ETV Bharat / state

রোড শো-তে তৃণমূলের গুন্ডা পেটাতে আনবেন ৮ ফুটের ডান্ডা : বার্তা দিয়েছিলেন BJP নেতা - kolkata

"অমিত শাহর রোড শোতে ঝামেলা হতে পারে । আমাদেরও ঝামেলা করতে হবে । কীভাবে করবেন জানি না । কিন্তু ঝামেলা করতে হবে । ৮ ফুটের ডান্ডা নিয়ে পুলিশ ও তৃণমূলের গুন্ডাদের সঙ্গে আমাদের লড়াই করতে হবে ।"

রাকেশ সিং
author img

By

Published : May 15, 2019, 5:13 PM IST

Updated : May 15, 2019, 5:31 PM IST

কলকাতা, ১৫ মে : অমিত শাহর রোড় শো-তে হামলা কি পূর্ব পরিকল্পিত ? হামলার ছক কি আগেই কষেছিল দুষ্কৃতীরা ? গতকাল কলকাতায় অমিত শাহর রোড শো-তে গোলমাল হওয়ার পর একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেটিতে দেখা যাচ্ছে, একটি হোয়াটস্যাপ গ্রুপে BJP-র রাজ্য নেতা রাকেশ সিং আশঙ্কা প্রকাশ করে বলছেন, অমিত শাহর রোড শো-তে ঝামেলা হতে পারে। তাই গ্রুপের সদস্যদের যে কোনও পরিস্থিতির মোকাবিলা করার জন্য রোড শো-তে বাঁশের লাঠি নিয়ে আসতে হবে। নির্দেশ না মানলে সদস্যদের গ্রুপ থেকে বের করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে । তাহলে কি BJP নেতৃত্ব তাদের কর্মীদের দিয়ে হামলার পরিকল্পনা আগেই তৈরি করেছিল ? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে ।

ভিডিয়োয় শুনুন রাকেশ সিংয়ের বক্তব্য
"ফাটাফাটি" নামে একটি হোয়াটস্যাপ গ্রুপের অ্যাডমিন রাকেশ । সেই গ্রুপেই সোমবার না কি তিনি একটি ভিডিয়ো পোস্ট করেন । ভিডিয়োয় তাঁকে বলতে শোনা গেছে, " আমাদের হোয়াটস্যাপ গ্রুপ ফাটাফাটি । যাঁরা এই গ্রুপের সদস্য, তাঁরা জানেন কেন তাঁরা এই গ্রুপে রয়েছেন। আগামীকাল অমিত শাহ-র রোড শো । যাঁরা রোড শো-তে অংশগ্রহণ করবেন না, তাঁদের এই গ্রুপ থেকে বের করে দেওয়া হবে। রোড শো-তে ঝামেলা হতে পারে । সেক্ষেত্রে আমাদেরও ঝামেলা করতে হবে । সেটা কীভাবে করবেন জানি না, কিন্তু ঝামেলা করতে হবে । রোড শো-তে আপনারা ৮ ফুটের ডান্ডা নিয়ে আসবেন, কারণ আমাদের পুলিশ ও তৃণমূলের গুন্ডাদের সঙ্গে লড়াই করতে হবে । "

রাকেশ সিং ETV ভারতকে বলেন, "পুরো ভিডিয়োটি ২ মিনিট ৯ সেকেন্ডের ছিল । ওটা আমারই ভিডিয়ো । কিন্তু ওটাকে কেটে ছোটো করে ভাইরাল করা হয়েছে। আমার কাছে আগের দিন (রবিবার) তৃণমূলের প্রাক্তন MLA জানিয়েছিলেন কয়েকটা জায়গায় ঝামেলা হতে পারে । তাই আমি আমার কর্মীদের তৈরি থাকতে বলেছিলাম । "

কলকাতা, ১৫ মে : অমিত শাহর রোড় শো-তে হামলা কি পূর্ব পরিকল্পিত ? হামলার ছক কি আগেই কষেছিল দুষ্কৃতীরা ? গতকাল কলকাতায় অমিত শাহর রোড শো-তে গোলমাল হওয়ার পর একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেটিতে দেখা যাচ্ছে, একটি হোয়াটস্যাপ গ্রুপে BJP-র রাজ্য নেতা রাকেশ সিং আশঙ্কা প্রকাশ করে বলছেন, অমিত শাহর রোড শো-তে ঝামেলা হতে পারে। তাই গ্রুপের সদস্যদের যে কোনও পরিস্থিতির মোকাবিলা করার জন্য রোড শো-তে বাঁশের লাঠি নিয়ে আসতে হবে। নির্দেশ না মানলে সদস্যদের গ্রুপ থেকে বের করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে । তাহলে কি BJP নেতৃত্ব তাদের কর্মীদের দিয়ে হামলার পরিকল্পনা আগেই তৈরি করেছিল ? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে ।

ভিডিয়োয় শুনুন রাকেশ সিংয়ের বক্তব্য
"ফাটাফাটি" নামে একটি হোয়াটস্যাপ গ্রুপের অ্যাডমিন রাকেশ । সেই গ্রুপেই সোমবার না কি তিনি একটি ভিডিয়ো পোস্ট করেন । ভিডিয়োয় তাঁকে বলতে শোনা গেছে, " আমাদের হোয়াটস্যাপ গ্রুপ ফাটাফাটি । যাঁরা এই গ্রুপের সদস্য, তাঁরা জানেন কেন তাঁরা এই গ্রুপে রয়েছেন। আগামীকাল অমিত শাহ-র রোড শো । যাঁরা রোড শো-তে অংশগ্রহণ করবেন না, তাঁদের এই গ্রুপ থেকে বের করে দেওয়া হবে। রোড শো-তে ঝামেলা হতে পারে । সেক্ষেত্রে আমাদেরও ঝামেলা করতে হবে । সেটা কীভাবে করবেন জানি না, কিন্তু ঝামেলা করতে হবে । রোড শো-তে আপনারা ৮ ফুটের ডান্ডা নিয়ে আসবেন, কারণ আমাদের পুলিশ ও তৃণমূলের গুন্ডাদের সঙ্গে লড়াই করতে হবে । "

রাকেশ সিং ETV ভারতকে বলেন, "পুরো ভিডিয়োটি ২ মিনিট ৯ সেকেন্ডের ছিল । ওটা আমারই ভিডিয়ো । কিন্তু ওটাকে কেটে ছোটো করে ভাইরাল করা হয়েছে। আমার কাছে আগের দিন (রবিবার) তৃণমূলের প্রাক্তন MLA জানিয়েছিলেন কয়েকটা জায়গায় ঝামেলা হতে পারে । তাই আমি আমার কর্মীদের তৈরি থাকতে বলেছিলাম । "

sample description
Last Updated : May 15, 2019, 5:31 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.