কলকাতা, 29 মে : প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে বর্তমানে ইন্টারমিটেন্ট বাইপ্যাপ সাপোর্টে রাখা হয়েছে । ইন্টারমিটেন্ট বাইপ্যাপ এমন একটি যন্ত্র যার মাধ্যমে একটি মাস্ক বা নাকের পাইপ কিংবা একটি হেলমেটের মাধ্যমে নিঃশ্বাস-প্রশ্বাস নিতে রোগীকে সহায়তা করা হয় । তাঁর অক্সিজেন স্যাচুরেশন 92 শতাংশ ৷
আজ সকালে প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এখনও বুদ্ধবাবুর অল্প শুকনো কাশি ভাব থাকলেও আপাতত ভাল আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷ হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে তাঁর যে নিদ্রাচ্ছন্ন অবস্থা ছিল তা কেটে গিয়েছে । শনিবারও তিনি সজাগ রয়েছেন ৷ স্বাভাবিক কথাবার্তা বলছেন । রক্তচাপ নিয়ন্ত্রণে রয়েছে । হার্টবিট প্রতি মিনিটে 60 । এদিন তাঁকে ওই শুকনো কাশিভাবটা অস্বস্তিতে রেখেছে ৷ গত কালকের মতো আজও তাঁকে মুখ দিয়ে খাবার খাওয়ানো হয়েছে । বর্তমানে তাঁকে কোভিডের ওষুধ দেওয়া হচ্ছে ।
গত 18 মে করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী । তারপর তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা কমতে থাকে ৷ হতে থাকে শ্বাসকষ্টও । এরপরই তাঁকে দক্ষিণ কলকাতার ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ৷
আরও পড়ুন : আপাতত ভাল আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য