ETV Bharat / state

আঁকশি দিয়ে বের করা হচ্ছে মৃতদেহ, ভাইরাল ভিডিয়ো নিয়ে তোলপাড়

আঁকশি দিয়ে টেনে মৃতদেহ বের করার ভিডিয়ো ভাইরাল সোশাল মিডিয়ায় । রাজ্যপাল ও বিরোধীদের নিশানায় সরকার ।

Viral Video showing deadbodies Dragged
আঁকশি দিয়ে বের করা হচ্ছে মৃতদেহ
author img

By

Published : Jun 11, 2020, 11:17 PM IST

কলকাতা, 11 জুন : লোহার আঁকশি দিয়ে মর্গ থেকে হিড়হিড় করে টেনে বের করা হচ্ছে একের পর এক পচা গলা মৃতদেহ । তারপর সেগুলি তোলা হচ্ছে কলকাতা পৌরনিগমের একটি গাড়িতে । এরকমই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় । আর যেটা নিয়ে এখন রীতিমতো তোলপাড় শুরু হয়ে গেছে রাজনৈতিক মহলে । রাজনৈতিক চাপানউতোর বাড়িয়ে দিয়েছে এই বিষয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের একের পর এক টুইট । বিষয়টি নিয়ে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলিও ।

ভিডিয়োটি নিয়ে দাবি করা হয় যে, মোট 11 জনের মৃতদেহ কলকাতা পৌরনিগমের ওই গাড়িতে তোলা হয় । ওই মৃতদেহগুলি কোরোনা আক্রান্তদের । তাই চুপিসারে সেগুলিকে NRS থেকে দাহ করার জন্য বোড়াল মহাশ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে । যদিও তদন্তে নেমে কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, ওই মৃতদেহগুলি কোরোনা আক্রান্তদের নয় ।

ভিডিয়োটি নিয়ে ইতিমধ্যে একের পর এক টুইট করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড় । তিনি টুইটারে লেখেন, "মৃতদেহগুলিকে যেভাবে বের করা হচ্ছিল তা বেদনাদায়ক । ঘটনাটি নির্মম, অবর্ণনীয় ও অসংবেদনশীল ।"

  • Make transparent disclosure @MamataOfficial as regards dead bodies- when admitted; what treatment given, which hospital, cause of death and importantly Bed Head Ticket.

    How can human dead bodies be so uncouthly dragged ! It shames humanity.

    Follow law and protocol for disposal

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মৃতদেহগুলি যাঁদের কোন হাসপাতালে তাঁদের কীভাবে চিকিৎসা হয়েছে, মৃত্যুর কারণ-সহ যাবতীয় তথ্য জানতে চেয়ে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে উল্লেখ করেও একটি টুইট করেন রাজ্যপাল । অপর একটি টুইট করে তিনি জানান, স্বরাষ্ট্র সচিবের এই বিষয়টি নিয়ে উত্তর দিয়েছে । আর তাতে কার্যত স্বীকার করে নেওয়া হয়েছে যে, মৃতদেহগুলি সৎকারের কাজে অব্যবস্থা ছিল । এরপরেও তিনি ভাইরাল হওয়া ভিডিয়োটি নিয়ে একাধিক টুইট করেন ।

  • Response @HomeSecretaryWB has come. Virtual admission about callous handling of dead bodies promising procedure will be stream lined.

    Rather than booking those responsible for such inhuman criminality, police is being misused to ‘teach a lesson’ to those who exposed it.(1/3)

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাজ্যপালের ধারাবাহিক টুইটের পরই নড়েচড়ে বসে NRS কর্তৃপক্ষ । আভ্যন্তরীণ তদন্তে দেখা যায়, ভিডিয়োটি ভিত্তিহীন । শুধু তাই নয়, NRS-এর অধ্যক্ষ সাফ জানিয়ে দেন, ভিডিয়ো ভুয়ো । তারপরেই লালবাজারে অভিযোগ দায়ের করে হাসপাতাল কর্তৃপক্ষ । তাদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ ।

  • West Bengal Health Department has informed that dead bodies were not of COVID patients, but were unclaimed/ unidentified bodies from Hospital Morgue. Legal action is being taken against persons spreading #FakeNews pic.twitter.com/ENcmUEgY3m

    — Kolkata Police (@KolkataPolice) June 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তদন্ত শুরু করার পর আজ কলকাতা পুলিশের টুইটারে জানানো হয়, ভিডিয়োর যে মৃতদেহগুলিকে মর্গ থেকে গাড়িতে তোলা হচ্ছে তাঁরা কেউ কোরোনায় আক্রান্ত ছিলেন না । তবে, মৃতদেহগুলি অজ্ঞাত পরিচয় । বিষয়টি নিশ্চিত করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর । যারা এই ভিডিয়োটিকে নিয়ে ভুয়ো খবর ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে । কিন্তু ভিডিয়োটিতে মৃতদেহগুলিকে যেভাবে বের করে আনতে দেখা গেছে তা নিয়ে কোনও মন্তব্য করা হয়নি কলকাতা পুলিশের তরফে ।

কলকাতা, 11 জুন : লোহার আঁকশি দিয়ে মর্গ থেকে হিড়হিড় করে টেনে বের করা হচ্ছে একের পর এক পচা গলা মৃতদেহ । তারপর সেগুলি তোলা হচ্ছে কলকাতা পৌরনিগমের একটি গাড়িতে । এরকমই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় । আর যেটা নিয়ে এখন রীতিমতো তোলপাড় শুরু হয়ে গেছে রাজনৈতিক মহলে । রাজনৈতিক চাপানউতোর বাড়িয়ে দিয়েছে এই বিষয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের একের পর এক টুইট । বিষয়টি নিয়ে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলিও ।

ভিডিয়োটি নিয়ে দাবি করা হয় যে, মোট 11 জনের মৃতদেহ কলকাতা পৌরনিগমের ওই গাড়িতে তোলা হয় । ওই মৃতদেহগুলি কোরোনা আক্রান্তদের । তাই চুপিসারে সেগুলিকে NRS থেকে দাহ করার জন্য বোড়াল মহাশ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে । যদিও তদন্তে নেমে কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, ওই মৃতদেহগুলি কোরোনা আক্রান্তদের নয় ।

ভিডিয়োটি নিয়ে ইতিমধ্যে একের পর এক টুইট করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড় । তিনি টুইটারে লেখেন, "মৃতদেহগুলিকে যেভাবে বের করা হচ্ছিল তা বেদনাদায়ক । ঘটনাটি নির্মম, অবর্ণনীয় ও অসংবেদনশীল ।"

  • Make transparent disclosure @MamataOfficial as regards dead bodies- when admitted; what treatment given, which hospital, cause of death and importantly Bed Head Ticket.

    How can human dead bodies be so uncouthly dragged ! It shames humanity.

    Follow law and protocol for disposal

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মৃতদেহগুলি যাঁদের কোন হাসপাতালে তাঁদের কীভাবে চিকিৎসা হয়েছে, মৃত্যুর কারণ-সহ যাবতীয় তথ্য জানতে চেয়ে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে উল্লেখ করেও একটি টুইট করেন রাজ্যপাল । অপর একটি টুইট করে তিনি জানান, স্বরাষ্ট্র সচিবের এই বিষয়টি নিয়ে উত্তর দিয়েছে । আর তাতে কার্যত স্বীকার করে নেওয়া হয়েছে যে, মৃতদেহগুলি সৎকারের কাজে অব্যবস্থা ছিল । এরপরেও তিনি ভাইরাল হওয়া ভিডিয়োটি নিয়ে একাধিক টুইট করেন ।

  • Response @HomeSecretaryWB has come. Virtual admission about callous handling of dead bodies promising procedure will be stream lined.

    Rather than booking those responsible for such inhuman criminality, police is being misused to ‘teach a lesson’ to those who exposed it.(1/3)

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাজ্যপালের ধারাবাহিক টুইটের পরই নড়েচড়ে বসে NRS কর্তৃপক্ষ । আভ্যন্তরীণ তদন্তে দেখা যায়, ভিডিয়োটি ভিত্তিহীন । শুধু তাই নয়, NRS-এর অধ্যক্ষ সাফ জানিয়ে দেন, ভিডিয়ো ভুয়ো । তারপরেই লালবাজারে অভিযোগ দায়ের করে হাসপাতাল কর্তৃপক্ষ । তাদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ ।

  • West Bengal Health Department has informed that dead bodies were not of COVID patients, but were unclaimed/ unidentified bodies from Hospital Morgue. Legal action is being taken against persons spreading #FakeNews pic.twitter.com/ENcmUEgY3m

    — Kolkata Police (@KolkataPolice) June 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তদন্ত শুরু করার পর আজ কলকাতা পুলিশের টুইটারে জানানো হয়, ভিডিয়োর যে মৃতদেহগুলিকে মর্গ থেকে গাড়িতে তোলা হচ্ছে তাঁরা কেউ কোরোনায় আক্রান্ত ছিলেন না । তবে, মৃতদেহগুলি অজ্ঞাত পরিচয় । বিষয়টি নিশ্চিত করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর । যারা এই ভিডিয়োটিকে নিয়ে ভুয়ো খবর ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে । কিন্তু ভিডিয়োটিতে মৃতদেহগুলিকে যেভাবে বের করে আনতে দেখা গেছে তা নিয়ে কোনও মন্তব্য করা হয়নি কলকাতা পুলিশের তরফে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.