ETV Bharat / state

সিএএ লাগু হচ্ছেই, গানে গানে মমতাকে আক্রমণ বিজেপি বিধায়কের - Mamata Banerjee

BJP MLA Asim Sarkar slams Mamata Banerjee: বিজেপি বিধায়কের কণ্ঠে আরও একবার কবিগান শোনা গেল বিধানসভায়। পাশাপাশি এদিন অসীম সরকার এও জানিয়ে দিয়েছেন, নাগরিকত্ব সংশোধনী আইনে কোথাও মুসলিমদের বিরুদ্ধে একটি শব্দ লেখা নেই। তবে ভোটের আগেই নাগরিকত্ব সংশোধনী আইন লাগু হচ্ছে বলে জোড়ালো সওয়াল করেন তিনি ।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 3, 2024, 4:39 PM IST

Updated : Jan 3, 2024, 5:08 PM IST

মমতাকে আক্রমণ বিধায়ক অসীম সরকারের

কলকাতা, 3 জানুয়ারি: সিএএ (নাগরিকত্ব সংশোধনী আইন) লাগু হচ্ছেই । এই মর্মে দিল্লির আশ্বাসের পর বিধানসভায় এসে বিষয়টি নিয়ে গান গাইলেন বিজেপি বিধায়ক অসীম সরকার। বুধবার স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিয়েছেন, বাংলায় সিএএ হবেই। শুধু তাই নয়, এদিন তিনি বলেন, "লোকসভা নির্বাচনের আগে সিএএ লাগু হচ্ছেই, এটা জেনে রাখুন।"

একই সঙ্গে, এদিন বিজেপি বিধায়কের কণ্ঠে আরও একবার কবি গান শোনা গেল বিধানসভায়। পাশাপাশি এদিন তিনি এও জানিয়ে দিয়েছেন, নাগরিকত্ব সংশোধনী আইনে কোথাও মুসলিমদের বিরুদ্ধে একটি শব্দ লেখা নেই। তাঁর কথায়, "আইনে কোথাও এও বলা হয়নি যে, মুসলমান ভাইদের তাড়িয়ে দেওয়া হবে।" তাঁর কথায়, "সিএএ নাগরিকত্ব হরণ করার আইন নয়। এটা একমাত্র তাদের জন্যই যারা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন নাগরিকত্ব না পেয়ে । ধর্মীয় সংখ্যালঘুরে যারা পালিয়ে পালিয়ে এসেছেন ভারতবর্ষে, তারা পাসপোর্ট করে ফিরে যায়নি। সরকারকেও জানায়নি তাদের অধিকার আছে এখানে আসার। পৃথিবীর কোনও মুসলিম রাষ্ট্রে সম্প্রদায়ের মানুষদের স্বাধীনতা নিয়ে বসবাস করার অধিকার নেই। এখানে সবাইকে স্বাধীনভাবে বসবাসের অধিকার দিচ্ছে এই সিএএ। মূলত উদ্বাস্ত মানুষের অধিকারের জন্যই সিএএ লাগু হবে।"

এদিন কবিগানের মাধ্যমে বিজেপি বিধায়ক অসীম সরকার সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও আক্রমণ শানিয়েছেন। তিনি বলেন, "মুখ্যমন্ত্রী বলছেন, কি করি ! তাঁর ভাবনা বাংলাতে সিএএ লাগু হতেই দেব না। কেন্দ্রীয় সরকারের এটাই ক্ষমতা। রক্ষা করতে পারবেন না বাংলার মমতা। মমতা যদি তাকে বাধা দিতে চায়। উদ্বাস্তুরা ক্ষেপে উঠবে সোনার এই বাংলায়। সবাই বলবেন, তারাও, আবার চোরদের তারাও। সিএএ এল আর সবাইকে মুক্তি দিয়ে দাও।"

এর আগে দু'দফায় কলকাতা সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট জানিয়েছিলেন, সিএএ লাগু হবেই । এরপর কেন্দ্রের তরফে জানা যায়, লোকসভা ভোটের আগেই দেশে সিএএ আইন লাগু হবে । যা নিয়ে ফের একবার তড়জায় জড়িয়েছে বিজেপি-তৃণমূল দু'পক্ষই ।

আরও পড়ুন

  1. তদন্তে ক্ষুব্ধ হাইকোর্ট, ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে তীব্র ভর্ৎসনা
  2. মহুয়া নজরদারি চালাচ্ছেন, 'যুদ্ধ বিপজ্জনক হলেও মাথা নোয়াব না', মন্তব্য প্রাক্তন প্রেমিক জয়ের
  3. দিল্লি আবগারি দুর্নীতি মামলায় তৃতীয়বার ইডি-র হাজির এড়ালেন কেজরিওয়াল

মমতাকে আক্রমণ বিধায়ক অসীম সরকারের

কলকাতা, 3 জানুয়ারি: সিএএ (নাগরিকত্ব সংশোধনী আইন) লাগু হচ্ছেই । এই মর্মে দিল্লির আশ্বাসের পর বিধানসভায় এসে বিষয়টি নিয়ে গান গাইলেন বিজেপি বিধায়ক অসীম সরকার। বুধবার স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিয়েছেন, বাংলায় সিএএ হবেই। শুধু তাই নয়, এদিন তিনি বলেন, "লোকসভা নির্বাচনের আগে সিএএ লাগু হচ্ছেই, এটা জেনে রাখুন।"

একই সঙ্গে, এদিন বিজেপি বিধায়কের কণ্ঠে আরও একবার কবি গান শোনা গেল বিধানসভায়। পাশাপাশি এদিন তিনি এও জানিয়ে দিয়েছেন, নাগরিকত্ব সংশোধনী আইনে কোথাও মুসলিমদের বিরুদ্ধে একটি শব্দ লেখা নেই। তাঁর কথায়, "আইনে কোথাও এও বলা হয়নি যে, মুসলমান ভাইদের তাড়িয়ে দেওয়া হবে।" তাঁর কথায়, "সিএএ নাগরিকত্ব হরণ করার আইন নয়। এটা একমাত্র তাদের জন্যই যারা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন নাগরিকত্ব না পেয়ে । ধর্মীয় সংখ্যালঘুরে যারা পালিয়ে পালিয়ে এসেছেন ভারতবর্ষে, তারা পাসপোর্ট করে ফিরে যায়নি। সরকারকেও জানায়নি তাদের অধিকার আছে এখানে আসার। পৃথিবীর কোনও মুসলিম রাষ্ট্রে সম্প্রদায়ের মানুষদের স্বাধীনতা নিয়ে বসবাস করার অধিকার নেই। এখানে সবাইকে স্বাধীনভাবে বসবাসের অধিকার দিচ্ছে এই সিএএ। মূলত উদ্বাস্ত মানুষের অধিকারের জন্যই সিএএ লাগু হবে।"

এদিন কবিগানের মাধ্যমে বিজেপি বিধায়ক অসীম সরকার সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও আক্রমণ শানিয়েছেন। তিনি বলেন, "মুখ্যমন্ত্রী বলছেন, কি করি ! তাঁর ভাবনা বাংলাতে সিএএ লাগু হতেই দেব না। কেন্দ্রীয় সরকারের এটাই ক্ষমতা। রক্ষা করতে পারবেন না বাংলার মমতা। মমতা যদি তাকে বাধা দিতে চায়। উদ্বাস্তুরা ক্ষেপে উঠবে সোনার এই বাংলায়। সবাই বলবেন, তারাও, আবার চোরদের তারাও। সিএএ এল আর সবাইকে মুক্তি দিয়ে দাও।"

এর আগে দু'দফায় কলকাতা সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট জানিয়েছিলেন, সিএএ লাগু হবেই । এরপর কেন্দ্রের তরফে জানা যায়, লোকসভা ভোটের আগেই দেশে সিএএ আইন লাগু হবে । যা নিয়ে ফের একবার তড়জায় জড়িয়েছে বিজেপি-তৃণমূল দু'পক্ষই ।

আরও পড়ুন

  1. তদন্তে ক্ষুব্ধ হাইকোর্ট, ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে তীব্র ভর্ৎসনা
  2. মহুয়া নজরদারি চালাচ্ছেন, 'যুদ্ধ বিপজ্জনক হলেও মাথা নোয়াব না', মন্তব্য প্রাক্তন প্রেমিক জয়ের
  3. দিল্লি আবগারি দুর্নীতি মামলায় তৃতীয়বার ইডি-র হাজির এড়ালেন কেজরিওয়াল
Last Updated : Jan 3, 2024, 5:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.