কলকাতা, 14 ডিসেম্বর: রাজ্যে বিরোধী দলনেতার নিরাপত্তায় ত্রুটি রাখছে রাজ্য। শুভেন্দু অধিকারীর দায়ের করা এই মামলায় পরিপ্রেক্ষিতেই রাজ্য সরকারের থেকে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন, আগামী 5 ফেব্রুয়ারির মধ্যে রাজ্যকে এই রিপোর্ট দিয়ে জানাতে হবে, কী কী নিরাপত্তা পাওয়ার কথা এবং কী ধরনের নিরাপত্তা বিরোধী দলনেতাকে দেওয়া হচ্ছে ৷
আইনজীবীদের অভিযোগ, বিরোধী দলনেতার বিরুদ্ধে চক্রান্ত করছে রাজ্য। বিরোধী দলনেতার পাইলট কার পাওয়ার কথা। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তা দেওয়া হচ্ছে না । জেড ক্যাটাগরির নিরাপত্তা প্রাপ্ত ওই নেতা যেখানে যাবেন, তার আগে রুট লাইনিং করার কথা পুলিশের। সে সব করা হচ্ছে না বলে অভিযোগ করেন আইনজীবীরা ।
উল্লেখ্য, এর আগে একাধিক বার কলকাতা হাইকোর্টের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়ে বিভিন্ন নির্দেশ দিয়েছে । শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা হিসাবে ক্যাবিনেট মন্ত্রীর সমান নিরাপত্তা পাওয়ার অধিকারী । কিন্তু শুভেন্দু অধিকারী যেহেতু কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পেয়ে থাকেন তাই রাজ্যের বক্তব্য ছিল আলাদা করে নিরাপত্তার প্রয়োজন হয় না । তবে তিনি চাইলে সেই নিরাপত্তা পাবেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য তিনি তাঁর প্রাপ্য নিরাপত্তা রাজ্যের কাছ থেকে পান না। উপরন্তু রাজ্য পুলিশের কাছে হেনস্থার সম্মুখীন হতে হয় তাঁকে ।
বিভিন্ন জায়গায় মিটিং মিছিল করার জন্য প্রতিনিয়ত রাজ্যের অনুমতি না মেলায় তাকে হাইকোর্টের দ্বারস্থ হতে হয়। সেই নিয়ে ও তিনি মাঝেমধ্যেই ক্ষোভ উগরে দেন রাজ্য পুলিশের বিরুদ্ধে । রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় নিরাপত্তা পান । তিনি স্বরাষ্ট্র মন্ত্রক থেকে জেড ক্যাটেগরির নিরাপত্তা পান। 2020 সাল থেকে কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষা বলয় পেয়ে থাকেন শুভেন্দু অধিকারী ৷ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জাননো হয়েছিল জেড এবং অন্যান্য রাজ্যের ওয়াই প্লাস নিরাপত্তা তাঁকে দেওয়া হয় ৷ এক্ষেত্রে তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ৷
আরও পড়ুন: