কলকাতা, 21 নভেম্বর: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উদ্দেশ্য (Droupadi Murmu) রাজ্যের মন্ত্রী অখিল গিরির কুরুচিকর মন্তব্যের (Akhil Giris Comment on President) প্রতিবাদে বঙ্গ বিজেপির মহিলা মোর্চার তরফে মহামিছিল (BJP Mahila Morcha Protest Rally) ৷ কলেজ স্কোয়ার থেকে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিল বিজেপি মহিলা মোর্চার ৷ আজ এই মহামিছিলে বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী তনুজা চক্রবর্তী নেতৃত্ব দেন ৷ সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, সাংসদ লকেট চট্টোপাধ্যায়-সহ রাজ্য বিজেপির শীর্ষনেতারা ৷
প্রসঙ্গত, নভেম্বরের শুরুতে রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরি রাষ্ট্রপতির রূপ নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে ৷ যার পরেই রাজ্যের প্রধান বিরোধীদল বিজেপি-সহ অন্যান্য রাজনৈতিকরাও প্রতিমন্ত্রীর সমালোচনায় সরব হন ৷ বিশেষত, বিজেপির তরফে দেশের সাংবিধানিক প্রধানকে অবমাননার অভিযোগে অখিল গিরি এবং তৃণমূলের বিরুদ্ধে পথে নামা হয় ৷ চাপের মুখে রাষ্ট্রপতিকে চিঠি লিখে ক্ষমাও চান অখিল গিরি ৷ সাংসদ লকেট চট্টোপাধ্যায় তাঁর বিরুদ্ধে এফআইআর করেন ৷ এমনকি বিষয়টি আদালতেও যায় ৷
এই পরিস্থিতিতে গত সপ্তাহে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা চান ৷ জানান, রাষ্ট্রপতিকে নিয়ে এমন মন্তব্য তিনি বা তাঁর দল সমর্থন করেন না ৷ এমনকি তৃণমূলের তরফে অখিল গিরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান মমতা ৷ তার পরেই বিষয়টি নিয়ে কিছুটা হলেও শাসকদলকে আক্রমণ বন্ধ করে বিরোধীরা ৷ তবে, রাষ্ট্রপতি সর্বপরী একজন মহিলাকে কুুরুচিকর মন্তব্যের প্রতিবাদে এবার সরব হয়েছে রাজ্য বিজেপির মহিলা মোর্চা ৷
আরও পড়ুন: রাষ্ট্রপতিকে কুবাক্যের জের বিধানসভায়, মুলতুবি প্রস্তাব পেশ বিজেপির
অখিল গিরির বিরুদ্ধে বিজেপি মহিলা মোর্চার রাজ্য নেতৃত্ব কলেজ স্কোয়ার থেকে মিছিলের ডাক দিয়েছে ৷ আর সেই মিছিলে নেতৃত্ব দিচ্ছেন সংগঠনের রাজ্য সভানেত্রী তনুজা চক্রবর্তী ৷ এদিন বিধানসভাতেও শীতকালীন অধিবেশনে অখিল গিরিকে বরখাস্তের দাবি তুলেছেন বিরোধীদলের বিধায়করা ৷ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ছবি নিয়ে বিধানসভায় প্রতিবাদে সামিল হন বিজেপির প্রতিনিধিরা ৷ যার নেতৃত্ব দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷