ETV Bharat / state

কোরোনার লক্ষণ রয়েছে এমন প্রত্যেককে খুঁজে বার করুন, মুখ্য সচিবকে চিঠি কেন্দ্রের - cabinet secretary's letter to chief secretary of West Bengal'

কোরোনা লক্ষণ রয়েছে এমন প্রত্যেককে খুঁজে বের করার পরামর্শ দিয়ে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিলেন কেন্দ্রের ক্যাবিনেট সচিব রাজিব গৌবা ।

cabinet secretary
cabinet secretary
author img

By

Published : Mar 24, 2020, 5:13 PM IST

Updated : Mar 24, 2020, 6:46 PM IST

কলকাতা, 24 মার্চ : কেউ যাতে বাদ না পড়ে যায় । সেই কারণে চালাতে হবে রীতিমতো চিরুনি তল্লাশি । তবেই সংক্রমনের চেইন ভাঙা যাবে । শহর থেকে জেলা করণা লক্ষণ রয়েছে এমন প্রত্যেককে খুঁজে বের করার পরামর্শ দিয়ে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিলেন কেন্দ্রের ক্যাবিনেট সচিব রাজিব গৌবা ।

কোরোনা সংক্রমণের হাত থেকে বাঁচার একমাত্র উপায় সামাজিক দূরত্ব । সংক্রমিত কোনও ব্যক্তি যাতে কমিউনিটিতে এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে না দিতে পারে তা নিশ্চিত করাই পথ । সেটা করেই অনেকটা সাফল্য পেয়েছে চিন । ইতালি, ব্রিটেনের মতো সংক্রমিত দেশগুলিও নিয়েছে সেই পন্থা । ভারতে এখনও পর্যন্ত কমিউনিটি সংক্রমণ শুরু হয়নি । সরকার চাইছে শুরুতেই সেই বিষয়টি বন্ধ করতে । যেটা করতে দেরি করেছিল ইতালির মত দেশ । অন্যদেশের ভুল থেকে শিক্ষা নিয়ে ভারত সরকার চাইছে দেশের প্রতিটি কোনা থেকে কোরোনার লক্ষণ থাকা সব ব্যক্তিকে চিহ্নিত করে হাসপাতালে নিয়ে আসতে । সেই সূত্রেই সব রাজ্যের মুখ্য সচিবকে চিঠি পাঠাচ্ছেন ক্যাবিনেট সেক্রেটারি । সেই চিঠি পৌঁছেছে নবান্নেও । চিঠিতে বলা হয়েছে, কলকাতা এবং জেলার নজরদারি দলকে আরো বেশি করে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। কোনও ঝুঁকি নেওয়া চলবে না । তাদের মাধ্যমে রাজ্যের প্রতিটি কোনা থেকে খুঁজে বের করতে হবে কোরানার লক্ষণ থাকা ব্যক্তিদের । এই বিষয়ে রাজ্যের স্বাস্থ্য সচিবের নেতৃত্বে প্রত্যেকটি জেলাশাসককে করতে হবে সক্রিয় অংশগ্রহণ ।

পুরো বিষয়টিতে মুখ্য সচিবকে নিজের দায়িত্বে নজরদারি চালানোর পরামর্শ দিয়েছেন ক্যাবিনেট সচিব । যদিও নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই এই কাজ রাজ্য সরকার করছে ।

cabinet secretary
রাজিব গৌবার নবান্নে পাঠানো চিঠি

কলকাতা, 24 মার্চ : কেউ যাতে বাদ না পড়ে যায় । সেই কারণে চালাতে হবে রীতিমতো চিরুনি তল্লাশি । তবেই সংক্রমনের চেইন ভাঙা যাবে । শহর থেকে জেলা করণা লক্ষণ রয়েছে এমন প্রত্যেককে খুঁজে বের করার পরামর্শ দিয়ে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিলেন কেন্দ্রের ক্যাবিনেট সচিব রাজিব গৌবা ।

কোরোনা সংক্রমণের হাত থেকে বাঁচার একমাত্র উপায় সামাজিক দূরত্ব । সংক্রমিত কোনও ব্যক্তি যাতে কমিউনিটিতে এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে না দিতে পারে তা নিশ্চিত করাই পথ । সেটা করেই অনেকটা সাফল্য পেয়েছে চিন । ইতালি, ব্রিটেনের মতো সংক্রমিত দেশগুলিও নিয়েছে সেই পন্থা । ভারতে এখনও পর্যন্ত কমিউনিটি সংক্রমণ শুরু হয়নি । সরকার চাইছে শুরুতেই সেই বিষয়টি বন্ধ করতে । যেটা করতে দেরি করেছিল ইতালির মত দেশ । অন্যদেশের ভুল থেকে শিক্ষা নিয়ে ভারত সরকার চাইছে দেশের প্রতিটি কোনা থেকে কোরোনার লক্ষণ থাকা সব ব্যক্তিকে চিহ্নিত করে হাসপাতালে নিয়ে আসতে । সেই সূত্রেই সব রাজ্যের মুখ্য সচিবকে চিঠি পাঠাচ্ছেন ক্যাবিনেট সেক্রেটারি । সেই চিঠি পৌঁছেছে নবান্নেও । চিঠিতে বলা হয়েছে, কলকাতা এবং জেলার নজরদারি দলকে আরো বেশি করে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। কোনও ঝুঁকি নেওয়া চলবে না । তাদের মাধ্যমে রাজ্যের প্রতিটি কোনা থেকে খুঁজে বের করতে হবে কোরানার লক্ষণ থাকা ব্যক্তিদের । এই বিষয়ে রাজ্যের স্বাস্থ্য সচিবের নেতৃত্বে প্রত্যেকটি জেলাশাসককে করতে হবে সক্রিয় অংশগ্রহণ ।

পুরো বিষয়টিতে মুখ্য সচিবকে নিজের দায়িত্বে নজরদারি চালানোর পরামর্শ দিয়েছেন ক্যাবিনেট সচিব । যদিও নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই এই কাজ রাজ্য সরকার করছে ।

cabinet secretary
রাজিব গৌবার নবান্নে পাঠানো চিঠি
Last Updated : Mar 24, 2020, 6:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.