ETV Bharat / state

Dharmatala Bus Terminus: ধর্মতলা বাস টার্মিনাসের জায়গায় 10 তলার বাসস্ট্যান্ড হতে পারে কি ? জানতে চাইল হাইকোর্ট - ধর্মতলা বাস টার্মিনাস

ধর্মতলায় মাল্টি মডেল বাসস্ট্যান্ড তৈরির পরিকল্পনার কথা আগেই হাইকোর্টে জানিয়েছিল রাজ্য ৷ এবার ধর্মতলা বাস টার্মিনাসের জায়গায় 10 তলার বাসস্ট্যান্ড বানানো যায় কি না তা জানতে চাইল হাইকোর্ট ৷

ETV Bharat
কলকাতা হাইকোর্ট
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 15, 2023, 10:56 PM IST

কলকাতা, 15 সেপ্টেম্বর: ধর্মতলা বাস টার্মিনাসের জায়গায় 10 তলার বাসস্ট্যান্ড বানানো যেতে পারে কি না, সেই বিষয়ে রাজ্যের কাছে জানতে চাইল কলকাতা হাইকোর্ট । শুক্রবার বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চ বলে, "যে কোনও প্রথম সারির দেশে 10 তলায় বাসস্ট্যান্ড আছে । এখানে সেটা না হওয়ার কী আছে !"

এদিন রাজ্যের তরফে ধর্মতলা বাসস্ট্যান্ড সমস্যার সমাধানে সাময়িক ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা রিপোর্ট দেওয়া হয় আদালতে । সেখানে কলকাতা ও হাওড়ার বিভিন্ন খালি জায়গা চিহ্নিত করে মোট অন্তত 500টি বাস দাঁড় করানোর ব্যবস্থা করা হয়েছে । ততদিন স্থায়ী বহুতল পার্কিংয়ের কাজ এগোবে । শুক্রবার পরিবেশকর্মী সুভাষ দত্ত একটি হলফনামা দিয়ে গঙ্গার ধারে দুটি জায়গার কথা জানান । যার একটিতে হাইকোর্টের আইনজীবীদের কার পার্কিংয়ের ব্যবস্থা করা যেতে পারে । যদিও বিচারপতি দেবাংশু বসাক ও শম্পা সরকারের ডিভিশন বেঞ্চ রাজ্য ও সুভাষ দত্তের হলফনামা নিয়ে আগামী দিনে বিবেচনা করবে বলে জানিয়েছে । তবে তার আগে রাজ্যের কাছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা নিয়ে বক্তব্য জানতে চায় আদালত । 6 অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি হবে ।

উল্লেখ্য, পরিবেশকর্মী সুভাষ দত্ত কলকাতা হাইকোর্টে মামলা করে আবেদন জানান, ধর্মতলা বাস টার্মিনাস অবিলম্বে ওই স্থান থেকে সরানোর ব্যবস্থা করতে হবে । ভিক্টোরিয়া মেমোরিয়ালের চারপাশে গাছ লাগাতে হবে । পাশাপাশি ভিক্টোরিয়ার আশপাশের ট্রাফিক ব্যবস্থা অত্যন্ত সহজ করতে হবে । ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে বৃষ্টির জল সংরক্ষণ করার ব্যবস্থা তৈরি করতে হবে । ভিক্টোরিয়ার আশপাশে কাঠের উনুন বানিয়ে পিকনিক করা অবিলম্বে বন্ধ করতে হবে । সেই মামলাতে এর আগে একাধিকবার হাইকোর্ট নির্দেশ দিয়েছে । এদিন ফের রাজ্যের কাছে তাদের পরিকল্পনা জানতে চাইল কলকাতা হাইকোর্ট ।

কলকাতা, 15 সেপ্টেম্বর: ধর্মতলা বাস টার্মিনাসের জায়গায় 10 তলার বাসস্ট্যান্ড বানানো যেতে পারে কি না, সেই বিষয়ে রাজ্যের কাছে জানতে চাইল কলকাতা হাইকোর্ট । শুক্রবার বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চ বলে, "যে কোনও প্রথম সারির দেশে 10 তলায় বাসস্ট্যান্ড আছে । এখানে সেটা না হওয়ার কী আছে !"

এদিন রাজ্যের তরফে ধর্মতলা বাসস্ট্যান্ড সমস্যার সমাধানে সাময়িক ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা রিপোর্ট দেওয়া হয় আদালতে । সেখানে কলকাতা ও হাওড়ার বিভিন্ন খালি জায়গা চিহ্নিত করে মোট অন্তত 500টি বাস দাঁড় করানোর ব্যবস্থা করা হয়েছে । ততদিন স্থায়ী বহুতল পার্কিংয়ের কাজ এগোবে । শুক্রবার পরিবেশকর্মী সুভাষ দত্ত একটি হলফনামা দিয়ে গঙ্গার ধারে দুটি জায়গার কথা জানান । যার একটিতে হাইকোর্টের আইনজীবীদের কার পার্কিংয়ের ব্যবস্থা করা যেতে পারে । যদিও বিচারপতি দেবাংশু বসাক ও শম্পা সরকারের ডিভিশন বেঞ্চ রাজ্য ও সুভাষ দত্তের হলফনামা নিয়ে আগামী দিনে বিবেচনা করবে বলে জানিয়েছে । তবে তার আগে রাজ্যের কাছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা নিয়ে বক্তব্য জানতে চায় আদালত । 6 অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি হবে ।

উল্লেখ্য, পরিবেশকর্মী সুভাষ দত্ত কলকাতা হাইকোর্টে মামলা করে আবেদন জানান, ধর্মতলা বাস টার্মিনাস অবিলম্বে ওই স্থান থেকে সরানোর ব্যবস্থা করতে হবে । ভিক্টোরিয়া মেমোরিয়ালের চারপাশে গাছ লাগাতে হবে । পাশাপাশি ভিক্টোরিয়ার আশপাশের ট্রাফিক ব্যবস্থা অত্যন্ত সহজ করতে হবে । ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে বৃষ্টির জল সংরক্ষণ করার ব্যবস্থা তৈরি করতে হবে । ভিক্টোরিয়ার আশপাশে কাঠের উনুন বানিয়ে পিকনিক করা অবিলম্বে বন্ধ করতে হবে । সেই মামলাতে এর আগে একাধিকবার হাইকোর্ট নির্দেশ দিয়েছে । এদিন ফের রাজ্যের কাছে তাদের পরিকল্পনা জানতে চাইল কলকাতা হাইকোর্ট ।

আরও পড়ুন : ধর্মতলায় মাল্টি মডেল বাস টার্মিনাস বানানোর পরিকল্পনা রয়েছে, হাইকোর্টে জানাল রাজ্য

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.