ETV Bharat / state

Dengue: ডেঙ্গি দমনে কলকাতা পৌরনিগমের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে পথে বিজেপির যুব মোর্চা - কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম

বৃহস্পতিবার ডেঙ্গি (Dengue) ইস্যুতে উত্তর কলকাতার বিজেপির যুব মোর্চার (BJYM) পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হয় ৷ ঘেরাও করা হয় কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) 5 নম্বর বরো অফিস ৷

bjym-agitation-outside-kolkata-municipal-corporation-borough-number-5-in-dengue-issue
Dengue: ডেঙ্গি দমনে কলকাতা পৌরনিগমের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে পথে বিজেপির যুব মোর্চা
author img

By

Published : Nov 17, 2022, 8:18 PM IST

কলকাতা, 17 নভেম্বর: রাজ্যে ক্রমেই বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গি (Dengue) আক্রান্তের সংখ্যা ৷ তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও । তাই আজ, বৃহস্পতিবার আবারও প্রতিবাদে সরব হয়ে পথে নামল উত্তর কলকাতার ভারতীয় জনতা যুব মোর্চা (BJYM) ।

ডেঙ্গি ইস্যুতে উত্তর কলকাতার বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে বউবাজার ব্যাংক অফ ইন্ডিয়া থেকে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছিল । এরপর মোর্চার পক্ষ থেকে কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) 5 নম্বর বরো অফিস ঘেরাও করা হয় ।

মূলত, ডেঙ্গি দমনে কলকাতা পৌরনিগমের ব্যর্থতা এবং এ রাজ্যের সরকারের উদাসীনতার বিরুদ্ধে সুর চড়ায় বিজেপির (BJP) যুব সংগঠন । দীর্ঘক্ষণ পাঁচ নম্বর বরো অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করা হয় । তাদের দাবি, ডেঙ্গি দমনে ব্যর্থ কলকাতা পৌরনিগম । ড্রোন উড়িয়েও সাড়ে তিনশো বাড়ির ছাদ পরিদর্শন করেও কলকাতা পৌরনিগম এবং কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছেন ডেঙ্গি দমনে ।

5 নম্বর বরো অফিসের সামনে আসেন বিজেপি নেতা সজল ঘোষ । সজল ঘোষ বলেন, "আগে পক্স হলে বলা হতো মায়ের দয়া ৷ আর এখন ডেঙ্গি হলে বলতে হয় দিদি বা পিসির দয়া । ডেঙ্গি দমনে সম্পূর্ণভাবেই ব্যর্থ কলকাতা পৌরনিগম । তাই আমাদের তরফে যে মিছিলের মাধ্যমে কলকাতা পৌরনিগমের পাঁচ নম্বর বরো অফিস ঘেরাও করা হয়েছে ।"

এরপর যুব মোর্চার দু’জন প্রতিনিধি 5 নম্বর বরো চেয়ারম্যানের কাছে স্মারকলিপি জমা দেন । স্মারকলিপির আবেদন পত্র গ্রহণ করা না পর্যন্ত বিজেপির সমস্ত কর্মী সমর্থকরা 5 নম্বর বরো অফিস ঘেরাও করে বিক্ষোভ অভিযান চালায় ।

আরও পড়ুন: ডেঙ্গি নিয়ে কংগ্রেসের মুলতুবি প্রস্তাবে সায় বাম-বিজেপির, ধুন্ধুমার পৌরনিগমে

কলকাতা, 17 নভেম্বর: রাজ্যে ক্রমেই বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গি (Dengue) আক্রান্তের সংখ্যা ৷ তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও । তাই আজ, বৃহস্পতিবার আবারও প্রতিবাদে সরব হয়ে পথে নামল উত্তর কলকাতার ভারতীয় জনতা যুব মোর্চা (BJYM) ।

ডেঙ্গি ইস্যুতে উত্তর কলকাতার বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে বউবাজার ব্যাংক অফ ইন্ডিয়া থেকে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছিল । এরপর মোর্চার পক্ষ থেকে কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) 5 নম্বর বরো অফিস ঘেরাও করা হয় ।

মূলত, ডেঙ্গি দমনে কলকাতা পৌরনিগমের ব্যর্থতা এবং এ রাজ্যের সরকারের উদাসীনতার বিরুদ্ধে সুর চড়ায় বিজেপির (BJP) যুব সংগঠন । দীর্ঘক্ষণ পাঁচ নম্বর বরো অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করা হয় । তাদের দাবি, ডেঙ্গি দমনে ব্যর্থ কলকাতা পৌরনিগম । ড্রোন উড়িয়েও সাড়ে তিনশো বাড়ির ছাদ পরিদর্শন করেও কলকাতা পৌরনিগম এবং কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছেন ডেঙ্গি দমনে ।

5 নম্বর বরো অফিসের সামনে আসেন বিজেপি নেতা সজল ঘোষ । সজল ঘোষ বলেন, "আগে পক্স হলে বলা হতো মায়ের দয়া ৷ আর এখন ডেঙ্গি হলে বলতে হয় দিদি বা পিসির দয়া । ডেঙ্গি দমনে সম্পূর্ণভাবেই ব্যর্থ কলকাতা পৌরনিগম । তাই আমাদের তরফে যে মিছিলের মাধ্যমে কলকাতা পৌরনিগমের পাঁচ নম্বর বরো অফিস ঘেরাও করা হয়েছে ।"

এরপর যুব মোর্চার দু’জন প্রতিনিধি 5 নম্বর বরো চেয়ারম্যানের কাছে স্মারকলিপি জমা দেন । স্মারকলিপির আবেদন পত্র গ্রহণ করা না পর্যন্ত বিজেপির সমস্ত কর্মী সমর্থকরা 5 নম্বর বরো অফিস ঘেরাও করে বিক্ষোভ অভিযান চালায় ।

আরও পড়ুন: ডেঙ্গি নিয়ে কংগ্রেসের মুলতুবি প্রস্তাবে সায় বাম-বিজেপির, ধুন্ধুমার পৌরনিগমে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.