ETV Bharat / state

BJP OBC Morcha: রাজ্যে ওবিসি হিন্দুদের বঞ্চনা করা হচ্ছে, অভিযোগ বিজেপি'র

রাজ্য সরকার সংরক্ষণ ইস্যুতে ওবিসি'দের সঙ্গে বঞ্চনা করছে এই অভিযোগ তুলে কলকাতায় বিক্ষোভ দেখাল বিজেপির ওবিসি মোর্চা (BJP OBC Morcha protest) ৷

author img

By

Published : Feb 15, 2023, 10:42 PM IST

ETV Bharat
বিজেপি ওবিসি মোর্চার মিছিল

কলকাতা, 15 ফেব্রুয়ারি: পশ্চিমবঙ্গের হিন্দু ওবিসি'দের তাঁদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চনা করা হয়েছে । তারই প্রতিবাদে বুধবার বিক্ষোভ দেখাল বিজেপি'র ওবিসি মোর্চা ৷ সংগঠনের তরফে এদিন একটি বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয় ৷ রাজ্য বিজেপি'র ওবিসি মোর্চার অভিযোগ, কেন্দ্র সরকার 27 শতাংশ সংরক্ষণ দিলেও এই রাজ্য মাত্র 17 শতাংশ সংরক্ষণ দিয়েছে ৷ তৃণমূল কংগ্রেস সরকার ওবিসি'দের নিয়ে বিভাজনের রাজনীতি করছে বলেও অভিযোগ সংগঠনটির (BJP OBC Morcha in protest) ৷

এদিন বিজেপি রাজ্য দফতর থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় রানি রাসমণি রোডে । এদিনের মিছিলে নেন বিজেপি'র প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা ৷ তিনি বলেন,"ওবিসিদের প্রাপ্য অধিকার রাজ্য সরকার খর্ব করছে ৷ কেন্দ্রীয় সরকার ওবিসিদের জন্য 27 শতাংশ সংরক্ষণ নির্ধারণ করেছে কিন্তু এই রাজ্যে ওবিসি'দের জন্য মাত্র 17 শতাংশ সংরক্ষণ দিয়েছে । তার মধ্যেও বিভিন্ন ভাগ করা হয়েছে । এ,বি ভাগ করেছে । এ মানে মুসলমান, বি মানে হিন্দু । এই রাজ্যে সংখ্যাগরিষ্ঠ হচ্ছে হিন্দু । কিন্তু হিন্দুদের 7 শতাংশ এবং এ ক্যাটাগরির জন্য 10 শতাংশ দেওয়া হচ্ছে ৷ এরকম বিভাজনের রাজনীতি দেশের আর কোথাও হয় না ৷"

আরও পড়ুন: ললিপপ চাই না, 3 শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণায় খুশি নন বিক্ষোভকারীরা

রাহুল সিনহার আরও অভিযোগ,"এখানে ওবিসি সার্টিফিকেট পেতে হলে বিরাট হয়রানির শিকার হতে হচ্ছে । হিন্দুরা ওবিসি সার্টিফিকেট পাচ্ছে না । অর্থাৎ এই সরকার ওবিসি সার্টিফিকেট দেওয়া নিয়েও দলবাজি করছে ৷ অবিলম্বে এই সংক্রান্ত নির্দেশ প্রত্যাহার করতে হবে রাজ্যকে ৷" বিজেপি'র ওবিসি মোর্চার অভিযোগ, এই বিষয়ে রাজ্য সরকারকে একাধিকবার আবেদন করা সত্ত্বেও কোনও কাজ হয়নি ৷ বিষয়টিকে ধর্মীয় বিভাজন ও তোষণমূলক রাজনীতি হিসেবেই দেখছে রাজ্য বিজেপি'র ওবিসি মোর্চা ৷

আরও পড়ুন: কর্মসংস্থানমুখী, কৃষক-যুবদের বাজেট; দাবি মুখ্যমন্ত্রীর

কলকাতা, 15 ফেব্রুয়ারি: পশ্চিমবঙ্গের হিন্দু ওবিসি'দের তাঁদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চনা করা হয়েছে । তারই প্রতিবাদে বুধবার বিক্ষোভ দেখাল বিজেপি'র ওবিসি মোর্চা ৷ সংগঠনের তরফে এদিন একটি বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয় ৷ রাজ্য বিজেপি'র ওবিসি মোর্চার অভিযোগ, কেন্দ্র সরকার 27 শতাংশ সংরক্ষণ দিলেও এই রাজ্য মাত্র 17 শতাংশ সংরক্ষণ দিয়েছে ৷ তৃণমূল কংগ্রেস সরকার ওবিসি'দের নিয়ে বিভাজনের রাজনীতি করছে বলেও অভিযোগ সংগঠনটির (BJP OBC Morcha in protest) ৷

এদিন বিজেপি রাজ্য দফতর থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় রানি রাসমণি রোডে । এদিনের মিছিলে নেন বিজেপি'র প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা ৷ তিনি বলেন,"ওবিসিদের প্রাপ্য অধিকার রাজ্য সরকার খর্ব করছে ৷ কেন্দ্রীয় সরকার ওবিসিদের জন্য 27 শতাংশ সংরক্ষণ নির্ধারণ করেছে কিন্তু এই রাজ্যে ওবিসি'দের জন্য মাত্র 17 শতাংশ সংরক্ষণ দিয়েছে । তার মধ্যেও বিভিন্ন ভাগ করা হয়েছে । এ,বি ভাগ করেছে । এ মানে মুসলমান, বি মানে হিন্দু । এই রাজ্যে সংখ্যাগরিষ্ঠ হচ্ছে হিন্দু । কিন্তু হিন্দুদের 7 শতাংশ এবং এ ক্যাটাগরির জন্য 10 শতাংশ দেওয়া হচ্ছে ৷ এরকম বিভাজনের রাজনীতি দেশের আর কোথাও হয় না ৷"

আরও পড়ুন: ললিপপ চাই না, 3 শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণায় খুশি নন বিক্ষোভকারীরা

রাহুল সিনহার আরও অভিযোগ,"এখানে ওবিসি সার্টিফিকেট পেতে হলে বিরাট হয়রানির শিকার হতে হচ্ছে । হিন্দুরা ওবিসি সার্টিফিকেট পাচ্ছে না । অর্থাৎ এই সরকার ওবিসি সার্টিফিকেট দেওয়া নিয়েও দলবাজি করছে ৷ অবিলম্বে এই সংক্রান্ত নির্দেশ প্রত্যাহার করতে হবে রাজ্যকে ৷" বিজেপি'র ওবিসি মোর্চার অভিযোগ, এই বিষয়ে রাজ্য সরকারকে একাধিকবার আবেদন করা সত্ত্বেও কোনও কাজ হয়নি ৷ বিষয়টিকে ধর্মীয় বিভাজন ও তোষণমূলক রাজনীতি হিসেবেই দেখছে রাজ্য বিজেপি'র ওবিসি মোর্চা ৷

আরও পড়ুন: কর্মসংস্থানমুখী, কৃষক-যুবদের বাজেট; দাবি মুখ্যমন্ত্রীর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.