ETV Bharat / state

Panchayat Elections 2023: বিরোধীদের মনোনয়ন জমায় বাধা দেওয়ার অভিযোগ, কমিশনের কাছে জবাব তলব হাইকোর্টের - রাজ্য সরকার

কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চে ক্যানিংয়ের একটি মামলায় কমিশনের কাছে বিরোধীদের মনোনয়ন জমা করতে না দেওয়ার অভিযোগের জবাব তলব করা হয়েছে ৷ সেই মামলার শুনানিতেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ের সংখ্যা দেখে বিস্ময় প্রকাশ করেছেন বিচারপতি ৷

Panchayat Elections 2023
Panchayat Elections 2023
author img

By

Published : Jun 22, 2023, 7:35 PM IST

কলকাতা, 22 জুন: পঞ্চায়েত নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয় নিয়ে বিস্ময় প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ৷ বৃহস্পতিবার পঞ্চায়েত ভোট সংক্রান্ত একটি মামলার শুনানিতে তিনি এই বিস্ময় প্রকাশ করেন ৷ বলেন, ‘‘274টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ ! গণতান্ত্রিক দেশে কোনও নাগরিককে এই ভাবে বাধা দেওয়া যায় না ৷’’

প্রসঙ্গত, ওই 274 জনই দক্ষিণ 24 পরগনার ক্যানিং-1 ব্লকের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন ৷ বিরোধীদের মনোনয়নে বাধা দেওয়া সংক্রান্ত একটি মামলাতেই শাসক দলের এই জয়ী প্রার্থীদের প্রসঙ্গ ওঠে ৷ আগামিকাল দুপুর 2টোয় ওই মামলার আবার শুনানি হবে ৷

প্রসঙ্গত, মামলাটি করেন সিরাজুদ্দিন দেওয়ান নামে এক ব্যক্তি ৷ তাঁকে মনোনয়ন পেশে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ ৷ শুনানি চলাকালীন বিচারপতি বলেন, "মামলকারী সিরাজুদ্দিন দেওয়ানকে বাধা দেওয়ার অভিযোগ । জোর করে মনোনয়ন জমা করতে দেওয়া হয়নি । তিনি 15 জুন নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিলেন ।’’

আরও পড়ুন: বিদেশে বসে থাকা প্রার্থীর নামে জমা মনোনয়নও গ্রাহ্য, তাজ্জব বিচারপতি অমৃতা সিনহা

এর পর তিনি প্রশ্ন করেন, ‘‘তারপর কমিশন কী ব্যবস্থা নিয়েছে ? পুলিশ কী করছিল ?" নির্বাচন কমিশনে অভিযোগ নিয়ে রাজ্য সরকার ও নির্বাচন কমিশন কী ব্যবস্থা নিয়েছে, তার রিপোর্ট তলব করেছেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা । আগামিকাল শুক্রবার শুনানির সময় সেই রিপোর্ট পেশ করতে হবে কমিশন ও রাজ্যকে ৷

এদিন শুনানিতে নির্বাচন কমিশনের আইনজীবী বলেন, "এত দিন পরে কেন আদালতে ?" তখন বিচারপতি সিনহা নিজেই বলেন, "কী করেই বা আসবে । 20 জুন আদালত নির্দেশ দিয়েছে অন্য এক মামলাকারী সিরাজুল ইসলামের আবেদনে । জেলা পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে সিরাজুলকে নিরাপত্তা দিয়ে বাড়ি ফেরাতে । মামলাকারীর বাড়ির সামনে সশস্ত্র বাহিনী রাখতে । সিসিটিভি লাগাতে । সেখানে কী করে এই মামলার আবেদনকারী আদালতে আসবেন ! চারদিকে যা ভয়ের পরিস্থিতি !"

প্রসঙ্গত, এদিন বিচারপতি অমৃতা সিনহা পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত একাধিক মামলা শোনেন ৷ তার মধ্যে দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের একটি মামলার শুনানি চলাকালীন তিনি নিজেই জানতে চান রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহা এখনও ওই পদে বহাল রয়েছেন কি না ! রাজ্যে পঞ্চায়েত ভোট আদৌ হচ্ছে কি না ! রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজীবা সিনহার জয়েনিং লেটার ফিরিয়ে দিয়েছেন ৷ তার প্রেক্ষিতেই বিচারপতি সিনহা এ দিন এই মন্তব্য করেন ৷

আরও পড়ুন: নির্বাচন কমিশনারের পদে কি তিনি এখনও আছেন, রাজীবা সিনহাকে নিয়ে প্রশ্ন বিচারপতি সিনহার

কলকাতা, 22 জুন: পঞ্চায়েত নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয় নিয়ে বিস্ময় প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ৷ বৃহস্পতিবার পঞ্চায়েত ভোট সংক্রান্ত একটি মামলার শুনানিতে তিনি এই বিস্ময় প্রকাশ করেন ৷ বলেন, ‘‘274টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ ! গণতান্ত্রিক দেশে কোনও নাগরিককে এই ভাবে বাধা দেওয়া যায় না ৷’’

প্রসঙ্গত, ওই 274 জনই দক্ষিণ 24 পরগনার ক্যানিং-1 ব্লকের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন ৷ বিরোধীদের মনোনয়নে বাধা দেওয়া সংক্রান্ত একটি মামলাতেই শাসক দলের এই জয়ী প্রার্থীদের প্রসঙ্গ ওঠে ৷ আগামিকাল দুপুর 2টোয় ওই মামলার আবার শুনানি হবে ৷

প্রসঙ্গত, মামলাটি করেন সিরাজুদ্দিন দেওয়ান নামে এক ব্যক্তি ৷ তাঁকে মনোনয়ন পেশে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ ৷ শুনানি চলাকালীন বিচারপতি বলেন, "মামলকারী সিরাজুদ্দিন দেওয়ানকে বাধা দেওয়ার অভিযোগ । জোর করে মনোনয়ন জমা করতে দেওয়া হয়নি । তিনি 15 জুন নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিলেন ।’’

আরও পড়ুন: বিদেশে বসে থাকা প্রার্থীর নামে জমা মনোনয়নও গ্রাহ্য, তাজ্জব বিচারপতি অমৃতা সিনহা

এর পর তিনি প্রশ্ন করেন, ‘‘তারপর কমিশন কী ব্যবস্থা নিয়েছে ? পুলিশ কী করছিল ?" নির্বাচন কমিশনে অভিযোগ নিয়ে রাজ্য সরকার ও নির্বাচন কমিশন কী ব্যবস্থা নিয়েছে, তার রিপোর্ট তলব করেছেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা । আগামিকাল শুক্রবার শুনানির সময় সেই রিপোর্ট পেশ করতে হবে কমিশন ও রাজ্যকে ৷

এদিন শুনানিতে নির্বাচন কমিশনের আইনজীবী বলেন, "এত দিন পরে কেন আদালতে ?" তখন বিচারপতি সিনহা নিজেই বলেন, "কী করেই বা আসবে । 20 জুন আদালত নির্দেশ দিয়েছে অন্য এক মামলাকারী সিরাজুল ইসলামের আবেদনে । জেলা পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে সিরাজুলকে নিরাপত্তা দিয়ে বাড়ি ফেরাতে । মামলাকারীর বাড়ির সামনে সশস্ত্র বাহিনী রাখতে । সিসিটিভি লাগাতে । সেখানে কী করে এই মামলার আবেদনকারী আদালতে আসবেন ! চারদিকে যা ভয়ের পরিস্থিতি !"

প্রসঙ্গত, এদিন বিচারপতি অমৃতা সিনহা পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত একাধিক মামলা শোনেন ৷ তার মধ্যে দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের একটি মামলার শুনানি চলাকালীন তিনি নিজেই জানতে চান রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহা এখনও ওই পদে বহাল রয়েছেন কি না ! রাজ্যে পঞ্চায়েত ভোট আদৌ হচ্ছে কি না ! রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজীবা সিনহার জয়েনিং লেটার ফিরিয়ে দিয়েছেন ৷ তার প্রেক্ষিতেই বিচারপতি সিনহা এ দিন এই মন্তব্য করেন ৷

আরও পড়ুন: নির্বাচন কমিশনারের পদে কি তিনি এখনও আছেন, রাজীবা সিনহাকে নিয়ে প্রশ্ন বিচারপতি সিনহার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.