ETV Bharat / state

গণনাকেন্দ্রে রাজ্য পুলিশ নয়, ত্রিস্তরীয় নিরাপত্তায় আজ ভোট গণনা

ভোট গণনা নিয়ে বিন্দুমাত্র ঝুঁকি নিতে চাইছে না নির্বাচন কমিশন । কমিশনের তরফে তৈরি করা হচ্ছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা । থাকছে তিনটি নিরাপত্তা বেষ্টনী । মূল গণনা কেন্দ্রে থাকবে শুধু কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা । সেখানে রাজ্য পুলিশ কোনওভাবেই প্রবেশ করতে পারবে না ।

counting
ভোট গণনা
author img

By

Published : Nov 27, 2019, 8:41 PM IST

Updated : Nov 28, 2019, 7:05 AM IST

কলকাতা, 27 নভেম্বর : আজ তিন বিধানসভা উপনির্বাচনের ফলপ্রকাশ । সকাল আটটা থেকে শুরু হবে ভোট গণনা । তিন জেলায় তিন বিধানসভা কেন্দ্রের জন্য তৈরি হয়েছে তিনটি গণনা কেন্দ্র । প্রতিটি কেন্দ্রে থাকছে দু'টি করে কাউন্টিং হল । নির্বাচন কমিশন সূত্রে খবর এমনটাই ।

তবে ভোট গণনা নিয়ে বিন্দুমাত্র ঝুঁকি নিতে চাইছে না নির্বাচন কমিশন । কমিশনের তরফে তৈরি করা হচ্ছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা । থাকছে তিনটি নিরাপত্তা বেষ্টনী । মূল গণনা কেন্দ্রে থাকবেন শুধু কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা । সেখানে রাজ্য পুলিশ কোনওভাবেই প্রবেশ করতে পারবে না । এমন নির্দেশিকাই দিয়েছে নির্বাচন কমিশন । প্রথম স্তরে 200 মিটারের শুরুতে থাকবে রাজ্য পুলিশের একটি দল । দ্বিতীয় স্তরে 100 মিটারের মধ্যে থাকবে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনীর অফিসাররা । আর গণনা কেন্দ্রের ভিতরে থাকছে কেন্দ্রীয় বাহিনী । রাজনৈতিক দলগুলি ক্যাম্প করলে তা করতে হবে 200 মিটারের বাইরে । দ্বিতীয় নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন একজন ম্যাজিস্ট্রেট । যিনি ভোট গণনা কর্মীদের সচিত্র পরিচয় পত্র দেখেই ভেতরে যাওয়ার অনুমতি দেবেন । এই দ্বিতীয় বেস্ট নিচেই থাকবে মিডিয়া সেন্টার । ভোট গণনা কর্মী এবং এজেন্ট ছাড়া কেউই কাউন্টিং হলে প্রবেশ করতে পারবে না ।

রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর সূত্রে খবর, তিনটি কাউন্টিং সেন্টারের দু'টি করে হলে থাকবে বেশ কিছু টেবিল । কালিয়াগঞ্জে থাকবে 20টি টেবিল । করিমপুর টেবিল থাকবে 17 টি । আর খড়্গপুরে থাকবে 16 টি । কালিয়াগঞ্জে ভোট গণনা হবে 10 দফা । করিমপুরে হবে 14 দফা । আর খড়্গপুরে 16 দফা শেষে জানা যাবে ভোটের ফল । প্রতি বিধানসভা কেন্দ্রে পাঁচটি করে VVPAT-এ গণনা হবে বলে কমিশন সূত্রে খবর ।

কলকাতা, 27 নভেম্বর : আজ তিন বিধানসভা উপনির্বাচনের ফলপ্রকাশ । সকাল আটটা থেকে শুরু হবে ভোট গণনা । তিন জেলায় তিন বিধানসভা কেন্দ্রের জন্য তৈরি হয়েছে তিনটি গণনা কেন্দ্র । প্রতিটি কেন্দ্রে থাকছে দু'টি করে কাউন্টিং হল । নির্বাচন কমিশন সূত্রে খবর এমনটাই ।

তবে ভোট গণনা নিয়ে বিন্দুমাত্র ঝুঁকি নিতে চাইছে না নির্বাচন কমিশন । কমিশনের তরফে তৈরি করা হচ্ছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা । থাকছে তিনটি নিরাপত্তা বেষ্টনী । মূল গণনা কেন্দ্রে থাকবেন শুধু কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা । সেখানে রাজ্য পুলিশ কোনওভাবেই প্রবেশ করতে পারবে না । এমন নির্দেশিকাই দিয়েছে নির্বাচন কমিশন । প্রথম স্তরে 200 মিটারের শুরুতে থাকবে রাজ্য পুলিশের একটি দল । দ্বিতীয় স্তরে 100 মিটারের মধ্যে থাকবে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনীর অফিসাররা । আর গণনা কেন্দ্রের ভিতরে থাকছে কেন্দ্রীয় বাহিনী । রাজনৈতিক দলগুলি ক্যাম্প করলে তা করতে হবে 200 মিটারের বাইরে । দ্বিতীয় নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন একজন ম্যাজিস্ট্রেট । যিনি ভোট গণনা কর্মীদের সচিত্র পরিচয় পত্র দেখেই ভেতরে যাওয়ার অনুমতি দেবেন । এই দ্বিতীয় বেস্ট নিচেই থাকবে মিডিয়া সেন্টার । ভোট গণনা কর্মী এবং এজেন্ট ছাড়া কেউই কাউন্টিং হলে প্রবেশ করতে পারবে না ।

রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর সূত্রে খবর, তিনটি কাউন্টিং সেন্টারের দু'টি করে হলে থাকবে বেশ কিছু টেবিল । কালিয়াগঞ্জে থাকবে 20টি টেবিল । করিমপুর টেবিল থাকবে 17 টি । আর খড়্গপুরে থাকবে 16 টি । কালিয়াগঞ্জে ভোট গণনা হবে 10 দফা । করিমপুরে হবে 14 দফা । আর খড়্গপুরে 16 দফা শেষে জানা যাবে ভোটের ফল । প্রতি বিধানসভা কেন্দ্রে পাঁচটি করে VVPAT-এ গণনা হবে বলে কমিশন সূত্রে খবর ।

Intro:কলকাতা, 27 নভেম্বর: রাত পোহালেই 3 বিধানসভা উপনির্বাচনের গণনা। সকাল আটটা থেকে শুরু হবে ভোট গণনা। তিন জেলায় তিন বিধানসভা কেন্দ্রের জন্য তৈরি হয়েছে তিনটি গণনা কেন্দ্র। প্রতিটি কেন্দ্রে থাকছে দুটি করে কাউন্টিং হল। নির্বাচন কমিশন সূত্রে খবর এমনটাই।Body:তবে ভোট গণনা নিয়ে বিন্দুমাত্র ঝুঁকি নিতে চাইছে না নির্বাচন কমিশন। কমিশনের তরফে তৈরি করা হচ্ছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। থাকছে তিনটি নিরাপত্তা বেষ্টনী। মূল গণনা কেন্দ্রে থাকবে শুধু কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। সেখানে রাজ্য পুলিশ কোনভাবেই প্রবেশ করতে পারবে না। এমন নির্দেশিকাই দিয়েছে নির্বাচন কমিশন। প্রথম স্তরে ২০০ মিটারের শুরুতে থাকবে রাজ্য পুলিশের একটি দল। দ্বিতীয় স্তরে ১০০ মিটারের মধ্যে থাকবে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনীর অফিসাররা। আর গণনা কেন্দ্রের ভিতরে থাকছে কেন্দ্রীয় বাহিনী। রাজনৈতিক দলগুলি ক্যাম্প করলে তা করতে হবে ২০০ মিটারের বাইরে। দ্বিতীয় নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন একজন ম্যাজিস্ট্রেট। যিনি ভোট গণনা কর্মীদের সচিত্র পরিচয় পত্র দেখেই ভেতরে যাওয়ার অনুমতি দেবেন। এই দ্বিতীয় বেস্ট নিচেই থাকবে মিডিয়া সেন্টার। ভোট গণনা কর্মী এবং এজেন্ট ছাড়া কেউই কাউন্টিং হলে প্রবেশ করতে পারবে না।
Conclusion:রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর সূত্রে খবর, তিনটি কাউন্টিং সেন্টারের দুটি করে হলে থাকছে বেশকিছু টেবিল। কালিয়াগঞ্জে থাকবে কুড়িটি টেবিল। করিমপুর টেবিল থাকবে 17 টি। আর খড়্গপুরে থাকবে 16 টি টেবিল। কালিয়াগঞ্জ এ ভোট গণনা হবে 10 রাউন্ড। করিমপুরে হবে 14 রাউন্ড। আর খড়্গপুরে 16 রাউন্ড শেষে জানা যাবে ভোটের ফল। প্রতি বিধানসভা কেন্দ্রে পাঁচটি করে VVPAT গণনা হবে বলে কমিশন সূত্রে খবর।


 
Last Updated : Nov 28, 2019, 7:05 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.