ETV Bharat / state

সব্যসাচী দত্তর উপর হামলার প্রতিবাদে পথ অবরোধ BJP-র - kolkata

সব্যসাচী দত্তের উপর হামলার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল BJP কর্মীরা । হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারির দাবি জানানো হয় । ঘটনাস্থানে পুলিশ এসে তদন্তের আশ্বাস দিলে অবরোধ ওঠে ।

BJP
BJP
author img

By

Published : Jun 8, 2020, 7:43 PM IST

কলকাতা, 8 জুন : বিধায়ক তথা BJP-র রাজ্য সম্পাদক সব্যসাচী দত্তর উপর হামলার প্রতিবাদে দমদম পার্ক এলাকায় পথ অবরোধ করল BJP । টায়ার জ্বালিয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায় BJP কর্মীরা । তাদের দাবি, সব্যসাচী দত্তের উপর যাঁরা হামলা চালিয়েছে তাদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে ।

আজ সকালে লেকটাউনে এক নিগৃহীত কর্মীকে দেখতে গিয়ে আক্রান্ত হন BJP-র রাজ্য সম্পাদক তথা নিউটাউনের বিধায়ক সব্যসাচী দত্ত ৷ দমকলমন্ত্রী সুজিত বসুর অনুগামীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ ৷ সব্যসাচীবাবু ছাড়াও কম-বেশি জখম হন উত্তর শহরতলির জেলা সভাপতি কিশোর কর, প্রাক্তন সহ সভাপতি পীযূষ কানোরিয়াসহ BJP-র কয়েকজন কর্মী । ঘটনার প্রতিবাদে আজ বিকেল 4টে থেকে দমদম পার্ক সংলগ্ন VIP রোড অবরোধ করে BJP কর্মীরা ।

অবরোধকারীদের অভিযোগ, BJP নেতা-কর্মীদের উপর হামলা চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে করার দাবি জানায় বিক্ষোভকারী BJP কর্মীরা । পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগও উঠেছে । অবরোধের খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় লেকটাউন থানার পুলিশ । জ্বলন্ত টায়ারের উপর জল ঢেলে দেওয়া হয় । তদন্তের আশ্বাস মেলার পর বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয় ।

কলকাতা, 8 জুন : বিধায়ক তথা BJP-র রাজ্য সম্পাদক সব্যসাচী দত্তর উপর হামলার প্রতিবাদে দমদম পার্ক এলাকায় পথ অবরোধ করল BJP । টায়ার জ্বালিয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায় BJP কর্মীরা । তাদের দাবি, সব্যসাচী দত্তের উপর যাঁরা হামলা চালিয়েছে তাদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে ।

আজ সকালে লেকটাউনে এক নিগৃহীত কর্মীকে দেখতে গিয়ে আক্রান্ত হন BJP-র রাজ্য সম্পাদক তথা নিউটাউনের বিধায়ক সব্যসাচী দত্ত ৷ দমকলমন্ত্রী সুজিত বসুর অনুগামীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ ৷ সব্যসাচীবাবু ছাড়াও কম-বেশি জখম হন উত্তর শহরতলির জেলা সভাপতি কিশোর কর, প্রাক্তন সহ সভাপতি পীযূষ কানোরিয়াসহ BJP-র কয়েকজন কর্মী । ঘটনার প্রতিবাদে আজ বিকেল 4টে থেকে দমদম পার্ক সংলগ্ন VIP রোড অবরোধ করে BJP কর্মীরা ।

অবরোধকারীদের অভিযোগ, BJP নেতা-কর্মীদের উপর হামলা চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে করার দাবি জানায় বিক্ষোভকারী BJP কর্মীরা । পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগও উঠেছে । অবরোধের খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় লেকটাউন থানার পুলিশ । জ্বলন্ত টায়ারের উপর জল ঢেলে দেওয়া হয় । তদন্তের আশ্বাস মেলার পর বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.