ETV Bharat / state

HC on Kunal Ghosh: মুখ্যমন্ত্রীর সঙ্গে বিদেশ সফরে যেতে বাধা কুণালকে, সিবিআইয়ের কাছে কারণ জানতে চাইল হাইকোর্ট - CBI prevent Kunal Ghosh to going foreign tour

যেহেতু বিচারাধীন মামলায় অভিযুক্ত তাই কুণাল ঘোষকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিদেশ সফরে যেতে বাধা দিচ্ছে সিবিআই ৷ তবে এই বাধার কারণ জানতে চাইল কলকাতা হাইকোর্ট ৷

ETV Bharat
কুণাল ঘোষ ও হাইকোর্ট
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 31, 2023, 3:52 PM IST

কলকাতা, 31 অগস্ট: কুণাল ঘোষের একটি মামলার বিচার চলছে । বিচারাধীন অবস্থায় তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বিদেশ সফরে নিয়ে যেতে চান । এই আবেদনের মামলায় কলকাতা হাইকোর্টের প্রশ্ন, "অন্য কাউকে কি পাওয়া যায়নি" ? যদিও প্রশ্ন করলেও কুণাল ঘোষের বিদেশ যাওয়ার ক্ষেত্রে আদালত ইতিবাচক মনোভাবই দেখিয়েছে । তবে বিষয়টি নিয়ে সিবিআই কেন বিরোধিতা করছে বৃহস্পতিবার তা জানতে চেয়েছে আদালত ।

এদিন বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি গৌরাঙ্গকান্তের ডিভিশন বেঞ্চের বক্তব্য, "একজন বিচারাধীন অভিযুক্তকে কেন মুখ্যমন্ত্রীর সফরে নেওয়া হবে ? অন্য কাউকে কি পাওয়া যায়নি ?" এর উত্তরে কুণালের আইনজীবী বলেন, "তাঁর মক্কেল শাসকদলের মুখপাত্র । তাই তাঁকে ওই সফরে নিয়ে যাওয়া হচ্ছে । এরপরেই সিবিআইয়ের উদ্দেশে বিচারপতি বাগচী বলেন, "5-7 দিনের জন্য যদি যেতে চান তা হলে অসুবিধা কোথায় ? তিনি তো আর পালিয়ে যাচ্ছেন না ।"

উত্তরে সিবিআইয়ের আইনজীবী বলেন, "ছেলের কাছে আমেরিকা যেতে চেয়ে আবেদন করা হয়েছিল । কিন্তু এখন বলা হচ্ছে মুখ্যমন্ত্রীর সঙ্গে অন্য দেশে যেতে চান ।" তবে এই সফরে সিবিআইয়ের কী আপত্তি রয়েছে তা জানতে চেয়ে হলফনামা চেয়েছে আদালত । আগামী 6 সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে ।

আগামী 12 সেপ্টেম্বর ইউরোপ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । জানা গিয়েছে, এই বিদেশ সফরের প্রথমে দুবাই যাবেন তিনি ৷ তারপর স্পেনের মাদ্রিদে যাওয়ার কথা রয়েছে তাঁর । মুখ্যমন্ত্রীর এই সফরে সঙ্গী হওয়ার আমন্ত্রণ পেয়ে বিদেশ যাওয়ার আবেদন জানিয়েছেন কুণাল ঘোষ । নিম্ন আদালতে তাঁর পাসপোর্ট জমা রয়েছে । তা ফেরত পেতেও আবেদন জানিয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে । এরআগে তাঁকে সিঙ্গাপুরে যাওয়ার অনুমতি দিয়েছিল হাইকোর্টের এই এজলাস । বৃহস্পতিবার তাঁর বিদেশযাত্রার অনুমতিতে আপত্তি জানায় সিবিআই । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, মামলা বিচারাধীন । এখনই অনুমতি দেওয়া যাবে না । এই নিয়ে সিবিআইয়ের কাছে আপত্তির লিখিত বক্তব্য চেয়েছে আদালত ।

আরও পড়ুন : কুণাল ঘোষকে বিদেশ যাওয়ার অনুমতি হাইকোর্টের

কলকাতা, 31 অগস্ট: কুণাল ঘোষের একটি মামলার বিচার চলছে । বিচারাধীন অবস্থায় তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বিদেশ সফরে নিয়ে যেতে চান । এই আবেদনের মামলায় কলকাতা হাইকোর্টের প্রশ্ন, "অন্য কাউকে কি পাওয়া যায়নি" ? যদিও প্রশ্ন করলেও কুণাল ঘোষের বিদেশ যাওয়ার ক্ষেত্রে আদালত ইতিবাচক মনোভাবই দেখিয়েছে । তবে বিষয়টি নিয়ে সিবিআই কেন বিরোধিতা করছে বৃহস্পতিবার তা জানতে চেয়েছে আদালত ।

এদিন বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি গৌরাঙ্গকান্তের ডিভিশন বেঞ্চের বক্তব্য, "একজন বিচারাধীন অভিযুক্তকে কেন মুখ্যমন্ত্রীর সফরে নেওয়া হবে ? অন্য কাউকে কি পাওয়া যায়নি ?" এর উত্তরে কুণালের আইনজীবী বলেন, "তাঁর মক্কেল শাসকদলের মুখপাত্র । তাই তাঁকে ওই সফরে নিয়ে যাওয়া হচ্ছে । এরপরেই সিবিআইয়ের উদ্দেশে বিচারপতি বাগচী বলেন, "5-7 দিনের জন্য যদি যেতে চান তা হলে অসুবিধা কোথায় ? তিনি তো আর পালিয়ে যাচ্ছেন না ।"

উত্তরে সিবিআইয়ের আইনজীবী বলেন, "ছেলের কাছে আমেরিকা যেতে চেয়ে আবেদন করা হয়েছিল । কিন্তু এখন বলা হচ্ছে মুখ্যমন্ত্রীর সঙ্গে অন্য দেশে যেতে চান ।" তবে এই সফরে সিবিআইয়ের কী আপত্তি রয়েছে তা জানতে চেয়ে হলফনামা চেয়েছে আদালত । আগামী 6 সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে ।

আগামী 12 সেপ্টেম্বর ইউরোপ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । জানা গিয়েছে, এই বিদেশ সফরের প্রথমে দুবাই যাবেন তিনি ৷ তারপর স্পেনের মাদ্রিদে যাওয়ার কথা রয়েছে তাঁর । মুখ্যমন্ত্রীর এই সফরে সঙ্গী হওয়ার আমন্ত্রণ পেয়ে বিদেশ যাওয়ার আবেদন জানিয়েছেন কুণাল ঘোষ । নিম্ন আদালতে তাঁর পাসপোর্ট জমা রয়েছে । তা ফেরত পেতেও আবেদন জানিয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে । এরআগে তাঁকে সিঙ্গাপুরে যাওয়ার অনুমতি দিয়েছিল হাইকোর্টের এই এজলাস । বৃহস্পতিবার তাঁর বিদেশযাত্রার অনুমতিতে আপত্তি জানায় সিবিআই । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, মামলা বিচারাধীন । এখনই অনুমতি দেওয়া যাবে না । এই নিয়ে সিবিআইয়ের কাছে আপত্তির লিখিত বক্তব্য চেয়েছে আদালত ।

আরও পড়ুন : কুণাল ঘোষকে বিদেশ যাওয়ার অনুমতি হাইকোর্টের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.