কলকাতা , 15 ডিসেম্বর : হাসপাতাল থেকে ছাড়া পেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য । হাসপাতালের চিকিৎসক এবং নার্সিং টিম অ্যাম্বুলেন্সে করে হোম কেয়ার ব্যবস্থায় তাঁকে বাড়িতে পৌঁছে দেবে ।
গত বুধবার , অর্থাৎ 9 ডিসেম্বর দুপুর থেকে দক্ষিণ কলকাতার আলিপুরে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের চিকিৎসা চলছে । প্রথমে তাঁকে মেকানিক্যাল ভেন্টিলেশনে রাখা হয়েছিল । ঘুমের ওযুধ দেওয়া হচ্ছিল । শরীরে অক্সিজ়েনের মাত্রা কমে গিয়েছিল । প্রথমে কয়েকদিন তিনি সংকটজনক অবস্থায় ছিলেন । পরে ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হতে শুরু করে । গতকালই হাসপাতাল সূত্রে জানিয়ে দেওয়া হয় বাইপ্যাপ অর্থাৎ, নন-ইনভেসিভ ভেন্টিলেটর সাপোর্টে আজ তাঁকে বাড়ি পাঠানো হবে । আজ সকালে হাসপাতাল থেকে জানানো হয়েছে , গতকাল রাতে বুদ্ধদেববাবুর ভালো ঘুম হয়েছে । তাঁর শরীরের বিভিন্ন প্যারামিটার স্বাভাবিক রয়েছে । রাইলস টিউব খুলে দেওয়া হয়েছে । এরপর আজ সকাল 10 টা-11টা নাগাদ তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় । চিকিৎসক এবং নার্সদের একটি বিশেষ দল তাঁকে অ্যাম্বুলেন্সে করে হোমকেয়ার ব্যবস্থায় বাড়ি পৌঁছে দেবে ।
আজ সকাল থেকে খুশি ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী । এমনই জানালেন হাসপাতালের সিইও রুপালি বসু । তিনি আরও বলেন , " আপাতত স্থিতিশীল রয়েছেন বুদ্ধদেববাবু । বাড়িতেই তাঁর চিকিৎসা চলবে । বাইপ্যাপ সাপোর্টে রাখা হবে তাঁকে । প্রয়োজনীয় কিছু ওষুধপত্র ও ফিজ়িওথেরাপি চলবে । তাঁকে অক্সিজেন সাপোর্টে রাখা হবে । যথাযথ নিউট্রেশন দেওয়া হবে । "
আরও পড়ুন , কাল বাইপ্যাপ সাপোর্টে বাড়ি ফিরবেন বুদ্ধদেব
সিওপিডি (ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজ়িজ়)-র সমস্যায় আক্রান্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য । এই সমস্যার কারণে গত বুধবার তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছিল । প্রায় সাতদিন পর আজ স্ত্রীর সঙ্গে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন তিনি ।
আরও পড়ুন , বই লেখা দ্রুত শেষ করতে চান, রবিবার খিচুড়িও খেলেন বুদ্ধদেব ভট্টাচার্য