ETV Bharat / state

শহিদ পরিবারের সদস্যদের দিল্লি নিয়ে যাচ্ছে BJP, দেখা হবে মোদির সঙ্গেও

author img

By

Published : Jul 22, 2019, 5:27 PM IST

Updated : Jul 22, 2019, 10:46 PM IST

আগামীকাল দিল্লিতে BJP-র শহিদ স্মরণ কর্মসূচি রয়েছে । আজ বিকেলে 24 টি পরিবারের প্রায় 48 জনকে একটি বিশেষ ট্রেনে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে । তাঁদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেখা করার ব্যবস্থাও করা হচ্ছে বলে খবর ।

শহিদ পরিবারের সদস্যদের দিল্লি নিয়ে যাচ্ছে BJP, দেখা হবে মোদির সঙ্গেও

কলকাতা, 22 জুলাই : শহিদ স্মরণে বিশেষ কর্মসূচি নিল BJP । পঞ্চায়েত নির্বাচন থেকে এখনও পর্যন্ত এরাজ্যে তাদের প্রায় 73 জন কর্মী শহিদ হয়েছে বলে দাবি BJP-র । তাঁদের মধ্যে জনের পরিবারের সদস্যদের আজ দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে । শহিদের শ্রদ্ধা জানাতে আগামীকাল একটি অরাজনৈতিক সংগঠন "কল ফর জাস্টিস"-র ব্যানারে শহিদ স্মরণ অনুষ্ঠান হবে । নরেন্দ্র মোদির সঙ্গে এই পরিবারের সদস্যদের দেখা করার বিশেষ ব্যবস্থা হচ্ছে ।

ইতিমধ্যেই শহিদ পরিবারগুলিকে রাজ্য দপ্তরে আনা হয়েছে । BJP সূত্রে জানা গেছে, আজ বিকেলে 24টি শহিদ পরিবারের মোট 48 জনকে শিয়ালদা থেকে বিশেষ ট্রেনে দিল্লি নিয়ে যাওয়া হবে । আগামীকাল তাঁরা সকলেই শহিদ স্মরণ অনুষ্ঠানে যোগ দেবেন । সেখানে তাঁদের নাগরিক সংবর্ধনা দেওয়া হবে । এছাড়াও তাঁদের আর্থিক সাহায্য প্রদান করা হবে বলে খবর । প্রধান অতিথি হিসেবে এই অনুষ্ঠানে থাকবেন প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ।

ভিডিয়োয় শুনুন শহিদ পরিবারের সদস্যদের বক্তব্য

BJP কর্মী ত্রিলোচন মাহাতর দাদা বিবেকানন্দ মাহাত বলেন, "আমরা আজ দিল্লি যাচ্ছি । ত্রিলোচন মামলায় CBI তদন্তের দাবি করছি । রাজ্য পুলিশের উপর আমাদের কোনও আস্থা নেই । প্রশাসনের থেকে আমরা কোনও সহযোগিতা পাচ্ছি না । 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে । কিন্তু এই ঘটনায় কমপক্ষে 8-10 জন যুক্ত আছে । আতঙ্কে রয়েছি । ওরা শাস্তি না পেলে আতঙ্ক থেকে যাবে ।"

দাড়িভিটের ঘটনায় নিহত তাপস বর্মণের মা মঞ্জু বর্মণ বলেন, "প্রধানমন্ত্রী আমাদের ডেকেছেন । দাড়িভিট ঘটনার CBI তদন্ত চাইছি । ছেলের খুনিদের শাস্তি চাই । তৃণমূলের লোকজন আমাদের ভয় দেখাচ্ছে । দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীকে জানাব । আমরা বিচার চাই ।"

কলকাতা, 22 জুলাই : শহিদ স্মরণে বিশেষ কর্মসূচি নিল BJP । পঞ্চায়েত নির্বাচন থেকে এখনও পর্যন্ত এরাজ্যে তাদের প্রায় 73 জন কর্মী শহিদ হয়েছে বলে দাবি BJP-র । তাঁদের মধ্যে জনের পরিবারের সদস্যদের আজ দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে । শহিদের শ্রদ্ধা জানাতে আগামীকাল একটি অরাজনৈতিক সংগঠন "কল ফর জাস্টিস"-র ব্যানারে শহিদ স্মরণ অনুষ্ঠান হবে । নরেন্দ্র মোদির সঙ্গে এই পরিবারের সদস্যদের দেখা করার বিশেষ ব্যবস্থা হচ্ছে ।

ইতিমধ্যেই শহিদ পরিবারগুলিকে রাজ্য দপ্তরে আনা হয়েছে । BJP সূত্রে জানা গেছে, আজ বিকেলে 24টি শহিদ পরিবারের মোট 48 জনকে শিয়ালদা থেকে বিশেষ ট্রেনে দিল্লি নিয়ে যাওয়া হবে । আগামীকাল তাঁরা সকলেই শহিদ স্মরণ অনুষ্ঠানে যোগ দেবেন । সেখানে তাঁদের নাগরিক সংবর্ধনা দেওয়া হবে । এছাড়াও তাঁদের আর্থিক সাহায্য প্রদান করা হবে বলে খবর । প্রধান অতিথি হিসেবে এই অনুষ্ঠানে থাকবেন প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ।

ভিডিয়োয় শুনুন শহিদ পরিবারের সদস্যদের বক্তব্য

BJP কর্মী ত্রিলোচন মাহাতর দাদা বিবেকানন্দ মাহাত বলেন, "আমরা আজ দিল্লি যাচ্ছি । ত্রিলোচন মামলায় CBI তদন্তের দাবি করছি । রাজ্য পুলিশের উপর আমাদের কোনও আস্থা নেই । প্রশাসনের থেকে আমরা কোনও সহযোগিতা পাচ্ছি না । 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে । কিন্তু এই ঘটনায় কমপক্ষে 8-10 জন যুক্ত আছে । আতঙ্কে রয়েছি । ওরা শাস্তি না পেলে আতঙ্ক থেকে যাবে ।"

দাড়িভিটের ঘটনায় নিহত তাপস বর্মণের মা মঞ্জু বর্মণ বলেন, "প্রধানমন্ত্রী আমাদের ডেকেছেন । দাড়িভিট ঘটনার CBI তদন্ত চাইছি । ছেলের খুনিদের শাস্তি চাই । তৃণমূলের লোকজন আমাদের ভয় দেখাচ্ছে । দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীকে জানাব । আমরা বিচার চাই ।"

Intro:22-07-19

সুজয় ঘোষ, কলকাতা


কলকাতা: তৃণমূলের ২১ জুলাই এর পাল্টা শহিদ স্মরণ বিশেষ কর্মসূচি বিজেপির। আগামী কাল দিল্লিতে এই কর্মসূচি একটি অরাজনৈতিক সংগঠন "Call for Justice" এর ব্যানারে এই অনুষ্ঠান হবে। পঞ্চায়েত নির্বাচণ থেকে লোকসভা ভোট পর্যন্ত নিহত
বিজেপির ২৪ টি শহিদ পরিবারকে আজই দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে।


বিজেপি সূত্রে জানা গিয়েছে,,মোট ৪৮ জন পরিবারের সদস্যদের বিশেষ ট্রেনে আজ বিকেলে শিয়ালদহ থেকে দিল্লি নিয়ে যাওয়া হবে। এই কর্মসূচির প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন প্রাক্তণ বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।

ইতিমধ্যেই শহিদ পরিবারগুলিকে জেলা থেকে রাজ্য দপ্তরে নিয়ে আসা হয়েছে।
সমস্ত পরিবারগুলিকে নাগরীক সম্বর্ধনা দেওয়া ছাড়াও আর্থিক সাহার্য্য প্রদান করা হবে বলে জানা গিয়েছে।
বিজেপির পক্ষ থেকে এই শহিদ পরিবারগুলিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করারও বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। লোকসভা নির্বাচণ থেকে আজ অবধি বিজেপির মোট ৭৩ জন মানুষ শহিদ হয়েছে বলে বিজেপির দাবী।


ত্রিলোচণ মাহতের বড় দাদা বিবেকানন্দ মাহত বলেন, "আমরা আজ দিল্লি যাচ্ছি। ত্রিলোচন মাহতের ঘটনায় CBI তদন্ত দাবী করছি। রাজ্য পুলিশের CID এর প্রতি কোনও আস্থা নেই। প্রশাসনের দিক থেকে আমরা কোনও সহযোগীতা পাচ্ছি না। CID তদন্ত করেছে। সেখানে ৪ জন কে চিহ্নিত করে গ্রেপ্তার করে। এই ঘটনায় প্রায় কমপক্ষে ৮-১০ জন যুক্ত আছে। গ্রামের মধ্যে আমারা আতঙ্ক। এই ভাবে যদি খুন হয়। তা হলে বেচে থাকা আর মরে যাওয়ার মধ্যে কোনও পার্থক্য নেই। যদি সঠিক ভাবে দোষী ব্যক্তিরা যদি শাস্ত্রী না পায়। তা হলে আতঙ্কটা- আতঙ্কই থেকে যাবে"


দাড়িভিটের ঘটনায় নিহত মঞ্জু বর্মণের মা তাপস বর্মন বলেন," আমরা ৪ টা ট্রেনে উঠবো। আমাদের প্রধানমন্ত্রী ডেকেছেন। তার জন্য আমরা যাচ্ছি। আমাদের মূল দাবী CBI তদন্তের দাবী জানাচ্ছি। আর খুনিদের শাস্ত্রী চাই। এটাই আমাদের দাবী। এখন দাড়ি ভিটায় আগের থেকে ভালো অবস্থা। তৃণমূলের লোকজন আমাদের ভয় দেখাচ্ছে। দিল্লিতে গিয়ে আমরা প্রধানমন্ত্রীকে জানাবো। আমাদের বিচার চাই"

Body:কপিConclusion:
Last Updated : Jul 22, 2019, 10:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.