ETV Bharat / state

"অমর্ত্যর সঙ্গে বিবাহ বিচ্ছেদ মানতে পারেননি নবনীতা", স্মৃতিচারণায় বুদ্ধদেব গুহ - নবনীতা দেব সেনের মৃত্যুর খবর

জন্মদিনে বুদ্ধদেব গুহর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত বা টপ্পা গান শুনতে চাইতেন নবনীতা দেব সেন । প্রিয় বান্ধবীর মৃত্যুতে কন্ঠরোধ হয়ে আসছিল লেখক বুদ্ধদেব গুহর । স্মৃতিচারণা করতে গিয়ে চোখের জল বাঁধ মানল না বুদ্ধদেব গুহর ।

বুদ্ধদেব গুহ
author img

By

Published : Nov 7, 2019, 11:48 PM IST

কলকাতা, 7 নভেম্বর : বুদ্ধদেব গুহর পুরাতনী টপ্পা গানের গুণমুগ্ধ শ্রোতা ছিলেন নবনীতা দেব সেন । প্রতিবছর জন্মদিনে বুদ্ধদেব গুহকে নিজের বাড়ি 'ভালোবাসা'-তে আমন্ত্রণ জানাতেন নবনীতা । জন্মদিনে বুদ্ধদেবের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত বা টপ্পা গান শুনতে চাইতেন নবনীতা । প্রিয় বান্ধবীর স্মৃতিচারণা করতে গিয়ে চোখের জল বাঁধ মানল না বুদ্ধদেবের ।

সানি টাওয়ার্সের বাড়ি থেকে ঋতু গুহকে নিয়ে মাঝেমধ্যেই 'ভালোবাসা'তে যেতেন বুদ্ধদেব গুহ । স্কুল ফাইনাল পরীক্ষায় একসঙ্গে পাস করেছিলেন দু'জনে । তারপর একজন প্রেসিডেন্সি কলেজে, অন্যজন সেন্ট জ়েভিয়ার্সে । নবনীতা এবং বুদ্ধদেব একসঙ্গে 'সংলাপ' নামে একটি পত্রিকা চালু করেছিলেন । নবনীতা গুরুত্বসহকারে সম্পাদনা করতেন পত্রিকাটির । নবনীতা যখন বিদেশে থাকতেন তখন নিয়মিত চিঠির উত্তর দিতেন তাঁকে বলে জানালেন বুদ্ধদেব ।

বুদ্ধদেবের স্ত্রী ঋতুর সঙ্গেও যথেষ্ট সখ্যতা ছিল নবনীতার । বুদ্ধদেব বলেন, "অমর্ত্য সেনের সঙ্গে বিচ্ছেদ মানতে পারেননি নবনীতা । সেই ধাক্কা সামলাতে না পেরে দীর্ঘদিন কষ্ট পেয়েছেন । প্রাণবন্ত প্রতিবাদী একটি মেয়ের মৃত্যু হল আজ ৷"

নবনীতার থেকে প্রায় তিন বছরের বড় বুদ্ধদেব । বয়সে বড় হয়ে নবনীতার স্মৃতিচারণা করতে মোটেই ভাল লাগছিল না তাঁর । বললেন, "মনের অবস্থা ভালো নেই ।"

কলকাতা, 7 নভেম্বর : বুদ্ধদেব গুহর পুরাতনী টপ্পা গানের গুণমুগ্ধ শ্রোতা ছিলেন নবনীতা দেব সেন । প্রতিবছর জন্মদিনে বুদ্ধদেব গুহকে নিজের বাড়ি 'ভালোবাসা'-তে আমন্ত্রণ জানাতেন নবনীতা । জন্মদিনে বুদ্ধদেবের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত বা টপ্পা গান শুনতে চাইতেন নবনীতা । প্রিয় বান্ধবীর স্মৃতিচারণা করতে গিয়ে চোখের জল বাঁধ মানল না বুদ্ধদেবের ।

সানি টাওয়ার্সের বাড়ি থেকে ঋতু গুহকে নিয়ে মাঝেমধ্যেই 'ভালোবাসা'তে যেতেন বুদ্ধদেব গুহ । স্কুল ফাইনাল পরীক্ষায় একসঙ্গে পাস করেছিলেন দু'জনে । তারপর একজন প্রেসিডেন্সি কলেজে, অন্যজন সেন্ট জ়েভিয়ার্সে । নবনীতা এবং বুদ্ধদেব একসঙ্গে 'সংলাপ' নামে একটি পত্রিকা চালু করেছিলেন । নবনীতা গুরুত্বসহকারে সম্পাদনা করতেন পত্রিকাটির । নবনীতা যখন বিদেশে থাকতেন তখন নিয়মিত চিঠির উত্তর দিতেন তাঁকে বলে জানালেন বুদ্ধদেব ।

বুদ্ধদেবের স্ত্রী ঋতুর সঙ্গেও যথেষ্ট সখ্যতা ছিল নবনীতার । বুদ্ধদেব বলেন, "অমর্ত্য সেনের সঙ্গে বিচ্ছেদ মানতে পারেননি নবনীতা । সেই ধাক্কা সামলাতে না পেরে দীর্ঘদিন কষ্ট পেয়েছেন । প্রাণবন্ত প্রতিবাদী একটি মেয়ের মৃত্যু হল আজ ৷"

নবনীতার থেকে প্রায় তিন বছরের বড় বুদ্ধদেব । বয়সে বড় হয়ে নবনীতার স্মৃতিচারণা করতে মোটেই ভাল লাগছিল না তাঁর । বললেন, "মনের অবস্থা ভালো নেই ।"

Intro:অমর্ত্য সেনের সঙ্গে বিবাহ বিচ্ছেদ মানতে পারেননি নবনীতা দেব সেন। অমর্ত্যের সঙ্গে ছাড়াছাড়ি ধাক্কা মানতে না পারায় অসুস্থ হয়ে পড়লেন নবনীতা দেব সেন। বললেন সাহিত্যিক বুদ্ধদেব গুহ।


Body:বুদ্ধদেব গুহর পুরাতনী টপ্পা গানের গুণমুগ্ধ শ্রোতা ছিলেন নবনীতা দেব সেন। প্রতিবছর জন্মদিনে বুদ্ধদেবগুহকে ভালোবাসা বাড়িতে আমন্ত্রণ জানাতেন নবনীতা দেব সেন।
জন্মদিনে বুদ্ধদেবগুহ এর কন্ঠে রবীন্দ্রসঙ্গীত নতুবা পুরাতনী গান শুনতে চাইতেন নবনীতা দেব সেন। প্রিয় বান্ধবীর মৃত্যুতে কন্ঠরোধ হয়ে আসছিল মাধুকরীর লেখক বুদ্ধদেব গুহর।
অল্প বয়সের বন্ধু ছিলেন বুদ্ধদেব গুহ। দীর্ঘদিনের সেই স্মৃতিচারণা করতে করতে চোখের জল বাঁধলো না অশীতিপর সাহিত্যিক বুদ্ধদেব গুহর।
সানি টাওয়ার্স এর বাড়ি থেকে ঋতু গুহ কে নিয়ে মাঝেমাঝেই যেতেন বুদ্ধদেবগুহ ভালোবাসা বাড়িতে। স্কুল ফাইনাল পরীক্ষায় একসঙ্গে পাস করেছিলেন দুজনে। তারপর একজন প্রেসিডেন্সি কলেজ। অপরজন সেন্ট জেভিয়ার্স। নবনীতা দেব সেন এবং বুদ্ধদেব গুহ। একসঙ্গে "সংলাপ" নামে একটি কাগজের জন্ম দিয়েছিলেন তারা। সম্পাদক নবনীতা দেব সেন গুরুত্বসহকারে সম্পাদনা করতেন পত্রিকাটির। প্রিয় বন্ধু অনেক লেখা লিখেছেন বুদ্ধদেব গুহ কে। বিদেশ থেকেও চিঠির উত্তর দিতেন নিয়মিত জানালেন বুদ্ধদেব গুহ। অমর্ত্য সেনের বাবার মৃত্যুর পর নবনীতা দেবসেনের অনেক স্মৃতি রয়েছে বুদ্ধদেবের। বুদ্ধদেব গুহর স্ত্রী ঋতু গুহর সঙ্গেও অত্যন্ত আন্তরিক সম্পর্ক ছিল নবনীতা দেবসেনের।
মৃত্যুতেও কেবল মনে পড়ে যাচ্ছে বুদ্ধদেব গুহর, অমর্ত্য সেনের সঙ্গে ছাড়াছাড়ি মানতে পারেননি নবনীতা দেব সেন। সেই ধাক্কা সামলাতে না পেরে দীর্ঘদিন কষ্ট পেয়েছেন তিনি। যদিও প্রকাশ পেত না অনেক কথা। বাবলু, বাবলু (অমর্ত্য সেনের ডাকনাম) পাগল হয়ে যেত নবনীতা দেব সেন। ভ্রমণ সাহিত্য অসাধারণ ভাবে পরিবেশন করতে পারতেন নবনীতা দেবসেন। প্রাণবন্ত প্রতিবাদী একটি মেয়ের মৃত্যু হল আজ বললেন বুদ্ধদেব গুহ। বিদগ্ধ সাহিত্যিক নরেন্দ্র দেব এবং বিদুষী রাধারানী দেবীর যোগ্য উত্তরসূরী আজ প্রয়াত হলেন। নবনীতা দেবসেনের সঙ্গে বয়সের কিছুটা ফারাক ছিল বুদ্ধদেব গুহের। নবনীতার থেকে প্রায় তিন বছরের বড় বুদ্ধদেব গুহ। বয়সে বড় হয়ে নবনীতার স্মৃতিচারণা করতে মোটেই ভাল লাগছিল না বুদ্ধদেব গুহ। বললেন, "মনের অবস্থা ভালো নেই।"


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.