ETV Bharat / state

HC on Panchayat Elections: জোর করে মনোনয়ন প্রত্যাহারের অভিযোগ, তদন্তের নির্দেশ আদালতের - Calcutta High Court

ডায়মন্ডহারবার ও বাদুড়িয়াতে বলপূর্বক মনোনয়নপত্র প্রত্যাহারের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ৷ পঞ্চায়েত নির্বাচনের আর 11 দিন বাকি ৷ এই পরিস্থিতিতে আদালতের দ্বারস্থ হলেন সিপিএম প্রার্থীরা ৷ আদালত নির্বাচন কমিশনকে তদন্তের নির্দেশ দিল ৷

ETV Bharat
কলকাতা হাইকোর্ট
author img

By

Published : Jun 27, 2023, 1:12 PM IST

কলকাতা, 27 জুন: জোর করে মনোনয়ন প্রত্যাহারে বাধ্য করার অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে । মাদক মামলায় ফাঁসানোর হুমকিও মিলছে তৃণমূলের দিক থেকে ৷ এই অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন দুই সিপিএম পঞ্চায়েত প্রার্থী ৷ মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশনকে এই দুই প্রার্থীর অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দিল আদালত ৷ এর জন্য একটি স্বাধীন দল গঠন করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ আগামী সোমবার, 4 জুলাই এই মামলার পরবর্তী শুনানি।

এদিন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি অজয় কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চের নির্দেশ, মামলাকারীদের অভিযোগ নিরপেক্ষ ভাবে খতিয়ে দেখতে হবে কমিশনকে ৷ এর জন্য তাদের একটি স্বাধীন দল গঠন করতে হবে ৷ আগামী এক সপ্তাহের মধ্যে কমিশনকে এই সংক্রান্ত অনুসন্ধান রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷

দক্ষিণ 24 পরগনার ডায়মন্ডহারবারের কালিনগর গ্রামপঞ্চায়েতে সিপিএম প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন শ্যামল মণ্ডল এবং রেশমা অঙ্কুজি ৷ তাঁদের হুমকি দেওয়া হচ্ছে অভিযোগ তোলেন প্রার্থীরা ৷ বাদুড়িয়ায় সিপিএম প্রার্থীকে অস্ত্র দেখিয়ে জোর করে মনোনয়নপত্র প্রত্যাহার করতে বাধ্য করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ৷

অন্যদিকে উলুবেড়িয়া-1-এর বিডিও-কে নির্বাচনী প্রক্রিয়া থেকে সরানোর আবেদন জানিয়ে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে ৷ বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই আবেদন করেন মামলাকারী । পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত এই মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা ৷

আরও পড়ুন: পর্যাপ্ত নিরাপত্তা না-পেলে পঞ্চায়েত নির্বাচনের দফা বাড়ানোর দাবিতে হাইকোর্টে নওশাদ

মামলাকারী আইনজীবীর বক্তব্য, যে বিডিও-র নামে অভিযোগ, যার বিরুদ্ধে সিবিআই তদন্তের সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ হয়েছে ৷ তবে প্রাক্তন বিচারপতির নেতৃত্বে দল গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ ৷ তাই বিডিও তদন্ত প্রক্রিয়ার অধীনে রয়েছেন ৷ এই অবস্থায় ওই বিডিও কী ভাবে পঞ্চায়েত ভোটের কাজকর্মে অংশগ্রহণ করতে পারেন ? এই প্রশ্ন তুলেই মামলা দায়ের করা হয়েছে ৷

কলকাতা, 27 জুন: জোর করে মনোনয়ন প্রত্যাহারে বাধ্য করার অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে । মাদক মামলায় ফাঁসানোর হুমকিও মিলছে তৃণমূলের দিক থেকে ৷ এই অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন দুই সিপিএম পঞ্চায়েত প্রার্থী ৷ মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশনকে এই দুই প্রার্থীর অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দিল আদালত ৷ এর জন্য একটি স্বাধীন দল গঠন করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ আগামী সোমবার, 4 জুলাই এই মামলার পরবর্তী শুনানি।

এদিন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি অজয় কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চের নির্দেশ, মামলাকারীদের অভিযোগ নিরপেক্ষ ভাবে খতিয়ে দেখতে হবে কমিশনকে ৷ এর জন্য তাদের একটি স্বাধীন দল গঠন করতে হবে ৷ আগামী এক সপ্তাহের মধ্যে কমিশনকে এই সংক্রান্ত অনুসন্ধান রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷

দক্ষিণ 24 পরগনার ডায়মন্ডহারবারের কালিনগর গ্রামপঞ্চায়েতে সিপিএম প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন শ্যামল মণ্ডল এবং রেশমা অঙ্কুজি ৷ তাঁদের হুমকি দেওয়া হচ্ছে অভিযোগ তোলেন প্রার্থীরা ৷ বাদুড়িয়ায় সিপিএম প্রার্থীকে অস্ত্র দেখিয়ে জোর করে মনোনয়নপত্র প্রত্যাহার করতে বাধ্য করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ৷

অন্যদিকে উলুবেড়িয়া-1-এর বিডিও-কে নির্বাচনী প্রক্রিয়া থেকে সরানোর আবেদন জানিয়ে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে ৷ বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই আবেদন করেন মামলাকারী । পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত এই মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা ৷

আরও পড়ুন: পর্যাপ্ত নিরাপত্তা না-পেলে পঞ্চায়েত নির্বাচনের দফা বাড়ানোর দাবিতে হাইকোর্টে নওশাদ

মামলাকারী আইনজীবীর বক্তব্য, যে বিডিও-র নামে অভিযোগ, যার বিরুদ্ধে সিবিআই তদন্তের সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ হয়েছে ৷ তবে প্রাক্তন বিচারপতির নেতৃত্বে দল গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ ৷ তাই বিডিও তদন্ত প্রক্রিয়ার অধীনে রয়েছেন ৷ এই অবস্থায় ওই বিডিও কী ভাবে পঞ্চায়েত ভোটের কাজকর্মে অংশগ্রহণ করতে পারেন ? এই প্রশ্ন তুলেই মামলা দায়ের করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.