ETV Bharat / state

Automatic Smart Card Recharge Machine: ব্র্যান্ডিংয়ের ছোঁয়া মেট্রোর অটোমেটিক স্মার্টকার্ড রিচার্জ মেশিনও

এবার ব্র্যান্ডিংয়ের ছোঁয়া মিলবে মেট্রোর অটোমেটিক স্মার্টকার্ড রিচার্জ মেশিনও । অটোম্যাটিক স্মার্টকার্ড রিচার্জ মেশিনেও (ASCRM) করা হচ্ছে ব্রান্ডিং । জানিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ (kolkata metro rail) ।

author img

By

Published : Mar 4, 2022, 10:03 PM IST

Automatic Smart Card Recharge Machine
ব্র্যান্ডিংয়ের ছোঁয়া মেট্রোর অটোমেটিক স্মার্টকার্ড রিচার্জ মেশিনও

কালকাতা, 4 মার্চ: ধীরে ধীরে বাড়ছে মেট্রো ব্রান্ডিংয়ের পরিসর । মেট্রো স্মার্ট কার্ড থেকে শুরু করে সবেতেই ব্র্যান্ডিংয়ের ছোঁয়া । এবার অটোম্যাটিক স্মার্ট কার্ড রিচার্জ মেশিনেও (ASCRM) করা হচ্ছে ব্রান্ডিং । শুক্রবার এমনটাই জানাল কলকাতা মেট্রোরেল কতৃপক্ষ ।

জানা গিয়েছে, নর্থ-সাউথ মেট্রো করিডরের 9টি স্টেশনের 10টি ASCRM ব্র্যান্ডিং-এর শর্ত দেওয়া হয়েছে একটি বেসরকারি সংস্থাকে । দমদম, সেন্ট্রাল, এসপ্ল্যানেড, পার্কস্ট্রিট, ময়দান, কালীঘাট, রবীন্দ্র সরোবর, মহানায়ক উত্তম কুমার ও কবি সুভাষ মেট্রো স্টেশনগুলিতে এএসসিআরএম-এর ব্রান্ডিং করা হয়েছে ।

সম্প্রতি পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের ক্ষেত্রেও ব্র্যান্ডিং করা হয়েছে । আইআইএইচএম নামের বেসরকারি সংস্থার সঙ্গে যৌথভাবে এই উদ্যোগ নেওয়া হয়েছে । এমনটাই খবর কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ সূত্রে । ব্র্যান্ডিং-এর জন্য পার্ক স্ট্রিট স্টেশনের নামেও আসবে রদবদল । পার্ক স্ট্রিট নামের আগে বা পরে বসবে সংস্থার নাম।

Automatic Smart Card Recharge Machine
ব্র্যান্ডিংয়ের ছোঁয়া মেট্রোর অটোমেটিক স্মার্টকার্ড রিচার্জ মেশিনও

আরও পড়ুন: Health Checkup At Metro Station: মেট্রো স্টেশেনেই স্বাস্থ্য পরীক্ষার সুযোগ

এর আগেও মেট্রোর স্মার্ট কার্ড, স্মার্ট গেট, কলকাতা মেট্রোরেলের ক্ষেত্রে এটি একটি অভিনব পদক্ষেপ (Automatic Smart Card Recharge Machine) । করোনাকালে প্রথম ও দ্বিতীয় লকডাউনের জেরে একটা দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল মেট্রো পরিষেবা । আবার পরিষেবা চালু হলেও সংক্রমণের ভয় ভিড় কমেছে অনেকটাই । তাই কলকাতা মেট্রোর আয়ে বাড়াতে মেট্রো কতৃপক্ষ এই বিকল্প পথের সিদ্ধান্ত নিয়েছে । এর ফলে বার্ষিক আয়ে বাড়বে অনেকটাই । এর আগে স্মার্টকার্ড ও স্টেশনগুলির ভিতর-বাহিরে বেসরকারি সংস্থার তাঁদের বিজ্ঞাপন দেওয়া ও জনসংযোগ বাড়াতে ব্যবহার করা হয়েছে ।

এর আগে ইস্ট-ওয়েস্ট মেট্রোর সল্টলেক সেক্টর ফাইভ-সল্টলেক স্টেডিয়ামে কো-ব্রান্ডিং হয়েছে । সল্টলেক স্টেডিয়াম স্টেশনটির নামের আগে ব্র্যান্ডিংয়ের অঙ্গ হিসেবে বসেছে IFA কথাটি । এছাড়াও কলকাতা মেট্রোর করুণাময়ী, শোভাবাজার সুতানুটি, চাঁদনীচক, ফুলবাগান, বেঙ্গল কেমিক্যাল, সিটি সেন্টার ও বরাহনগর স্টেশনে ব্রন্ডিং হবে ।

কালকাতা, 4 মার্চ: ধীরে ধীরে বাড়ছে মেট্রো ব্রান্ডিংয়ের পরিসর । মেট্রো স্মার্ট কার্ড থেকে শুরু করে সবেতেই ব্র্যান্ডিংয়ের ছোঁয়া । এবার অটোম্যাটিক স্মার্ট কার্ড রিচার্জ মেশিনেও (ASCRM) করা হচ্ছে ব্রান্ডিং । শুক্রবার এমনটাই জানাল কলকাতা মেট্রোরেল কতৃপক্ষ ।

জানা গিয়েছে, নর্থ-সাউথ মেট্রো করিডরের 9টি স্টেশনের 10টি ASCRM ব্র্যান্ডিং-এর শর্ত দেওয়া হয়েছে একটি বেসরকারি সংস্থাকে । দমদম, সেন্ট্রাল, এসপ্ল্যানেড, পার্কস্ট্রিট, ময়দান, কালীঘাট, রবীন্দ্র সরোবর, মহানায়ক উত্তম কুমার ও কবি সুভাষ মেট্রো স্টেশনগুলিতে এএসসিআরএম-এর ব্রান্ডিং করা হয়েছে ।

সম্প্রতি পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের ক্ষেত্রেও ব্র্যান্ডিং করা হয়েছে । আইআইএইচএম নামের বেসরকারি সংস্থার সঙ্গে যৌথভাবে এই উদ্যোগ নেওয়া হয়েছে । এমনটাই খবর কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ সূত্রে । ব্র্যান্ডিং-এর জন্য পার্ক স্ট্রিট স্টেশনের নামেও আসবে রদবদল । পার্ক স্ট্রিট নামের আগে বা পরে বসবে সংস্থার নাম।

Automatic Smart Card Recharge Machine
ব্র্যান্ডিংয়ের ছোঁয়া মেট্রোর অটোমেটিক স্মার্টকার্ড রিচার্জ মেশিনও

আরও পড়ুন: Health Checkup At Metro Station: মেট্রো স্টেশেনেই স্বাস্থ্য পরীক্ষার সুযোগ

এর আগেও মেট্রোর স্মার্ট কার্ড, স্মার্ট গেট, কলকাতা মেট্রোরেলের ক্ষেত্রে এটি একটি অভিনব পদক্ষেপ (Automatic Smart Card Recharge Machine) । করোনাকালে প্রথম ও দ্বিতীয় লকডাউনের জেরে একটা দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল মেট্রো পরিষেবা । আবার পরিষেবা চালু হলেও সংক্রমণের ভয় ভিড় কমেছে অনেকটাই । তাই কলকাতা মেট্রোর আয়ে বাড়াতে মেট্রো কতৃপক্ষ এই বিকল্প পথের সিদ্ধান্ত নিয়েছে । এর ফলে বার্ষিক আয়ে বাড়বে অনেকটাই । এর আগে স্মার্টকার্ড ও স্টেশনগুলির ভিতর-বাহিরে বেসরকারি সংস্থার তাঁদের বিজ্ঞাপন দেওয়া ও জনসংযোগ বাড়াতে ব্যবহার করা হয়েছে ।

এর আগে ইস্ট-ওয়েস্ট মেট্রোর সল্টলেক সেক্টর ফাইভ-সল্টলেক স্টেডিয়ামে কো-ব্রান্ডিং হয়েছে । সল্টলেক স্টেডিয়াম স্টেশনটির নামের আগে ব্র্যান্ডিংয়ের অঙ্গ হিসেবে বসেছে IFA কথাটি । এছাড়াও কলকাতা মেট্রোর করুণাময়ী, শোভাবাজার সুতানুটি, চাঁদনীচক, ফুলবাগান, বেঙ্গল কেমিক্যাল, সিটি সেন্টার ও বরাহনগর স্টেশনে ব্রন্ডিং হবে ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.