ETV Bharat / state

Sidharth Nath Singh: তৃণমূল আমলে বাংলা দুর্নীতির রাজধানীতে পরিণত হয়েছে, কটাক্ষ সিদ্ধার্থনাথ সিংয়ের - তৃণমূলকে কটাক্ষ বিজেপির

কলকাতায় এসে দুর্নীতি ইস্যুতে রাজ্যের তৃণমূল সরকারের কড়া সমালোচনা করেন বিজেপি নেতা সিদ্ধার্থনাথ সিং ৷

ETV Bharat
সিদ্ধার্থনাথ সিং
author img

By

Published : Jun 7, 2023, 10:53 PM IST

সিদ্ধার্থনাথ সিংয়ের বক্তব্য

কলকাতা, 7 জুন: পশ্চিমবঙ্গকে দেশের দুর্নীতির রাজধানী বা কোরাপশন ক্যাপিটাল বলে কটাক্ষ করলেন বিজেপি নেতা তথা উত্তরপ্রদেশের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সিদ্ধার্থনাথ সিং। বর্তমানে রাজ্য সফরে রয়েছেন বিজেপির এই কেন্দ্রীয় নেতা ৷ বুধবার তিনি বঙ্গ বিজেপির দক্ষিণ কলকাতা শাখার অন্তর্গত যাদবপুর লোকসভা কেন্দ্র পরিদর্শন করেন ৷ এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একাধিক বিষয়ে রাজ্যের তৃণমূল সরকারের কড়া সমালোচনা করেন তিনি ৷ পাশাপাশি, কেন্দ্রে গত 9 বছরে নরেন্দ্র মোদি সরকারের নেতৃত্বাধীন সরকারের প্রশংসা করে এদিন সাফল্যের খতিয়ানও তুলে ধরেন তিনি ৷

এদিন রাজ্য সরকারের সমালোচনা করে সিদ্ধার্থনাথ সিং জানান, বাংলা এখন দুর্নীতির রাজধানী হয়ে উঠেছে ৷ ছোট, বড় সমস্ত সরকারি দফতরের প্রতিটি ড্রয়ার দুর্নীতির সাক্ষ্য বহন করছে । নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে কয়লা, গরু, মিডডে মিল, বেআিনি খাদান, লটারি সবেতেই দুর্নীতি ৷ এদিন তিনি আরও বলেন,"একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অর্থ এবং বিভিন্ন জনমুখী প্রকল্পের মাধ্যমে বাংলার মানুষকে সাহায্য করার চেষ্টা করছেন ৷ অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শুধুই দুর্নীতি করে যাচ্ছে ৷ তৃণমূল নেত্রী এবং বাকি সবাই দুর্নীতিতে নিমজ্জিত । চারদিকে শুধুই দুর্নীতি । এটা কি রাজনীতি হয়েছে নাকি টাকা তৈরির ব্যবস্থা চলছে ।"

বালাসোর ট্রেন দুর্ঘটনা প্রসঙ্গে এদিন সিদ্ধার্থ নাথ সিং জানান, সিবিআইকে তদন্তভার দেওয়া হয়েছে ৷ কেন্দ্রীয় এই এজেন্সিকে তাদের মতো করে তদন্ত করতে দেওয়া উচিত ৷ তদন্ত আগে শেষ হোক ৷ উল্লেখ্য, গত শুক্রবার ওড়িশার বালাসোরের কাছে সংঘর্ষ ঘটে তিন ট্রেনের মধ্যে ৷ দুর্ঘটনার কবলে পড়ে আপ করমণ্ডল এক্সপ্রেস, ডাউন যশবন্তপুর এক্সপ্রেস ও একটি মালগাড়ি ৷ মৃত্যু হয় 278 জনের ৷

আরও পড়ুন: মমতা গরিব মানুষের পাশে দাঁড়ানোতেই গাত্রদাহ শুভেন্দুর, কটাক্ষ জয়প্রকাশের

এরাজ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রসঙ্গে তিনি জানান, বিজেপি একটি ক্যাডারভিত্তিক রাজনৈতিক দল । এই দলটি তাই একসঙ্গে এবং সঙ্গবদ্ধ হয়েই কাজ করে । দলের নেতাদের মধ্যে কোনও সমস্যা নেই ৷

সিদ্ধার্থনাথ সিংয়ের বক্তব্য

কলকাতা, 7 জুন: পশ্চিমবঙ্গকে দেশের দুর্নীতির রাজধানী বা কোরাপশন ক্যাপিটাল বলে কটাক্ষ করলেন বিজেপি নেতা তথা উত্তরপ্রদেশের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সিদ্ধার্থনাথ সিং। বর্তমানে রাজ্য সফরে রয়েছেন বিজেপির এই কেন্দ্রীয় নেতা ৷ বুধবার তিনি বঙ্গ বিজেপির দক্ষিণ কলকাতা শাখার অন্তর্গত যাদবপুর লোকসভা কেন্দ্র পরিদর্শন করেন ৷ এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একাধিক বিষয়ে রাজ্যের তৃণমূল সরকারের কড়া সমালোচনা করেন তিনি ৷ পাশাপাশি, কেন্দ্রে গত 9 বছরে নরেন্দ্র মোদি সরকারের নেতৃত্বাধীন সরকারের প্রশংসা করে এদিন সাফল্যের খতিয়ানও তুলে ধরেন তিনি ৷

এদিন রাজ্য সরকারের সমালোচনা করে সিদ্ধার্থনাথ সিং জানান, বাংলা এখন দুর্নীতির রাজধানী হয়ে উঠেছে ৷ ছোট, বড় সমস্ত সরকারি দফতরের প্রতিটি ড্রয়ার দুর্নীতির সাক্ষ্য বহন করছে । নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে কয়লা, গরু, মিডডে মিল, বেআিনি খাদান, লটারি সবেতেই দুর্নীতি ৷ এদিন তিনি আরও বলেন,"একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অর্থ এবং বিভিন্ন জনমুখী প্রকল্পের মাধ্যমে বাংলার মানুষকে সাহায্য করার চেষ্টা করছেন ৷ অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শুধুই দুর্নীতি করে যাচ্ছে ৷ তৃণমূল নেত্রী এবং বাকি সবাই দুর্নীতিতে নিমজ্জিত । চারদিকে শুধুই দুর্নীতি । এটা কি রাজনীতি হয়েছে নাকি টাকা তৈরির ব্যবস্থা চলছে ।"

বালাসোর ট্রেন দুর্ঘটনা প্রসঙ্গে এদিন সিদ্ধার্থ নাথ সিং জানান, সিবিআইকে তদন্তভার দেওয়া হয়েছে ৷ কেন্দ্রীয় এই এজেন্সিকে তাদের মতো করে তদন্ত করতে দেওয়া উচিত ৷ তদন্ত আগে শেষ হোক ৷ উল্লেখ্য, গত শুক্রবার ওড়িশার বালাসোরের কাছে সংঘর্ষ ঘটে তিন ট্রেনের মধ্যে ৷ দুর্ঘটনার কবলে পড়ে আপ করমণ্ডল এক্সপ্রেস, ডাউন যশবন্তপুর এক্সপ্রেস ও একটি মালগাড়ি ৷ মৃত্যু হয় 278 জনের ৷

আরও পড়ুন: মমতা গরিব মানুষের পাশে দাঁড়ানোতেই গাত্রদাহ শুভেন্দুর, কটাক্ষ জয়প্রকাশের

এরাজ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রসঙ্গে তিনি জানান, বিজেপি একটি ক্যাডারভিত্তিক রাজনৈতিক দল । এই দলটি তাই একসঙ্গে এবং সঙ্গবদ্ধ হয়েই কাজ করে । দলের নেতাদের মধ্যে কোনও সমস্যা নেই ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.