ETV Bharat / state

Exhibition on Nature: ব্রিটিশ কাউন্সিল ও ভিক্টোরিয়া মেমোরিয়ালের যৌথ প্রদর্শনীতে ধরা দিল প্রকৃতি

যুব সমাজের চোখে প্রকৃতিকে (Exhibition on Nature) তুলে ধরতে অভিনব উদ্যোগ নিল ব্রিটিশ কাউন্সিল এবং ভিক্টোরিয়া মেমোরিয়াল (Victoria Memorial)৷

British Council joins hands with Victoria Memorial to organise exhibition on nature
ব্রিটিশ কাউন্সিল ও ভিক্টোরিয়া মেমোরিয়ালের যৌথ প্রদর্শনীতে ধরা দিল প্রকৃতি
author img

By

Published : Nov 18, 2022, 7:59 PM IST

Updated : Dec 1, 2022, 6:28 PM IST

কলকাতা, 18 নভেম্বর: কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল (Victoria Memorial) হল, লন্ডনের জাতীয় ইতিহাস সংগ্রহশালা এবং ব্রিটিশ কাউন্সিলের (British Council) সহযোগিতায় বর্তমান যুগের যুব সমাজকে কেন্দ্র করে আয়োজিত হল এক প্রদর্শনী (Exhibition on Nature)। ভারত এবং ব্রিটেনের সংস্কৃতির এক নয়া উদ্যোগ হিসেবে আয়োজন করা হয়েছিল এই প্রদর্শনীর । বৃহস্পতিবার কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে এই প্রদর্শনীর উদ্বোধন করেন ব্রিটিশ কাউন্সিলের চিফ এক্সিকিউটিভ স্কট ম্যাকডোনাল্ড ৷ উপস্থিত ছিলেন ভারতে ব্রিটিশ হাই কমিশনার অ্যালেক্স হিলস, ভিক্টোরিয়া মেমোরিয়ালের কিউরেটর ড. জয়ন্ত সেনগুপ্ত ।

মূলত যুব সমাজের মনের কথাকে তুলে ধরতে আয়োজন করা হয়েছিল এই প্রদর্শনীর । প্রকৃতির কথা তুলে ধরতে এ দিন শহরের অন্যতম আকর্ষণ ভিক্টোরিয়া মেমোরিয়ালকে সাজানো হয়েছিল সবুজ রঙে । লাইট অ্যান্ড সাউন্ডের সাহায্যে তুলে ধরা হয় প্রকৃতির বার্তা । 15 থেকে 22 বছরের মধ্যে 33 জন ছাত্রছাত্রীকে বেছে নেওয়া হয় এই প্রদর্শনীর জন্য । তাঁরা কাজ করার সুযোগ পেয়েছেন লন্ডনের জাতীয় ইতিহাস সংগ্রহশালার প্রাক্তনীদের সঙ্গে । বিভিন্ন বিষয়ে পড়াশোনা করানো হয় তাঁদের । প্রকৃতিকে সামনে থেকে পর্যবেক্ষণ করতে দেওয়া হয়েছে আউটডোর ট্রেনিংও । ওয়াইল্ডলাইফ ফোটোগ্রাফির বেসিক থেকে শুরু করে ছবি এডিট করাও শেখানো হয়েছে সবাইকে । সেখান থেকেই বাছাই করা 115টি ছবি এ দিন প্রদর্শন করা হয় ভিক্টোরিয়া মেমোরিয়ালের অনুষ্ঠানে ।

আরও পড়ুন: শতবর্ষ আগে সাধারণের জন্য খুলেছিল ভিক্টোরিয়ার দরজা

এ বিষয়ে ড. দেবাঞ্জন চক্রবর্তী জানান, "ভারতের 75তম স্বাধীনতা দিবস উদযাপনের লক্ষ্য নিয়েই ব্রিটিশ কাউন্সিল এবং ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের যৌথ উদ্যোগে আমাদের এই উপস্থাপনা । সারা ভারতে আমরা মোট 40টি প্রজেক্ট করেছি । এটাও তার মধ্যে একটা । লন্ডনের জাতীয় ইতিহাস সংগ্রহশালা এবং ভিক্টোরিয়া মেমোরিয়ালের উদ্যোগে আজকের এই আয়োজন । কলকাতার বিভিন্ন স্কুল এবং কলেজের মোট 33 জন চিত্রগ্রাহককে এই কাজে নিযুক্ত করা হয়েছিল । তাঁদের সাহায্য করার জন্য ছিলেন 5 জন মেন্টর । তাঁরা লন্ডনের জাতীয় ইতিহাস সংগ্রহশালার সঙ্গে যুক্ত । প্রায় 6 মাস ধরে তাঁরা ছাত্রদের শিখিয়েছেন । তার ফলস্বরূপ আমরা যা পেয়েছি সেটাই দেখানো হচ্ছে এখানে । ন্যাশনাল হিস্টরি মিউজিয়ামের লক্ষ্য ছিল, তাদের এই উদ্যোগ সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া । ভারত প্রথম দেশ, যারা এর সঙ্গে যুক্ত হয়েছে ।"

কলকাতা, 18 নভেম্বর: কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল (Victoria Memorial) হল, লন্ডনের জাতীয় ইতিহাস সংগ্রহশালা এবং ব্রিটিশ কাউন্সিলের (British Council) সহযোগিতায় বর্তমান যুগের যুব সমাজকে কেন্দ্র করে আয়োজিত হল এক প্রদর্শনী (Exhibition on Nature)। ভারত এবং ব্রিটেনের সংস্কৃতির এক নয়া উদ্যোগ হিসেবে আয়োজন করা হয়েছিল এই প্রদর্শনীর । বৃহস্পতিবার কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে এই প্রদর্শনীর উদ্বোধন করেন ব্রিটিশ কাউন্সিলের চিফ এক্সিকিউটিভ স্কট ম্যাকডোনাল্ড ৷ উপস্থিত ছিলেন ভারতে ব্রিটিশ হাই কমিশনার অ্যালেক্স হিলস, ভিক্টোরিয়া মেমোরিয়ালের কিউরেটর ড. জয়ন্ত সেনগুপ্ত ।

মূলত যুব সমাজের মনের কথাকে তুলে ধরতে আয়োজন করা হয়েছিল এই প্রদর্শনীর । প্রকৃতির কথা তুলে ধরতে এ দিন শহরের অন্যতম আকর্ষণ ভিক্টোরিয়া মেমোরিয়ালকে সাজানো হয়েছিল সবুজ রঙে । লাইট অ্যান্ড সাউন্ডের সাহায্যে তুলে ধরা হয় প্রকৃতির বার্তা । 15 থেকে 22 বছরের মধ্যে 33 জন ছাত্রছাত্রীকে বেছে নেওয়া হয় এই প্রদর্শনীর জন্য । তাঁরা কাজ করার সুযোগ পেয়েছেন লন্ডনের জাতীয় ইতিহাস সংগ্রহশালার প্রাক্তনীদের সঙ্গে । বিভিন্ন বিষয়ে পড়াশোনা করানো হয় তাঁদের । প্রকৃতিকে সামনে থেকে পর্যবেক্ষণ করতে দেওয়া হয়েছে আউটডোর ট্রেনিংও । ওয়াইল্ডলাইফ ফোটোগ্রাফির বেসিক থেকে শুরু করে ছবি এডিট করাও শেখানো হয়েছে সবাইকে । সেখান থেকেই বাছাই করা 115টি ছবি এ দিন প্রদর্শন করা হয় ভিক্টোরিয়া মেমোরিয়ালের অনুষ্ঠানে ।

আরও পড়ুন: শতবর্ষ আগে সাধারণের জন্য খুলেছিল ভিক্টোরিয়ার দরজা

এ বিষয়ে ড. দেবাঞ্জন চক্রবর্তী জানান, "ভারতের 75তম স্বাধীনতা দিবস উদযাপনের লক্ষ্য নিয়েই ব্রিটিশ কাউন্সিল এবং ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের যৌথ উদ্যোগে আমাদের এই উপস্থাপনা । সারা ভারতে আমরা মোট 40টি প্রজেক্ট করেছি । এটাও তার মধ্যে একটা । লন্ডনের জাতীয় ইতিহাস সংগ্রহশালা এবং ভিক্টোরিয়া মেমোরিয়ালের উদ্যোগে আজকের এই আয়োজন । কলকাতার বিভিন্ন স্কুল এবং কলেজের মোট 33 জন চিত্রগ্রাহককে এই কাজে নিযুক্ত করা হয়েছিল । তাঁদের সাহায্য করার জন্য ছিলেন 5 জন মেন্টর । তাঁরা লন্ডনের জাতীয় ইতিহাস সংগ্রহশালার সঙ্গে যুক্ত । প্রায় 6 মাস ধরে তাঁরা ছাত্রদের শিখিয়েছেন । তার ফলস্বরূপ আমরা যা পেয়েছি সেটাই দেখানো হচ্ছে এখানে । ন্যাশনাল হিস্টরি মিউজিয়ামের লক্ষ্য ছিল, তাদের এই উদ্যোগ সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া । ভারত প্রথম দেশ, যারা এর সঙ্গে যুক্ত হয়েছে ।"

Last Updated : Dec 1, 2022, 6:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.