ETV Bharat / state

Gold Biscuit Recovered: প্রায় 2 কোটি টাকার সোনার বিস্কুট-সহ আটক 1 পাচারকারী - 2 কোটি টাকার সোনার বিস্কুট উদ্ধার

প্রায় 2 কোটি টাকার সোনার বিস্কুট উদ্ধার হল বনগাঁ সীমান্ত থেকে ৷ 68 নম্বর ব্যাটালিয়নের মধুপুর সীমা চৌকির জওয়ানরা আটক করেছেন অভিযুক্তকে ৷

Etv Bharat
সোনার বিস্কুট-সহ উদ্ধার পাচারকারী
author img

By

Published : May 12, 2023, 8:21 PM IST

বনগাঁ, 12 মে: বিএসএফের তৎপরতায় উদ্ধার 1.80 কোটি টাকার 25টি সোনার বিস্কুট ৷ বৃহস্পতিবার রাতে উত্তর 24 পরগনার বনগাঁ সীমান্ত এলাকার 68 নম্বর ব্যাটালিয়নের মধুপুর সীমা চৌকির জওয়ানরা ওই পাচারকারীকে আটক করে । উদ্ধার হওয়া সোনার বিস্কুট বনগাঁর কাস্টমস বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে । ধৃতের নাম আমির মণ্ডল ।

বিএসএফ দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের অধীন 68 নম্বর ব্যাটালিয়নের মধুপুর সীমা চৌকির জওয়ানরা, গোপন তথ্যের ভিত্তিতে একটি অভিযান চালায় । সেই অভিযানে 25টি সোনার বিস্কুট-সহ এক পাচারকারীকে আটক করে । অভিযুক্ত আমির মণ্ডল উত্তর 24 পরগনা জেলার বাসিন্দা । বাজেয়াপ্ত হওয়া সোনার বিস্কুটের ওজন 2কেজি 914 গ্রাম । যার আনুমানিক বাজার মূল্য 1 কোটি 80 লক্ষ্য 40 হাজার 507 টাকা ৷

মধুপুরের সীমা চৌকির জওয়ানদের কাছে আগে থেকেই খবর ছিল, এক চোরাকারবারী সোনার বিস্কুট পাচার করতে পারে । সেই মতোই কর্তব্যরত জওয়ানরা অবিলম্বে নির্ধারিত স্থানে পৌঁছে যায় ৷ সীমান্তের রাস্তায় সন্দেহজনকভাবে অভিযুক্ত ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে তাকে আটক করে । জওয়ানরা অভিযুক্ত তল্লাশি করে তাঁর কোমর বাঁধা 25টি সোনার বিস্কুট পাওয়া গিয়েছে । এরপর জওয়ানরা পাচারকারীকে সীমান্ত চৌকিতে নিয়ে আসেন ।

অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শুরু করেন জওয়ানরা ৷ চোরাকারবারী আমির মণ্ডল জানান, উত্তর 24 পরগনা জেলার চাঁদপুর গ্রামের আশাদুল মণ্ডলের কাছ থেকে সে এই সোনার বিস্কুটগুলি নিয়েছিল । তারপর সে সেগুলি উত্তর 24 পরগনার গাদাপোতা গ্রামের বাসিন্দা পরেশের হাতে তুলে দিতে যাচ্ছিল । এই কাজের জন্য সে 3000 টাকা পেয়েছে ।

আরও পড়ুন: 50 লক্ষেরও বেশি মূল্যের সোনার বিস্কুট-সহ ধৃত পাচারকারী

সোনাপাচার রুখতে এলাকাবাসীদেরও এগিয়ে আসতে আবেদন জানিয়েছে ৷ সোনা চোরাচালান সম্পর্কিত কোনও তথ্য দিতে বিএসএফের সীমা সাথী হেল্পলাইন নম্বর 14419- এ যোগাযোগ করতে পারেন । এ ছাড়াও দক্ষিণবঙ্গ সীমান্তে আরও একটি নম্বর 9903472227 নম্বর চালু হয়েছে ৷ সোনা পাচার সম্পর্কিত তথ্য জানাতে ৷ চোরাচালান সংক্রান্ত তথ্য হোয়াটসঅ্যাপ মেসেজ বা ভয়েস মেসেজ করে পাঠানো যাবে । সঠিক তথ্য প্রদানকারী ব্যক্তিকে উপযুক্ত অর্থ প্রদান করা হবে পুরষ্কার বাবদ ৷ তার পরিচয় গোপন রাখা হবে ।

বনগাঁ, 12 মে: বিএসএফের তৎপরতায় উদ্ধার 1.80 কোটি টাকার 25টি সোনার বিস্কুট ৷ বৃহস্পতিবার রাতে উত্তর 24 পরগনার বনগাঁ সীমান্ত এলাকার 68 নম্বর ব্যাটালিয়নের মধুপুর সীমা চৌকির জওয়ানরা ওই পাচারকারীকে আটক করে । উদ্ধার হওয়া সোনার বিস্কুট বনগাঁর কাস্টমস বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে । ধৃতের নাম আমির মণ্ডল ।

বিএসএফ দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের অধীন 68 নম্বর ব্যাটালিয়নের মধুপুর সীমা চৌকির জওয়ানরা, গোপন তথ্যের ভিত্তিতে একটি অভিযান চালায় । সেই অভিযানে 25টি সোনার বিস্কুট-সহ এক পাচারকারীকে আটক করে । অভিযুক্ত আমির মণ্ডল উত্তর 24 পরগনা জেলার বাসিন্দা । বাজেয়াপ্ত হওয়া সোনার বিস্কুটের ওজন 2কেজি 914 গ্রাম । যার আনুমানিক বাজার মূল্য 1 কোটি 80 লক্ষ্য 40 হাজার 507 টাকা ৷

মধুপুরের সীমা চৌকির জওয়ানদের কাছে আগে থেকেই খবর ছিল, এক চোরাকারবারী সোনার বিস্কুট পাচার করতে পারে । সেই মতোই কর্তব্যরত জওয়ানরা অবিলম্বে নির্ধারিত স্থানে পৌঁছে যায় ৷ সীমান্তের রাস্তায় সন্দেহজনকভাবে অভিযুক্ত ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে তাকে আটক করে । জওয়ানরা অভিযুক্ত তল্লাশি করে তাঁর কোমর বাঁধা 25টি সোনার বিস্কুট পাওয়া গিয়েছে । এরপর জওয়ানরা পাচারকারীকে সীমান্ত চৌকিতে নিয়ে আসেন ।

অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শুরু করেন জওয়ানরা ৷ চোরাকারবারী আমির মণ্ডল জানান, উত্তর 24 পরগনা জেলার চাঁদপুর গ্রামের আশাদুল মণ্ডলের কাছ থেকে সে এই সোনার বিস্কুটগুলি নিয়েছিল । তারপর সে সেগুলি উত্তর 24 পরগনার গাদাপোতা গ্রামের বাসিন্দা পরেশের হাতে তুলে দিতে যাচ্ছিল । এই কাজের জন্য সে 3000 টাকা পেয়েছে ।

আরও পড়ুন: 50 লক্ষেরও বেশি মূল্যের সোনার বিস্কুট-সহ ধৃত পাচারকারী

সোনাপাচার রুখতে এলাকাবাসীদেরও এগিয়ে আসতে আবেদন জানিয়েছে ৷ সোনা চোরাচালান সম্পর্কিত কোনও তথ্য দিতে বিএসএফের সীমা সাথী হেল্পলাইন নম্বর 14419- এ যোগাযোগ করতে পারেন । এ ছাড়াও দক্ষিণবঙ্গ সীমান্তে আরও একটি নম্বর 9903472227 নম্বর চালু হয়েছে ৷ সোনা পাচার সম্পর্কিত তথ্য জানাতে ৷ চোরাচালান সংক্রান্ত তথ্য হোয়াটসঅ্যাপ মেসেজ বা ভয়েস মেসেজ করে পাঠানো যাবে । সঠিক তথ্য প্রদানকারী ব্যক্তিকে উপযুক্ত অর্থ প্রদান করা হবে পুরষ্কার বাবদ ৷ তার পরিচয় গোপন রাখা হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.