কলকাতা, 18 এপ্রিল : মেট্রো স্টেশনের নাম থেকে শুরু করে মেট্রো হ্যান্ডেল সবেতেই এখন ব্র্যান্ডিং (Branding touches at AFC PC gate)। এবার এর সঙ্গে যুক্ত হল ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডোরের এএফসি-পিসি গেটগুলিও। জানিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ । এক বেসরকারি ইস্পাত ও বিদ্যুৎ নির্মাণকারী সংস্থার যৌথ উদ্যোগে ইস্ট-ওয়েস্ট মেট্রো নেটওয়ার্কের এএফসি-পিসি গেটেও ব্র্যান্ডিং করা হচ্ছে। বেসরকারি এই সংস্থার সঙ্গে দু'বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ ।
আরও পড়ুন : Metro Station Name Controversy: তিতুমীর নাম বদলে সিটি সেন্টার 2 ! মেট্রাে স্টেশনের নাম নিয়ে উঠছে প্রশ্ন
ইস্ট-ওয়েস্ট মেট্রো কড়িডোরের নবতম স্টেশন শিয়ালদা-সহ আটটি স্টেশনের গেটেই করা হবে এই বেসরকারি সংস্থার ব্র্যান্ডিং। ইতিমধ্যেই শেষ হয়েছে সল্টলেক সেক্টর ফাইভ থেকে ফুলবাগান স্টেশন পর্যন্ত এএফসি-পিসি গেটের ব্র্যান্ডিংয়ের কাজ। শিয়ালদা স্টেশনটি এখনও চালু না হলেও প্রায় প্রস্তুত ৷ এই স্টেশনে এএফসি-পিসি গেটেও ব্র্যান্ডিংয়ের কাজ চলছে। এখানে মেট্রোরেলের নাম ও লোগোর পাশেই থাকবে শহরের এই বেসরকারি ইস্পাত নির্মাণকারী সংস্থার নাম, লোগো ও তাঁদের প্রোডাক্ট সম্পর্কে তথ্য।
করোনাকালে যাত্রীভাড়া একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল। তাই বিকল্প উপায়ে রোজগারের জন্য বিভিন্ন বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত হয় কলকাতা মেট্রো । কো ব্র্যান্ডিং শুরু করেছে মেট্রো কর্তৃপক্ষ । পাশাপাশি প্রতিদিন মেট্রোয় লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন। তাই কোনও সংস্থার পক্ষে মেট্রোয় নিজেদের বিজ্ঞাপন করতে পারলে তা পৌঁছে যাবে লক্ষ লক্ষ যাত্রীদের কাছে। তাই এই বেসরকারি সংস্থা তাঁদের জনসংযোগ বাড়াতে এই মাধ্যম ব্যবহার করছে ৷