কলকাতা, 5 এপ্রিল : এবার পশ্চিমবঙ্গকে শ্রীলঙ্কার সঙ্গে তুলনা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (BJP state president Sukanta Majumdar compares West Bengal's Economic condition with Sri Lanka) । বালিগঞ্জ বিধানসভায় বিজেপি প্রার্থী কেয়া ঘোষের সর্মথনে ভোট প্রচারে এসে সুকান্ত মজুমদার বলেন, "ভারত নয়, পশ্চিমবঙ্গ যেভাবে দান খয়রাতির সরকার চলছে তাতে আর কিছু বছরের মধ্যে পশ্চিমবঙ্গেও শ্রীলঙ্কার মত অবস্থা হবে । পশ্চিমবঙ্গের ঋণের বোঝা বাড়ছে । অর্থনৈতিক ইমার্জেন্সির দিকে এগিয়ে যাবে ।"
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এদিন আরও বলেন, "শ্রীলঙ্কার লোন হচ্ছে 6 লক্ষ কোটি টাকা, পশ্চিমবঙ্গের লোন হচ্ছে 5 লক্ষ 80 কোটি টাকা । আমরা শ্রীলঙ্কার থেকে মাত্র 40 হাজার কোটি টাকা পিছনে আছি । স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গ সরকারের উচিত সর্বদলীয় বৈঠক ডাকা । উনি রাজ্যে যে ভাবে দান- ধ্যান খয়রাতি করছে । ভারতের মধ্যে তামিলনাড়ুর ও পশ্চিমবঙ্গে সরকার সব থেকে বেশি লোন নিয়ে বসে আছে । আগামিদিনে পশ্চিমবঙ্গের কী হবে । অর্থনৈতিক সংকট হবে কিনা । আমরা খুব একটা আশাবাদী হতে পারছি না ।"
যে সব বিজেপি কর্মী-সমর্থকদের উপরে অত্যাচার হচ্ছে তাদের দেখতে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব শীঘ্রই আসতে চলেছে পশ্চিমবঙ্গে । সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা-সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃত্ব আসবে । তবে এখনও দিনক্ষণ চূড়ান্ত হয়নি বলে জানান সুকান্ত মজুমদার ৷