ETV Bharat / state

বাগবাজার ঘাট থেকে যুবতির বস্তাবন্দী দেহ উদ্ধার - Blooded body of a Young girl recovered

পুলিশ সূত্রে খবর, আজ সকালে সন্দেহজনকভাবে একটি বস্তা পড়ে থাকতে দেখা যায় বাগবাজার গঙ্গার ঘাটের একেবারে পাশে । খবর পেয়ে উত্তর বন্দর থানার পুলিশ ঘটনাস্থানে দ্রুত পৌঁছায় ।

Dead body
মৃতদেহ উদ্ধার
author img

By

Published : Dec 5, 2019, 2:27 PM IST

Updated : Dec 5, 2019, 7:57 PM IST

কলকাতা, 5 ডিসেম্বর : হাতে ট্যাটু, পরনে হলুদ আর সবুজ রঙের শাড়ি । মুখ বিকৃত । বাগবাজারে যুবতির বস্তাবন্দী মৃতদেহ উদ্ধার হল । দেহটি পচা-গলা অবস্থায় উদ্ধার হয় । পুলিশের সন্দেহ, খুন করে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয় ওই যুবতির মৃতদেহ । ট্যাটুর সূত্র ধরে যুবতির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ ।

পুলিশ সূত্রে খবর, আজ সকালে সন্দেহজনকভাবে একটি বস্তা পড়ে থাকতে দেখা যায় বাগবাজার গঙ্গার ঘাটের একেবারে পাশে । খবর পেয়ে উত্তর বন্দর থানার পুলিশ ঘটনাস্থানে দ্রুত পৌঁছায় । পুলিশ বস্তাটি খুলে ওই মৃতদেহ উদ্ধার করে । জানা গেছে, যুবতির দুই হাতে ট্যাটু রয়েছে । এক হাতে লেখা রূপা । পুলিশের প্রাথমিক অনুমান, ওই যুবতির নাম রূপা । আশপাশের থানাগুলিতে রূপা নামের কোনও মহিলা নিখোঁজ আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে ।

পুলিশ মৃতদেহটি উদ্ধার করে আর জি হাসপাতালে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য পাঠায় ৷ পুলিশের তরফে খবর, ময়নাতদন্তের কাজ সম্পূর্ণ । পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে, ভারী কোনও আঘাতের চিহ্ন নেই । তবে তাকে বিষ খাইয়েও মেরে ফেলা হতে পারে বলে মনে করছে পুলিশ। তদন্তকারীদের সন্দেহ, হাওড়া-হুগলির মতো কোনও জেলা থেকে ভেসে আসতে পারে দেহটি ৷

মৃতদেহে কিছু ফিস বাইট রয়েছে এবং সম্পূর্ণভাবে পচা-গলা অবস্থায় উদ্ধার হয়েছে সেটি । অর্থাৎ মৃত্যু হয়েছে দু-একদিন বা তারও আগে । গোটা রাজ্যে কতজন রূপা নিখোঁজ আছে তার খোঁজ নেওয়া শুরু করেছে পুলিশ । সূত্র জানাচ্ছে, এখনও পর্যন্ত 40 জন রূপা এই রাজ্যে নিখোঁজ ৷ তারমধ্যে কলকাতার একজন ছিলেন । কিন্তু ওই যুবতির হাতে কোনও ট্যাটু নেই বলে জানিয়েছে তার বাবা-মা । সেই সূত্রেই পুলিশ মনে করছে, কলকাতার নন ওই যুবতি । দেহটি কলকাতার বাইরের কোন জেলার । প্রয়োজনে মৃতদেহের DNA টেস্ট করা হবে বলে পুলিশ সূত্রে খবর ।

কলকাতা, 5 ডিসেম্বর : হাতে ট্যাটু, পরনে হলুদ আর সবুজ রঙের শাড়ি । মুখ বিকৃত । বাগবাজারে যুবতির বস্তাবন্দী মৃতদেহ উদ্ধার হল । দেহটি পচা-গলা অবস্থায় উদ্ধার হয় । পুলিশের সন্দেহ, খুন করে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয় ওই যুবতির মৃতদেহ । ট্যাটুর সূত্র ধরে যুবতির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ ।

পুলিশ সূত্রে খবর, আজ সকালে সন্দেহজনকভাবে একটি বস্তা পড়ে থাকতে দেখা যায় বাগবাজার গঙ্গার ঘাটের একেবারে পাশে । খবর পেয়ে উত্তর বন্দর থানার পুলিশ ঘটনাস্থানে দ্রুত পৌঁছায় । পুলিশ বস্তাটি খুলে ওই মৃতদেহ উদ্ধার করে । জানা গেছে, যুবতির দুই হাতে ট্যাটু রয়েছে । এক হাতে লেখা রূপা । পুলিশের প্রাথমিক অনুমান, ওই যুবতির নাম রূপা । আশপাশের থানাগুলিতে রূপা নামের কোনও মহিলা নিখোঁজ আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে ।

পুলিশ মৃতদেহটি উদ্ধার করে আর জি হাসপাতালে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য পাঠায় ৷ পুলিশের তরফে খবর, ময়নাতদন্তের কাজ সম্পূর্ণ । পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে, ভারী কোনও আঘাতের চিহ্ন নেই । তবে তাকে বিষ খাইয়েও মেরে ফেলা হতে পারে বলে মনে করছে পুলিশ। তদন্তকারীদের সন্দেহ, হাওড়া-হুগলির মতো কোনও জেলা থেকে ভেসে আসতে পারে দেহটি ৷

মৃতদেহে কিছু ফিস বাইট রয়েছে এবং সম্পূর্ণভাবে পচা-গলা অবস্থায় উদ্ধার হয়েছে সেটি । অর্থাৎ মৃত্যু হয়েছে দু-একদিন বা তারও আগে । গোটা রাজ্যে কতজন রূপা নিখোঁজ আছে তার খোঁজ নেওয়া শুরু করেছে পুলিশ । সূত্র জানাচ্ছে, এখনও পর্যন্ত 40 জন রূপা এই রাজ্যে নিখোঁজ ৷ তারমধ্যে কলকাতার একজন ছিলেন । কিন্তু ওই যুবতির হাতে কোনও ট্যাটু নেই বলে জানিয়েছে তার বাবা-মা । সেই সূত্রেই পুলিশ মনে করছে, কলকাতার নন ওই যুবতি । দেহটি কলকাতার বাইরের কোন জেলার । প্রয়োজনে মৃতদেহের DNA টেস্ট করা হবে বলে পুলিশ সূত্রে খবর ।

Intro:কলকাতা, 5 ডিসেম্বর: হাতে ট্যাটু, পরনে হলুদ আর সবুজ রঙের শাড়ি। মুখ বিকৃত। বাগেরহাটে যুবকের বস্তাবন্দি দেহ উদ্ধার হল। দেহটি পচা-গলা অবস্থায় উদ্ধার হয়। পুলিশের সন্দেহ করে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছে ওই যুবতীকে। ট‍্যাটুর সূত্র ধরে যুবতীর পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।



Body:পুলিশ সূত্রে খবর, আজ সকালে সন্দেহজনকভাবে একটি বস্তা পড়ে থাকতে দেখা যায় বাগবাজার গঙ্গার ঘাটের একেবারে পাশে। খবর দেওয়া হয় পুলিশে। উত্তর বন্দর থানার পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌঁছায়। পুলিশ বস্তাটি খুলে ওই মৃতদেহ উদ্ধার করে। জানা গেছে মহিলার দুই হাতে ট্যাটু রয়েছে। এক হাতের লেখা রূপা। ওনাকে একটি ত্রিশূল এর ছবি এবং ওঁ শব্দটি লেখা রয়েছে। জাতিকে পুলিশের প্রাথমিক অনুমান ওই মহিলার নাম রূপা। আশপাশের থানাগুলোতে রুপা নামে কোন মহিলা নিখোঁজ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।


Conclusion:পুলিশ দুটি উদ্ধার করে আরজিকর হাসপাতালে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য।
Last Updated : Dec 5, 2019, 7:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.