কলকাতা, 18 জুলাই : বিমানে বোমা রয়েছে ৷ আজ সকালে সেনাবাহিনীর তরফে কলকাতা বিমানবন্দরের কর্তৃপক্ষের কাছে এমনই একটা এসএমএস আছে ৷ তারপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে দমদম বিমানবন্দরে । নিরাপত্তার জন্য বিমানবন্দরে সর্তকতা জারি হয় । ওই বিমান কিছুক্ষণের জন্য আটকে দেওয়া হয় ৷ আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে ৷
রবিবারের সকাল ৷ যাত্রীদের আসা-যাওয়ায় ব্যস্ত দমদম বিমানবন্দর ৷ অনেকে ফ্লাইটের জন্য অপেক্ষা করছেন ৷ কেউ আবার প্রিয়জনের আসার অপেক্ষায় রয়েছেন ৷ কিন্তু, হঠাৎই সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷ খবর ছড়ায়, দুবাই থেকে কলকাতায় আসা একটি ফ্লাইটে বোমা রয়েছে । সেনাবাহিনীর যোগাযোগ রক্ষাকারী ইউনিট দমদম বিমানবন্দর কর্তৃপক্ষকে এরকমই একটি এসএমএস বার্তা পাঠায় । খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা ৷ বিমানটি অবতরণ করতেই শুরু হয় তল্লাশি । যদিও, যাত্রীদের ব্যাগ এবং বিমান তন্ন তন্ন করে তল্লাশি চালিয়েও কিছু পাওয়া যায়নি ।
এমিরেটস বিমান সংস্থার তরফেও জানানো হয়, আপত্তিকর কিছু পাওয়া যায়নি । ফলে, বিমান সংস্থার তরফে ঠিক করা হয় আজই নির্ধারিত সময়ে দুবাই উড়ে যাবে ওই বিমান । তবে সেনাবাহিনীর কাছে এই বার্তা কীভাবে এল তা খতিয়ে দেখা হচ্ছে । কেউ নিছক মজা করার জন্য সেনাবাহিনীকে এই ধরনের খবর দিয়েছিল, নাকি কোনও বড় ছক ছিল তাও খতিয়ে দেখা হচ্ছে ।
অন্যদিকে, দিন কয়েক আগেই কলকাতায় গ্রেফতার হয় তিন জঙ্গি । বারাসত থেকেও খোঁজ মেলে এক লিংকম্যানের । এই পরিস্থিতিতে দুবাই থেকে আসা বিমানে বোমাতঙ্কের আশঙ্কার কথা একেবারে উড়িয়ে দেওয়া যায় না । তবে বিমানবন্দরের আরেকটি সূত্র মারফত জানা গিয়েছে, নিরাপত্তারক্ষীরা কতটা সতর্ক তা যাচাই করতে মাঝেমধ্যেই এই ধরনের মক টেস্ট করা হয় ।