কলকাতা, 5 ডিসেম্বর : হাতে ট্যাটু, পরনে হলুদ আর সবুজ রঙের শাড়ি । মুখ বিকৃত । বাগবাজারে যুবতির বস্তাবন্দী মৃতদেহ উদ্ধার হল । দেহটি পচা-গলা অবস্থায় উদ্ধার হয় । পুলিশের সন্দেহ, খুন করে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয় ওই যুবতির মৃতদেহ । ট্যাটুর সূত্র ধরে যুবতির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ ।
পুলিশ সূত্রে খবর, আজ সকালে সন্দেহজনকভাবে একটি বস্তা পড়ে থাকতে দেখা যায় বাগবাজার গঙ্গার ঘাটের একেবারে পাশে । খবর পেয়ে উত্তর বন্দর থানার পুলিশ ঘটনাস্থানে দ্রুত পৌঁছায় । পুলিশ বস্তাটি খুলে ওই মৃতদেহ উদ্ধার করে । জানা গেছে, যুবতির দুই হাতে ট্যাটু রয়েছে । এক হাতে লেখা রূপা । পুলিশের প্রাথমিক অনুমান, ওই যুবতির নাম রূপা । আশপাশের থানাগুলিতে রূপা নামের কোনও মহিলা নিখোঁজ আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে ।
পুলিশ মৃতদেহটি উদ্ধার করে আর জি হাসপাতালে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য পাঠায় ৷ পুলিশের তরফে খবর, ময়নাতদন্তের কাজ সম্পূর্ণ । পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে, ভারী কোনও আঘাতের চিহ্ন নেই । তবে তাকে বিষ খাইয়েও মেরে ফেলা হতে পারে বলে মনে করছে পুলিশ। তদন্তকারীদের সন্দেহ, হাওড়া-হুগলির মতো কোনও জেলা থেকে ভেসে আসতে পারে দেহটি ৷
মৃতদেহে কিছু ফিস বাইট রয়েছে এবং সম্পূর্ণভাবে পচা-গলা অবস্থায় উদ্ধার হয়েছে সেটি । অর্থাৎ মৃত্যু হয়েছে দু-একদিন বা তারও আগে । গোটা রাজ্যে কতজন রূপা নিখোঁজ আছে তার খোঁজ নেওয়া শুরু করেছে পুলিশ । সূত্র জানাচ্ছে, এখনও পর্যন্ত 40 জন রূপা এই রাজ্যে নিখোঁজ ৷ তারমধ্যে কলকাতার একজন ছিলেন । কিন্তু ওই যুবতির হাতে কোনও ট্যাটু নেই বলে জানিয়েছে তার বাবা-মা । সেই সূত্রেই পুলিশ মনে করছে, কলকাতার নন ওই যুবতি । দেহটি কলকাতার বাইরের কোন জেলার । প্রয়োজনে মৃতদেহের DNA টেস্ট করা হবে বলে পুলিশ সূত্রে খবর ।