কলকাতা, 28 জানুয়ারি: হিরণের দলবদল নিয়ে বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছে রাজনৈতিক মহলে ৷ কিন্তু শনিবার সেই সব জল্পনা উড়িয়ে দিলেন খড়গপুর সদরের বিধায়ক বিজেপির হিরন্ময় চট্টোপাধ্যায় ৷ তাঁর দাবি, ‘‘আমি বিজেপিতেই (BJP) আছি ৷ তৃণমূল কংগ্রেসে (Trinamool Congress) যোগ দিচ্ছি না ।’’
হিরণের তৃণমূলে যোগের জল্পনা: সম্প্রতি রাজনৈতিক মহলে জল্পনা ছড়ায় যে হিরণ তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চান ৷ তিনি এই নিয়ে কথাও শুরু করেছেন ঘাসফুল শিবিরের সঙ্গে ৷ তার পর শোনা যায় যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে বৈঠক করেছেন হিরণ ৷ পরে এই নিয়ে একটি ছবিও ভাইরাল হয় ৷ সেই ছবির ব্যাকগ্রাউন্ডে তৃণমূলের লোগো ছিল ৷ আর হিরণের পাশে পশ্চিম মেদিনীপুরের তৃণমূল নেতা অজিত মাইতিকে দেখা যায় ৷ সঙ্গে দুই দুইয়ে চার করে নেয় রাজনৈতিক মহল ৷
পরে অবশ্য গেরুয়া শিবির থেকে ওই ছবিটি ভুয়ো বলে দাবি করা হয় ৷ বদলে একই ধরনের অন্য একটি ছবি পোস্ট করা হয় গেরুয়া শিবির থেকে ৷ যে ছবির ব্যাকগ্রাউন্ডে একটি চলচ্চিত্র ব্যবসার সঙ্গে জড়িত সংস্থার লোগো দেখা যায় ৷ কিন্তু এই নিয়ে এতদিন পর্যন্ত হিরণের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ অবশেষে শনিবার মুখ খুললেন তিনি ৷
হিরণের বক্তব্য: বিধানসভার বাইরে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে হিরণ চট্টোপাধ্যায় বলেন, "এরকম তো 2021 সাল থেকেই আপনারা আমাকে জিজ্ঞেস করছেন । পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গিয়েছে যে এখানে সততার সঙ্গে শিরদাঁড়া সোজা করে যে রাজনীতি করছে এবং অন্যান্য সেলিব্রিটিদের মতো নয় যে 2 মে পরাজিত হলাম আর তারপরেই সব বিজেপি ছেড়ে চলে গেলাম ।’’
এখানেই না থেমে তাঁর সংযোজন, ‘‘আমরা কখনও ময়দান ছেড়ে পালাই না । যে পশ্চিমবঙ্গের এরকম দুরবস্থা হয়েছে চারিদিকে চোর ডাকাতদের দলে ভরে গিয়েছে । আমি আর এখন অভিনয় করি না ৷ আমার স্ত্রী চাকরি করতেন, সেই চাকরিও ছিনিয়ে নেওয়া হয়েছে ৷ তাই বিধায়কের বেতন আর কিছু কিছু অ্যালাউন্সে সংসার চলে । রাজ্য সরকার পেট্রল, ডিজেলের জিএসটি (GST) বসাচ্ছে না ৷ পেট্রোলের দাম এত বেড়ে গিয়েছে ৷ তাই খড়গপুর থেকে গাড়ি করে যাতায়াত করতে আমার খুব সমস্যা হয় ৷ সেজন্য আমি এখন গাড়ি না নিয়ে ট্রেনে করে যাতায়াত করি ।"
তিনি আরও বলেন, "লোকে এখন আমাদের দেখলে চোর বলে । রাস্তাঘাটের সবাই আমাদের চোর চোর বলে । তৃণমূল কংগ্রেসের এখনও অনেক সৎ নেতারা রয়েছেন যাঁরা সৎভাবে রাজনীতিটা করতে চান । পশ্চিমবঙ্গে এখনও অনেক মানুষ আছেন, যাঁরা রাজনীতি করেন না, যাঁরা আগামী প্রজন্মকে ভালোবাসে তাঁদের যাতে উন্নতি হয়, সেটা নিয়ে ভাবিত । তাই তাঁরাও চান একমাত্র বিজেপি সরকার ক্ষমতায় এলে এমনটা হবে ।"
আরও পড়ুন: পদ্ম ছেড়ে ফের ঘাসফুলে হিরণ ! তৃণমূল নেতার সঙ্গে ছবি ঘিরে জল্পনা