ETV Bharat / state

মন্ত্রিসভার সদস্যদের শপথ সোমবার, থাকতে পারে একাধিক নতুন মুখ - মমতার মন্ত্রিসভায় নতুন মুখ

এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে যে বিধায়ক সংখ্যা তাতে কমবেশি 47 জনকে মন্ত্রী করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় । তবে তিনি বরাবরই ছোট মন্ত্রিসভায় বিশ্বাসী । তাই লেজ ভারী না করে একজন মন্ত্রীকে একাধিক দপ্তরের দায়িত্ব দেওয়া হতে পারে বলে খবর ।

Cabinet Minister of West Bengal
ছবি
author img

By

Published : May 7, 2021, 9:42 PM IST

কলকাতা, 7 মে : সোমবার শপথ নেবেন ক্যাবিনেট মন্ত্রীরা । আগে ঠিক ছিল শনিবার অধ্যক্ষ নির্বাচনের পর রবিবার হবে মন্ত্রীদের শপথ । কিন্তু পরবর্তীতে সেই সূচির বদল করা হয়েছে । করোনা আবহে সকাল 11 টায় ক্যাবিনেট মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল । যাতে দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করা যায় তাই একসঙ্গে অনেক জনকেই শপথ পাঠ করাতে পারেন তিনি ।

নবান্ন সূত্রে যেটুকু জানা যাচ্ছে, তাতে একদিন এই সব মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠান এই করোনা পরিস্থিতিতে করতে চাইছে না রাজ্য সরকার । প্রথমে পূর্ণ মন্ত্রীরা সোমবার শপথ নেওয়ার পর, দ্বিতীয় পর্যায় প্রতিমন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হতে পারে । এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে যে বিধায়ক সংখ্যা তাতে কমবেশি 47 জনকে মন্ত্রী করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

তবে তিনি বরাবরই ছোট মন্ত্রিসভায় বিশ্বাসী । তাই লেজ ভারী না করে একজন মন্ত্রীকে একাধিক দপ্তরের দায়িত্ব দেওয়া হতে পারে বলে খবর । একইভাবে মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে একাধিক নতুন মুখ এবার দেখা যেতে পারে । তাতে যেমন মালদা মুর্শিদাবাদের একাধিক নতুন মুখ থাকবে । তেমনই উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি থেকেও একাধিক নতুন মুখ দেখা যেতে পারে । তবে কারা ক্যাবিনেট মন্ত্রী হিসাবে সোমবার শপথ নেবেন সেই তালিকা এখনও তৃণমূল কংগ্রেসের তরফে প্রকাশ করা হয়নি ।

কলকাতা, 7 মে : সোমবার শপথ নেবেন ক্যাবিনেট মন্ত্রীরা । আগে ঠিক ছিল শনিবার অধ্যক্ষ নির্বাচনের পর রবিবার হবে মন্ত্রীদের শপথ । কিন্তু পরবর্তীতে সেই সূচির বদল করা হয়েছে । করোনা আবহে সকাল 11 টায় ক্যাবিনেট মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল । যাতে দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করা যায় তাই একসঙ্গে অনেক জনকেই শপথ পাঠ করাতে পারেন তিনি ।

নবান্ন সূত্রে যেটুকু জানা যাচ্ছে, তাতে একদিন এই সব মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠান এই করোনা পরিস্থিতিতে করতে চাইছে না রাজ্য সরকার । প্রথমে পূর্ণ মন্ত্রীরা সোমবার শপথ নেওয়ার পর, দ্বিতীয় পর্যায় প্রতিমন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হতে পারে । এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে যে বিধায়ক সংখ্যা তাতে কমবেশি 47 জনকে মন্ত্রী করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

তবে তিনি বরাবরই ছোট মন্ত্রিসভায় বিশ্বাসী । তাই লেজ ভারী না করে একজন মন্ত্রীকে একাধিক দপ্তরের দায়িত্ব দেওয়া হতে পারে বলে খবর । একইভাবে মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে একাধিক নতুন মুখ এবার দেখা যেতে পারে । তাতে যেমন মালদা মুর্শিদাবাদের একাধিক নতুন মুখ থাকবে । তেমনই উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি থেকেও একাধিক নতুন মুখ দেখা যেতে পারে । তবে কারা ক্যাবিনেট মন্ত্রী হিসাবে সোমবার শপথ নেবেন সেই তালিকা এখনও তৃণমূল কংগ্রেসের তরফে প্রকাশ করা হয়নি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.