কলকাতা, 5 ফেব্রুয়ারি: রবিবাসরীয় বিকেলে ডার্বির উত্তাপ । রবিবাসরীয় কলকাতায় ডার্বির কোনও সূচি ছিল না, এদিন যুবভারতী ক্রীড়াঙ্গনে এটিকে মোহনবাগান আইএসএলে খেলল বেঙ্গালুরু এফসি'র বিপক্ষে। তাহলে ডার্বির প্রসঙ্গ আসছে কী করে? আসলে স্টেডিয়ামে নয়, এদিন প্রায় ডার্বির মতোই উত্তাপ ধরা পড়েছে যুবভারতী থেকে মাত্র 2 কিমি দূরের বইমেলা চত্বরে ।
এদিন ক্রীড়া সাংবাদিক অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়ের লেখনীতে প্রকাশিত হয়েছে 'লাল হলুদের ডায়েরি'। যেখানে এসেছে ইস্টবেঙ্গলের জার্সিতে খেলা ক্রীড়া ব্যক্তিত্বদের না-শোনা গল্পের কথা । গতবছর অর্ঘ্যর 'সবুজ ঘাসের মেরুন গল্প' প্রকাশিত হয়েছিল । এই বইয়ের সহলেখক ছিলেন রূপক বসু । সেখানে মোহনবাগানের না-জানা অনেক গল্প উঠে এসেছিল । আর এবার এসেছে অর্ঘ্যর কলমে এসেছে ইস্টবেঙ্গলের পর্দার আড়ালে থাকা সব ঘটনাপ্রবাহ, যা পাঠকদের রিদ্ধ করবে (books by sports journalists) ।
ইস্টবেঙ্গল-মোহনবাগানকে নিয়ে লেখা এই বই দুটির প্রকাশের ব্যবধান এক বছর । কিন্তু এই দুইকে ঘিরে বইমেলায় এবার ডার্বির উত্তাপ । সল্টলেক সেন্ট্রাল পার্কে চলছে বইমেলা । হরেক লেখা এবং লেখকের ভিড়ে রয়েছেন ক্রীড়া সাংবাদিকরাও । প্রায় হাফডজন ক্রীড়া সাংবাদিকের কলমে উঠে এসেছে প্রেসবক্স এবং তার বাইরের গল্প । যা পড়লে চমকে যেতে হয় । প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক রূপায়ণ ভট্টাচার্যের কলমে প্রকাশিত হয়েছে দু'টি বই । প্রথমটি 'লেখা লেখা খেলা' । দ্বিতীয়টি 'তোমায় মন দিয়েছি পাহাড়' । প্রথমটি সামাজিক মাধ্যমে লেখার সংকলন । দ্বিতীয়টি দার্জিলিং থেকে শ্রীনগর পাহাড় ভ্রমণ নিয়ে নানান লেখার কোলাজ । দীর্ঘদিন ক্রীড়া সাংবাদিকতার পরে রূপায়ণ ভট্টাচার্য একটি সংবাদপত্রের কার্যকরী সম্পাদকের দায়িত্ব সামলাচ্ছেন ৷ তাঁর কলমে ক্রীড়া সাংবাদিকতার গল্প যেমন আগেও এসেছে পাশাপাশি সমসাময়িক সময়ের ঘটনার কথাও উঠে এসেছে । আগে যা ছিল সামাজিক মাধ্যমে অগোছালোভাবে । তা এবার পাঠকের সামনে এল দুই মলাটে বন্দি হয়ে এবং সেটা প্রথমবার (Sports journalists in Kolkata) ৷
আরও পড়ুন: প্রথম বইমেলায় তাইল্যান্ড স্টল, বই কেনার পাশাপাশি থাকছে মজার খেলাও
সব্যসাচী সরকার ৷ ক্রীড়া সাংবাদিকতার পাশাপাশি কবি হিসেবেও তাঁর আলাদা পরিচয় রয়েছে । এবছরের বই মেলায় সব্যসাচী সরকারের একাধিক বই প্রকাশিত হচ্ছে । প্রথমটি 'জোকার ও ডাইনির স্ক্রিনসেভার' । দ্বিতীয়টি 'ব়্যাকেটকন্যা' । প্রথমটি কবিতার বই । দ্বিতীয়টি ব্যাডমিন্টন খেলা কেন্দ্রিক উপন্যাস। কাশীনাথ ভট্টাচার্য, ক্রীড়া সাংবাদিকতায় মাল্টিস্কিল্ড সাংবাদিক । ক্রিকেট ফুটবল থেকে মাইনর স্পোর্টসের আঙিনায় কাশীনাথের অবাধ বিচরণ । দেশ-বিদেশের ক্রীড়া প্রতিযোগিতায় প্রেসবক্সে তাঁর নিশ্চিত উপস্থিতি । এবছরের বইমেলার কাশীনাথের কলমে এসেছে 'কাতারের কিসসা' । যেখানে কাতার বিশ্বকাপের গল্প রয়েছে । ছোট্ট মরুদেশে বিশ্বকাপ আয়োজনের কাহিনি এসেছে । মেসির বিশ্বকাপ জয়, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর স্বপ্নভঙ্গ, নেইমার, এমবাপের মরিয়া লড়াইয়ের শেষেও স্বপ্নপূরণ না হওয়ার কথা কাশীনাথ ভট্টাচার্য শুনিয়েছেন তাঁর বই 'বিশ্বকাপের ইতিহাস বিতর্ক গল্প' নামাঙ্কিত বইতে ।
অপর ক্রীড়া সাংবাদিক কৌশিক দাসের কলমে উঠে এসেছে ক্রিকেটে গড়পেটার নেপথ্য কাহিনী ৷ তাঁর উপন্যাসের নাম 'শয়তানের মা' । তাঁর লেখা প্রথম এই উপন্যাসে কৌশিক তাঁর অভিজ্ঞতাকে গল্পের মোড়কে শুনিয়েছেন, যা আদতে ক্রিকেটের অন্ধকার সময়ের ওপর ভিত্তি করে গড়ে ওঠা গল্প । গল্পের বুনোট টানটান । সুখপাঠ্য বলা যায় । এছাড়াও কলকাতার আরেক ক্রীড়া সাংবাদিক শিবাজি চক্রবর্তীর কলমে এসেছে 'প্রেসবক্সের বাইরে' বইটি । যেখানে তিনি শুনিয়েছেন জানা খবরের আড়ালে অজানা গল্প । বিখ্যাত ঘটনার নেপথ্য কাহিনী পাঠকদের শোনানোর চেষ্টা করেছেন শিবাজি।
আরও পড়ুন: বইয়ের পাতা নাকি পর্দা ! সাহিত্যের কোন ফরম্যাটে অধিক উৎসাহী জনতা ?
অনিলাভ চট্টোপাধ্যায় শুনিয়েছেন স্পোর্টস থ্রিলারের কথা । উপন্যাসটির নাম 'উড়বে জিদান' । বাবার স্বপ্ন ছেলের মধ্যে দিয়ে পূরণের গল্প এই উপন্যাস । ক্রীড়া সাংবাদিক হিসেবে অনিলাভর অর্জিত অভিজ্ঞতা এই উপন্যাসে থ্রিলারের মোড়কে পাঠকদের সামনে এসেছে । এছাড়াও সংবাদ চ্যানেলের ক্রীড়া সম্পাদক অভিষেক সেনগুপ্তর 'আগুনের পথ পেরিয়ে' উপন্যাসটিতে একজন মহিলা ক্রিকেটারের উঠে আসার গল্প রয়েছে । 'রোদ্দুরে বসত করি' এই বইয়ের মলাটে রয়েছে অভিষেকের কুড়িটি গল্পের সংকলন । ক্রীড়া সাংবাদিকতায় যাঁরা মাইনর স্পোর্টসের আসরে বেশি ঘোরাফেরা করেন তাঁদের মধ্যে সৌম্যজিত কর অন্যতম । তাঁর কলমে উঠে এসেছে 2022 জাতীয় গেমসের কথা এবং বিশ্ব ক্রীড়াঙ্গনে বাঙালি তারকারা । তাই কবি, সাহিত্যিক, উপন্যাসিকদের ভিড়ে বইমেলায় কলকাতার ক্রীড়া সাংবাদিকদের কলমের সগর্ব উপস্থিতি এই বইগুলোতে প্রমাণিত । যা বইমেলার স্বাদের অন্য দিকও বটে (Kolkata Book Fair) ।