ETV Bharat / state

New Organization for Bengalis : বাঙালির অধিকার আদায়ে তৈরি নতুন সংগঠন 'বঙ্গযোদ্ধা' - New Organization for Bengalis

বাঙালির অধিকার আদায়ের জন্য তৈরি হল নতুন সংগঠন বঙ্গযোদ্ধা (A New Organization called Bongo Joddha is formed to fight for Bengalis) ৷ বাংলাপক্ষ ছেড়ে এই দলে যোগ দিলেন বিশিষ্ট চিকিৎসক অরিন্দম বিশ্বাস ৷

Bongo Joddha
নতুন সংগঠন বঙ্গযোদ্ধা
author img

By

Published : Mar 20, 2023, 6:42 AM IST

Updated : Mar 20, 2023, 7:12 AM IST

কলকাতা, 20 মার্চ: বাঙালির অধিকার আদায়ের এবার তৈরি হল নতুন সংগঠন 'বঙ্গযোদ্ধা'। শনিবার সেই সংগঠনে যোগ দেন বিশিষ্ট চিকিৎসক অরিন্দম বিশ্বাস । এর আগে তিনি ছিলেন বাংলাপক্ষে । তবে এবার সেখান থেকে বিদায় নিয়ে তিনি যোগ দিলেন বঙ্গযোদ্ধা নামে এই নতুন সংগঠনে । সেখানে গিয়েও তাঁর মুখে শোনা গেল বাংলার জন্য বাঙালিদের লড়াইয়ের কথা । তিনি জানান কয়েকটি সমস্যার জন্য বাংলাপক্ষ ছাড়তে হয়েছে তাঁকে (Bongo Joddha to fight for rights of Bengalis) ৷

শনিবার নতুন সংগঠনে যোগ দিয়ে চিকিৎসক অরিন্দম বিশ্বাস বলেন,"আমি বাঙালি জাতির অধিকারের জন্য লড়াই করছি । বাংলাপক্ষের সঙ্গে বেশ কয়েকটি ব্যাপারে সমস্যা তৈরি হয়েছিল । তাই ওখান থেকে আমি বেরিয়েও এসেছি । তবে বাঙালি জাতির জন্য আমার লড়াই জারি রয়েছে ।" এদিনের সাংবাদিক বৈঠকে বঙ্গযোদ্ধার তরফে রাজ্য সরকারের চাকরিতে 90 শতাংশ পর্যন্ত ভূমিপুত্রদের জন্য সংরক্ষণের দাবি করা হয়েছে। এর পাশাপাশি আরও কয়েকটি দাবিও পেশ করা হয়েছে সংগঠনের তরফে। ঘোষণা করা হয়েছে কয়েকটি কর্মসূচির কথাও।

পাশাপাশি তাদের দাবি, বাংলার সিনেমাহলগুলিতে প্রাইম টাইমে বাংলা সিনেমা চালাতে হবে। বাংলার মনীষী থেকে শুরু করে বাঙালির ইতিহাসকে স্কুল সিলেবাসের অংশ করতে হবে । এছাড়াও স্বাস্থ্য, শিক্ষা এবং বিনোদন জগতের জন্য বেশ কিছু দাবি রয়েছে নতুন এই সংগঠনের । চিকিৎসক অরিন্দম বিশ্বাস ছাড়াও এই সংগঠনে রয়েছেন অরুণকুমার সেন, গার্গী বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ কুণ্ডু, ইমতিয়াজ আহমেদ-সহ প্রমুখ । এর আগে 'বাংলাপক্ষ'কে বাঙালির অধিকার নিয়ে সরব হতে দেখা যেত। বিভিন্ন বিষয়ে নিয়ে তারা গত কয়েক বছর ধরে আন্দোলন করছে। বিভিন্ন ইস্যুতে রাস্তায় নেমে প্রতিবাদও করতে দেখা গিয়েছে বাংলাপক্ষের সদস্যদের । এবার একই দাবিকে সামনে রেখে গড়ে উঠল নতুন একটি সংগঠন। আগামিদিনে কীভাবে এই সংগঠন পরিচালিত হয় সেটাই এখন দেখার।

আরও পড়ুন: শাখা বৃদ্ধিতে বঙ্গে জোর দিচ্ছে সংঘ

কলকাতা, 20 মার্চ: বাঙালির অধিকার আদায়ের এবার তৈরি হল নতুন সংগঠন 'বঙ্গযোদ্ধা'। শনিবার সেই সংগঠনে যোগ দেন বিশিষ্ট চিকিৎসক অরিন্দম বিশ্বাস । এর আগে তিনি ছিলেন বাংলাপক্ষে । তবে এবার সেখান থেকে বিদায় নিয়ে তিনি যোগ দিলেন বঙ্গযোদ্ধা নামে এই নতুন সংগঠনে । সেখানে গিয়েও তাঁর মুখে শোনা গেল বাংলার জন্য বাঙালিদের লড়াইয়ের কথা । তিনি জানান কয়েকটি সমস্যার জন্য বাংলাপক্ষ ছাড়তে হয়েছে তাঁকে (Bongo Joddha to fight for rights of Bengalis) ৷

শনিবার নতুন সংগঠনে যোগ দিয়ে চিকিৎসক অরিন্দম বিশ্বাস বলেন,"আমি বাঙালি জাতির অধিকারের জন্য লড়াই করছি । বাংলাপক্ষের সঙ্গে বেশ কয়েকটি ব্যাপারে সমস্যা তৈরি হয়েছিল । তাই ওখান থেকে আমি বেরিয়েও এসেছি । তবে বাঙালি জাতির জন্য আমার লড়াই জারি রয়েছে ।" এদিনের সাংবাদিক বৈঠকে বঙ্গযোদ্ধার তরফে রাজ্য সরকারের চাকরিতে 90 শতাংশ পর্যন্ত ভূমিপুত্রদের জন্য সংরক্ষণের দাবি করা হয়েছে। এর পাশাপাশি আরও কয়েকটি দাবিও পেশ করা হয়েছে সংগঠনের তরফে। ঘোষণা করা হয়েছে কয়েকটি কর্মসূচির কথাও।

পাশাপাশি তাদের দাবি, বাংলার সিনেমাহলগুলিতে প্রাইম টাইমে বাংলা সিনেমা চালাতে হবে। বাংলার মনীষী থেকে শুরু করে বাঙালির ইতিহাসকে স্কুল সিলেবাসের অংশ করতে হবে । এছাড়াও স্বাস্থ্য, শিক্ষা এবং বিনোদন জগতের জন্য বেশ কিছু দাবি রয়েছে নতুন এই সংগঠনের । চিকিৎসক অরিন্দম বিশ্বাস ছাড়াও এই সংগঠনে রয়েছেন অরুণকুমার সেন, গার্গী বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ কুণ্ডু, ইমতিয়াজ আহমেদ-সহ প্রমুখ । এর আগে 'বাংলাপক্ষ'কে বাঙালির অধিকার নিয়ে সরব হতে দেখা যেত। বিভিন্ন বিষয়ে নিয়ে তারা গত কয়েক বছর ধরে আন্দোলন করছে। বিভিন্ন ইস্যুতে রাস্তায় নেমে প্রতিবাদও করতে দেখা গিয়েছে বাংলাপক্ষের সদস্যদের । এবার একই দাবিকে সামনে রেখে গড়ে উঠল নতুন একটি সংগঠন। আগামিদিনে কীভাবে এই সংগঠন পরিচালিত হয় সেটাই এখন দেখার।

আরও পড়ুন: শাখা বৃদ্ধিতে বঙ্গে জোর দিচ্ছে সংঘ

Last Updated : Mar 20, 2023, 7:12 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.