কলকাতা, 13 জানুয়ারি: 2016 সালের এসএসসি গ্রুপ-ডি নিয়োগ মামলায় একগুচ্ছ নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । এই পদে যাঁরা চাকরি পেয়েছেন তাঁদের সকলের ওএমআর শিট ওয়েবসাইটে প্রকাশ করতে হবে বলেও শুক্রবার নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ৷ কারণ আদালতে সিবিআইয়ের দেওয়া হিসাব অনুয়ায়ী এই নিয়োগের প্রায় 50 শতাংশ সুপারিশই বেআইনি ।
পাশাপাশি, 2016 সালে গ্রুপ-ডি'তে নিয়োগে কত শূন্যপদ ছিল সেই তথ্যও হাইকোর্টে জমা দিতে হবে স্কুল সার্ভিস কমিশনকে ৷ কতজন প্রার্থীকে সুপারিশপত্র দেওয়া হয়েছিল স্কুল সার্ভিস কমিশনের তরফে সেই তথ্যও জানাতে হবে । নিয়োগের প্যানেলে কতজনের নাম ছিল,কতজন ওয়েটিং লিস্টে ছিলেন সেই তথ্য এসএসসি এর থেকে চেয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly) ।
এছাড়াও এদিন হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ, এই নিয়োগে দুর্নীতি করা হয়েছে বলে গাজিয়াবাদ থেকে উদ্ধার করে কত সংখ্যক ওএমআর শিট সিবিআই কমিশনকে দিয়েছে সেই তথ্যও দিতে হবে আদালতকে । একই সঙ্গে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন রিপোর্ট দেবে কতজন প্রার্থীর নাম তাদের কাছে পাঠিয়েছিল স্কুল সার্ভিস কমিশন । এমনকি তাঁদের নাম, ঠিকানা, এবং স্কুলের ঠিকানাও জানাতে হবে (Cal HC order on Group D Recruitment) ।
আরও পড়ুন: চাকরিপ্রার্থীকে 50 হাজার টাকা জরিমানার নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
উল্লেখযোগ্য হল এদিন ইডি'কে এই মামলায় যুক্ত করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় । ইডি মুখবন্ধ খামে রিপোর্ট দেবে আদালতকে তদন্তের ব্যাপারে কতটা অগ্রগতি হয়েছে তা জানিয়ে । 20 জানুয়ারির মধ্যে এই রিপোর্ট জমা দিতে হবে ৷ উল্লেখ্য, স্কুল সার্ভিস কমিশন মোট 4487টি ওএমআর শিট সিবিআই-এর থেকে পেয়েছে ৷ যেগুলি গাজিয়াবাদ থেকে উদ্ধার হয়েছে বলে দাবি সিবিআই-এর (SSC Group D Recruitment case) ৷
এসএসসি গ্রুপ-ডি নিয়োগের সমস্তটাই ওয়েবসাইটে প্রকাশ করতে হবে বলে এদিন নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । এদিন শুনানিতে সিবিআইয়ের তরফে জানানো হয়, মোট 4487 জনের নাম সুপারিশ করা হয়েছে এই নিয়োগের জন্য। তার মধ্যে 2828 জনের ক্ষেত্রে কোথাও না-কোথাও দুর্নীতি হয়েছে । নম্বর বাড়ানো হয়েছে এদের । হিসাব অনুযায়ী প্রায় 50 শতাংশ প্রার্থীর ক্ষেত্রে এটা করা হয়েছে । এরপরই বিচারপতি গঙ্গোপাধ্যায় তাঁর নির্দেশে জানান, গ্রুপ-ডি'তে মোট কত শূন্যপদ ছিল, কতজনের ক্ষেত্রে বেআইনি পথ অবলম্বন করা হয়েছে এবং মোট কত জনকে সুপারিশ করা হয়েছিল এই সমস্ত তথ্য এসএসসি'কে জানাতে হবে । এদিনের শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় সিবিআই-এর আইনজীবী ধীরজ ত্রিবেদীর কাছে জানতে চান, সুবীরেশ ভট্টাচার্যকে জেল হেফাজতে কতবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে? উত্তরে তিনি জানান এই ব্যাপারে সঠিক তথ্য নিয়ে তিনি জানাবেন আদালতকে । পরবর্তী শুনানিতে এই তথ্য হাইকোর্টে জানাতে হবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে ৷