ETV Bharat / state

আজ ভার্চুয়াল জনসভা অমিত শাহর, কোটি মানুষকে যুক্তর লক্ষ্য রাজ্য BJP-র

author img

By

Published : Jun 8, 2020, 6:53 PM IST

Updated : Jun 9, 2020, 5:08 AM IST

আজ অমিত শাহর ভার্চুয়াল জনসভার জন্য রাজ্যজুড়ে জোরকদমে প্রস্তুতি শুরু হয়েছে । এই জনসভা একেবারে ঐতিহাসিক হবে বলে মনে করছেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷

অমিত শাহ
অমিত শাহ

কলকাতা, 9 জুন : আজ রাজ্যে ভার্চুয়াল জনসভা করতে চলেছেন অমিত শাহ ৷ তাঁর ভার্চুয়াল জনসভার জন্য রাজ্যজুড়ে চলছে জোরকদমে প্রস্তুতি । BJP-র 39টি সাংগঠনিক জেলাতেই ভার্চুয়াল জনসভার পরিকাঠামো তৈরি করা হয়েছে ।

এই জনসভা ঐতিহাসিক হবে বলে দাবি BJP-র । প্রায় এক কোটি মানুষকে এই জনসভায় যুক্ত করার টার্গেট নিচ্ছে বঙ্গ BJP । BJP সূত্রে জানা গিয়েছে, প্রায় 1,200-এর বেশি মণ্ডলে 79 হাজার বুথেই স্মার্ট ফোনের মাধ্যমে এই জনসভা শোনার ব্যবস্থা করা হচ্ছে । প্রতিটি জেলার দলীয় কার্যালয়ে জায়েন্ট স্ক্রিন ও মাল্টি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে । BJP-র সদর কার্যালয়েও অমিত শাহের সভার জন্য চলছে জোর প্রস্তুতি । মোট তিনটি জায়েন্ট স্ক্রিন বসছে । দলীয় কার্যালয়ের বাইরে একটি ছাউনি বাঁধা হচ্ছে । একটি জায়েন্ট স্ক্রিনও বসানো হবে । সেখানেই কার্যকর্তাদের অমিত শাহের বক্তব্য শোনার ব্যবস্থা করা হয়েছে ।

এছাড়া 10টির বেশি LED টিভিও বসানো হচ্ছে । একটি মূল মঞ্চও সদর কার্যালয়ে তৈরি করা হচ্ছে । মূল মঞ্চে থাকবেন দিলীপ ঘোষ, মুকুল রায় ও রাহুল সিনহা । এছাড়া BJP-র রাজ্য কমিটির 12জন সদস্য । BJP-তরফে বলা হয়, মঞ্চটি এমনভাবে সাজানো হচ্ছে যে, দেখে মনে হবে এই জনসভাটি ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকেই অনুষ্ঠিত হচ্ছে । BJP সূত্রে খবর, BJP-র পক্ষ থেকে রাজ্যের প্রায় 50 হাজার বেশি কার্যকর্তাদেরই এই সভা শোনার জন্য ফেসবুক ও ইউটিউবের লিঙ্ক পাঠিয়ে বিশেষভাবে আমন্ত্রণও জানানো হয়েছে ।

আজ অমিত শাহ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করতে পারেন বলে মনে করছেন অনেকে । কোরোনা ও আমফান নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে কড়া সুর চড়াতে পারেন বলেও মনে করা হচ্ছে । BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "এই জনসভার জন্য রাজ্যজুড়ে জোরকদমে প্রস্তুতি শুরু হয়েছে । এই জনসভা একেবারে ঐতিহাসিক হবে । BJP-র 50 হাজারেরও বেশি কার্যকর্তা কাল ফেসবুক ও ইউটিউব লিঙ্কের মাধ্যমে এই সভার সঙ্গে যুক্ত হবে ৷"

কলকাতা, 9 জুন : আজ রাজ্যে ভার্চুয়াল জনসভা করতে চলেছেন অমিত শাহ ৷ তাঁর ভার্চুয়াল জনসভার জন্য রাজ্যজুড়ে চলছে জোরকদমে প্রস্তুতি । BJP-র 39টি সাংগঠনিক জেলাতেই ভার্চুয়াল জনসভার পরিকাঠামো তৈরি করা হয়েছে ।

এই জনসভা ঐতিহাসিক হবে বলে দাবি BJP-র । প্রায় এক কোটি মানুষকে এই জনসভায় যুক্ত করার টার্গেট নিচ্ছে বঙ্গ BJP । BJP সূত্রে জানা গিয়েছে, প্রায় 1,200-এর বেশি মণ্ডলে 79 হাজার বুথেই স্মার্ট ফোনের মাধ্যমে এই জনসভা শোনার ব্যবস্থা করা হচ্ছে । প্রতিটি জেলার দলীয় কার্যালয়ে জায়েন্ট স্ক্রিন ও মাল্টি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে । BJP-র সদর কার্যালয়েও অমিত শাহের সভার জন্য চলছে জোর প্রস্তুতি । মোট তিনটি জায়েন্ট স্ক্রিন বসছে । দলীয় কার্যালয়ের বাইরে একটি ছাউনি বাঁধা হচ্ছে । একটি জায়েন্ট স্ক্রিনও বসানো হবে । সেখানেই কার্যকর্তাদের অমিত শাহের বক্তব্য শোনার ব্যবস্থা করা হয়েছে ।

এছাড়া 10টির বেশি LED টিভিও বসানো হচ্ছে । একটি মূল মঞ্চও সদর কার্যালয়ে তৈরি করা হচ্ছে । মূল মঞ্চে থাকবেন দিলীপ ঘোষ, মুকুল রায় ও রাহুল সিনহা । এছাড়া BJP-র রাজ্য কমিটির 12জন সদস্য । BJP-তরফে বলা হয়, মঞ্চটি এমনভাবে সাজানো হচ্ছে যে, দেখে মনে হবে এই জনসভাটি ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকেই অনুষ্ঠিত হচ্ছে । BJP সূত্রে খবর, BJP-র পক্ষ থেকে রাজ্যের প্রায় 50 হাজার বেশি কার্যকর্তাদেরই এই সভা শোনার জন্য ফেসবুক ও ইউটিউবের লিঙ্ক পাঠিয়ে বিশেষভাবে আমন্ত্রণও জানানো হয়েছে ।

আজ অমিত শাহ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করতে পারেন বলে মনে করছেন অনেকে । কোরোনা ও আমফান নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে কড়া সুর চড়াতে পারেন বলেও মনে করা হচ্ছে । BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "এই জনসভার জন্য রাজ্যজুড়ে জোরকদমে প্রস্তুতি শুরু হয়েছে । এই জনসভা একেবারে ঐতিহাসিক হবে । BJP-র 50 হাজারেরও বেশি কার্যকর্তা কাল ফেসবুক ও ইউটিউব লিঙ্কের মাধ্যমে এই সভার সঙ্গে যুক্ত হবে ৷"

Last Updated : Jun 9, 2020, 5:08 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.