কলকাতা, 24 জুন: আগামিকাল অর্থাৎ 25 জুন আবারও সকালের দিকে নিয়ন্ত্রণ করা হবে ব্লু লাইনে মেট্রো পরিষেবা, এমনটাই জানানো হয়েছে কলকাতা মেট্রোরেলের পক্ষ থেকে। জানানো হয়েছে যে, ট্র্যাক মেরামতের কাজের জন্য আগামিকাল কলকাতা মেট্রোরেলের নর্থ-সাউথ করিডরে একটি পাওয়ার ব্লক নেওয়া হবে। যেটি মহানায়ক উত্তম কুমার থেকে কবি সুভাষ স্টেশন পর্যন্ত নেওয়া হচ্ছে। তাই মেট্রো পরিষেবার সময়সূচিতে কিছুটা রদবদল করা হয়েছে।
মেট্রোরেলের তরফে আগেই জানানো হয়েছিল যে একমাসব্যাপী সপ্তাহান্তে চলবে ট্র্যাক মেরামতির কাজ। যাত্রীদের সুবিধার্থে সপ্তাহান্তে প্রতিটি শনিবার এবং রবিবার ভোরের দিকেই পরিষেবা নিয়ন্ত্রণ করা হচ্ছে। এর ফলে নিত্যযাত্রীদের কোনও সমস্যায় পড়তে হবে না। মেট্রোরেলের পক্ষ থেকে মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, আগামিকাল দক্ষিণেশ্বর-দমদম মেট্রো স্টেশন থেকে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন পর্যন্ত সকাল 06টা 50 মিনিট থেকে সকাল 10টা পর্যন্ত পরিষেবা স্বাভাবিক থাকবে। তবে সকাল 6টা 50 মিনিট থেকে সকাল 10টা পর্যন্ত মহানায়ক উত্তম কুমার থেকে কবি সুভাষের মধ্যে পরিষেবা বন্ধ থাকবে। আবার সকাল 10টার পর থেকে পরিষেবা স্বাভাবিক হবে। তাই দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত সকাল 9 টার পরিবর্তে সকাল 10টা থেকে শুরু হবে পরিষেবা।
আগামিকাল দিনের প্রথম পরিষেবা শুরু হবে-
কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল সকাল 9টার পরিবর্তে শুরু হবে সকাল 10টার সময়।
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন পর্যন্ত দিনের প্রথম পরিষেবা শুরু হবে সকাল 9টার পরিবর্তে সকাল 10টা থেকে।
দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত দিনের প্রথম মেট্রো পরিষেবা সকাল 9টার পরিবর্তে শুরু হবে সকাল 10টা থেকে।
দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পরিষেবা সকাল 9টার পরিবর্তে শুরু হবে সকাল 10টা থেকে।
আগামিকাল দিনের শেষ পরিষেবা-
আগামিকাল কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকছে অর্থাৎ মেট্রো পাওয়া যাবে, রাত 9টা 27 মিনিটে ৷
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টা 28 মিনিটে। এই সময়টিও অপরিবর্তিত থাকছে।
দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকছে অর্থাৎ মেট্রো পাওয়া যাবে, রাত 9টা 40 মিনিটে।
কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত যাবার দিনের শেষ পরিষেবা অপরিবর্তিত থাকছে অর্থাৎ মেট্রো পাওয়া যাবে রাত 9টা 40 মিনিটে।