোকজন 21 জুন রাতে বাড়ি গিয়ে মারধর করেন ভোলানাথ মণ্ডলকে ৷ পুলিশ স্বতঃস্ফূর্ত মামলায়, দুই রাজনৈতিক দলের বিরোধের কথা উল্লেখ করে ৷
আরও পড়ুন: প্রধান বিচারপতির সই জাল করে যাবজ্জীবন সাজা প্রাপ্ত বাবার জামিন ! সিআইডি হেফাজতে ছেলে
অভিযোগ 8 জুলাই পঞ্চায়েত ভোটের দিন আবারও মারধর করা হয় তাঁকে ৷ ব্যাপক রিগিংয়ের অভিযোগে ভোট বাতিল হয় ৷ 10 জুলাই আবার ভোট হয় ৷ পরের দিন 11 জুলাই ভোট গণনার সময় ফের হামলা হয় ভোলানাথ মণ্ডলের উপর ৷ সেখান থেকে তাঁকে বাড়ি নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু, অভিযোগ ওঠে দুষ্কৃতীরা তাঁর বাড়ি ঘিরে রেখেছিল ৷ যাতে তিনি বাড়ি থেকে বেরতে না পারেন ৷ 13 জুলাই ভোলানাথের শারীরিক অবস্থা আশংকাজনক হওয়ায় স্থানীয় হাসপাতালে ভরতি করা হয় ৷ সেখান থেকে ডায়মন্ড হারবার হাসপাতালে পাঠানো হয় তাঁকে ৷ কিন্তু, সেখানে চিকিৎসক ভোলানাথ মণ্ডলকে মৃত ঘোষণা করেন ৷
আরও পড়ুন: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চে, পুনর্বহাল যোগেশচন্দ্র ল কলেজের অধ্যক্ষ
কিন্তু, হাসপাতাল থেকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ভোলানাথের দেহ জোর করে তুলে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে ৷ খবর পেয়ে বিজেপির নেতা কর্মীরা জেলা পুলিশ সুপারকে অভিযোগ জানায় ৷ কিন্তু, তার মধ্যেই দেহ দাহ করে দেওয়া হয় বলে অভিযোগ ৷ কিন্তু দেহের কোনও ময়নাতদন্ত করা হয়নি ৷ আর ডায়মন্ডহারবার হাসপাতালের চিকিৎসক মৃত্যু শংসাপত্রে কিডনির রোগের কথা উল্লেখ করেন ৷ এমনকি দেহ দাহ করার সময় শ্মশান থেকে দেওয়া মৃত্যু শংসাপত্রে কিছু জায়গা ফাঁকা রাখা হয় ৷ পরিবার জানিয়েছে, ভোলানাথ মণ্ডলের কোনওদিনই কিডনির সমস্যা ছিল না ৷
পুলিশ কেন সঙ্গে সঙ্গে এফআইআর করে তদন্ত করেনি ? সেই প্রশ্ন বিচারপতি রাজ্যের আইনজীবীকে করলেও, রাজ্য সদুত্তর দিতে পারেনি ৷ বিচারপতি সেনগুপ্ত এসএসকেএম হাসপাতালের চিকিৎসকদের নিয়ে মেডিক্যাল বোর্ড গঠন করেন ৷ সেই মেডিক্যাল রিপোর্ট খতিয়ে দেখে এ দিন চার্জশিট পেশের উপর নিষেধাজ্ঞা জারি করেন তিনি ৷