কলকাতা, 16 ডিসেম্বর: দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীর্যক মন্তব্য পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির (Bilawal Bhutto Zardari) (Narendra Modi) প্রতিবাদে শনিবার দেশজুড়ে পথে নেমেছে বিজেপি ৷ বাদ নেই কলকাতাও ৷ এদিন উত্তর কলকাতা জেলা মোর্চার পক্ষ থেকে এদিন একটি প্রতিবাদ সভার ডাক দেওয়া হয় বিজেপির তরফে (BJP Protest in Kolkata ) ৷
15 ডিসেম্বর, অর্থাৎ বৃহস্পতিবার পাক সংসদে বিলাওয়াল ভুট্টো বলেছিলেন, "ওসামা বিন লাদেনের মৃত্যু হয়েছে। কিন্তু গুজরাতের কসাই এখনও বেঁচে রয়েছে। আর তিনি ভারতের প্রধানমন্ত্রী।" এর আগে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর পাকিস্তানকে 'সন্ত্রাসের আঁতুড়ঘর' বলে কটাক্ষ করেছিলেন। তার জবাব দিতে গিয়েই নরেন্দ্র মোদির সঙ্গে লাদেনের তুলনা টানেন বিলাওয়াল। এরপরেই বিতর্কের ঝড় দেশজুড়ে।
পশ্চিমবঙ্গ প্রদেশ যুব মোর্চার সভাপতি ডাঃ ইন্দ্রনীল খাঁর নেতৃত্বে শনিবার বিক্ষোভ প্রদর্শন করা হয়। শনিবার তেরঙা নিয়ে পায়ে হেঁটে, বিজেপির যুব মোর্চার কর্মীরা কলেজ স্ট্রিট মোড়ে বিলাওয়াল ভুট্টোর ছবি এবং পাকিস্তানের পতাকার ছবি দেওয়া পোস্টার পোড়ান ৷ পাক বিদেশমন্ত্রীর মন্তব্যের কঠোর প্রতিবাদ জানিয়ে নয়াদিল্লির পক্ষ থেকে বলা হয়েছে, বিলাওয়াল ভুট্টো যা বলেছেন তা অত্যন্ত নিম্নরুচির। এই ধরনের মন্তব্য থেকে বিরত থেকে বরং পাকিস্তানকে সন্ত্রাস দমনে মন দেওয়ার পরামর্শও দেওয়া হয় দিল্লির পক্ষ থেকে।
আরও পড়ুন: মোদির অপমান ! দেশজুড়ে প্রতিবাদ বিজেপি'র