কলকাতা, 14 ডিসেম্বর: ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে বিপুল টাকার সোনার বিস্কুট উদ্ধার করল বিএসএফ । বৃহস্পতিবার এই ঘটনায় এক 66 বছরের বৃদ্ধাকে গ্রেফতার করা হয়েছে । ধৃত মহিলার নাম সাকিলা মণ্ডল । তিনি উত্তর 24 পরগনার চাটিসঘরিয়ার জয়ন্তীপুরের বাসিন্দা । দক্ষিণবঙ্গ সীমান্তের অধীনে বর্ডার ফাঁড়ি জয়ন্তীপুরের সতর্ক জওয়ানরা সোনা পাচারের চেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে । বিভিন্ন আকারের পাঁচটি সোনার বিস্কুট বাজেয়াপ্ত করেছে ।
চোরাকারবারীরা বাংলাদেশ থেকে ভারতের সীমান্তে কাঁটাতারের উপর দিয়ে সোনা ছুড়ে পাচারের চেষ্টা করছিল । ঘটনাস্থলে উপস্থিত ছিলেন 66 বছরের বৃদ্ধা ৷ যাকে সোনা চোরাচালানের সন্দেহে গ্রেফতার করা হয়েছে । বাজেয়াপ্ত সোনার বিস্কুটের ওজন 1507.97 গ্রাম । যার আনুমানিক বাজার মূল্য 93 লক্ষ 11 হাজার 715 টাকা । ধৃত বৃদ্ধা ও বাজেয়াপ্ত সোনার বিস্কুট শুল্ক বিভাগ, পেট্রাপোলে হস্তান্তর করা হয়েছে ।
জানা গিয়েছে, সীমান্ত চৌকি জয়ন্তীপুরে কর্মরত বিএসএফ জওয়ানরা সীমান্তের সামনে (বাংলাদেশ দিক) চাটিসঘরিয়া গ্রাম থেকে ভারতের দিকে উদ্দেশ্য করে কিছু ছোড়ার শব্দ শুনতে পান । কয়েক সেকেন্ডের মধ্যে জওয়ান সেই স্থানে পৌঁছে ভারতের দিকে একটি বাড়ির উঠানে দুটি বাদামী রঙের টেপে মোড়ানো প্যাকেট পড়ে থাকতে দেখে । যার মধ্যে বিভিন্ন আকারের পাঁচ টুকরো সোনা পাওয়া যায় । সন্দেহভাজনের বাড়ির উঠানে একজন মহিলাকে দাঁড়িয়ে থাকতেও দেখা যায় । বিএসএফ জওয়ানরা সঙ্গে সঙ্গে ওই বাড়ির দিকে ছুটে যায় এবং ওই মহিলাকে আটক করে ।
জিজ্ঞাসাবাদের সময় ধৃত মহিলা জানিয়েছেন, তিনি একজনকে তাঁর বাড়ির কাছে আসতে দেখেছেন । আসাদুল্লাহ মোল্লার বাড়ির উঠোনে বিএসএফের তৈরি বেড়ার উপর কিছু ছুঁড়ে ফেলা হয়, যা বৃদ্ধার বাড়ির বিপরীতে এবং বিএসএফ লাইনের পিছনে অবস্থিত । এরপর অজ্ঞাত ব্যক্তি জিনিসটি ছুড়ে দিয়ে বাংলাদেশের দিকে বাড়িতে ফিরে যান । একই সময়ে বিএসএফ জওয়ানরা অবিলম্বে বৃদ্ধার বাড়ি এবং আসাদুল্লাহ মোল্লার বাড়িটি ঘিরে ফেলেন । কিন্তু আসাদুল্লাহ মোল্লার পরিবারের সদস্যরা অন্ধকারের সুযোগ নিয়ে বাড়ি থেকে পালিয়ে যেতে সক্ষম হয় ।
তবে বৃদ্ধাকে বিএসএফ সেনারা আটক করে । বিএসএফের দল তাঁকে আসাদুল্লাহ মোল্লার বাড়ির উঠোনে নিয়ে আসে । যেখান থেকে দুটি বাদামী মোড়ানো প্যাকেট পাওয়া যায়, যা তাঁর উপস্থিতিতে খোলা হয় । এই ঘটনায় বৃদ্ধার জড়িত থাকার সন্দেহে বিএসএফ দল তাঁকে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য বিওপি হরিদাশপুরে নিয়ে আসে ।
আরও পড়ুন: