কলকাতা, 9 মে : আবাসনের ভিতর দীর্ঘ 15 ঘণ্টা ধরে বাড়ির মধ্যেই পড়ে রইল বৃদ্ধার দেহ। মৃতার নাম গীতা কুমারি (85) । ঘটনাস্থান সল্টলেকের করুণাময়ী আবাসনের এফ 54/7 নং ফ্ল্যাট ।
এলাকাবাসীদের দাবি করোনার জেরেই এই মৃত্যু হয়েছে ওই বৃদ্ধার । মৃতার পরিবারের সকলে করোনায় আক্রান্ত । তাঁদের অভিযোগ প্রশাসনের সঙ্গে বার বার যোগাযোগ করলেও কোনও সুরাহা হয়নি ।
তবে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে ফ্ল্যাটের বাসিন্দারা বিষয়টি জানালে বিধাননগর পৌরসভার সঙ্গে যোগাযোগ করা হয় । পরে বিধাননগর পৌরসভার তরফে শববাহী যানে দেহ নিয়ে যাওয়া হয় এবং সৎকারের ব্যবস্থা করা হয় ।