কলকাতা, 12 নভেম্বর : BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কনভয়ে হামলার প্রতিবাদে পথে নামল যুব মোর্চা । সংগঠনের রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ নেতৃত্বে মূল বিক্ষোভটি হয় চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ে । পাশাপাশি কলকাতার আরও বেশ কয়েকটি জায়গায় করা হয় অবরোধ । BJP-র যুব মোর্চার এই অবরোধে কিছুক্ষণের জন্য কলকাতার বেশ কয়েকটি এলাকায় যান চলাচল স্তব্ধ হয়ে যায় ।
আলিপুরদুয়ারে কালচিনি ব্লকের দলসিং পাড়ার কাছে হামলার মুখে পড়ে দিলীপ ঘোষের কনভয় । আজ সকালের সেই হামলায় বিধায়ক উইলসন চম্পামারির গাড়ির কাচ ভেঙে যায় । দিলীপ ঘোষের গাড়ি লক্ষ্য করেও পাথর ছোড়ার অভিযোগ উঠেছে । যদিও তাঁর গাড়ির কোনও ক্ষতি হয়নি । তবে তাঁর কনভয়ে মোট তিনটি গাড়ির উপর হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে । পাশাপাশি দেখানো হয়েছে কালো পতাকা । এই ঘটনার জন্য স্থানীয় তৃণমূল কর্মীদের দায়ী করেছে BJP নেতৃত্ব । ইচ্ছাকৃতভাবে এই গুন্ডামি করা হয়েছে বলে অভিযোগ তাঁদের । এই ঘটনা নিয়ে সরব হয়েছে BJP-র রাজ্য নেতৃত্বরা ।
রাজ্য সভাপতির উপর হামলার প্রতিবাদে আজ যুব মর্চা রাজ্যের বিভিন্ন জায়গায় অবরোধ এবং বিক্ষোভের ডাক দেয় । কলকাতা চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ে যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ এর নেতৃত্বে প্রায় 15 মিনিট ধরে অবরোধ চলে । দাহ করা হয় মুখ্যমন্ত্রীর কুশপুতুল । BJP-র এই অবরোধ তুলতে মোতায়েন করা হয় বড় পুলিশের দল । সৌমিত্র খাঁ বলেন, “ বাংলায় গণতন্ত্র ভেঙে পড়েছে বহুদিন হল । রাজ্য সভাপতি ও সংসদ দিলীপ ঘোষের উপর যে হামলা হয়েছে আজ তা বর্বরোচিত ।"