ETV Bharat / state

"ক্লাবকে টাকা দেওয়া বন্ধ করলেই পার্শ্বশিক্ষক সমস্যার সমাধান হবে", নিদান সায়ন্তনের - para teacher issue

ক্লাবগুলোকে টাকা দেওয়া বন্ধ করলেই পার্শ্বশিক্ষকদের সমস্যা মিটবে বলে মনে করছেন BJP নেতা সায়ন্তন বসু ৷ তিনি বলেন, "পশ্চিমবঙ্গে চূড়ান্ত অরাজকতা চলছে ৷ আমি শিক্ষক-শিক্ষিকাদের কাছে অনুরোধ করব, এই আন্দোলন তুলে নিন ৷ আলোচনা ও আন্দোলন পাশাপাশি চলুক ৷ রাজ্য সরকারকে বলব ইগো ছেড়ে আলোচনায় বসুন ৷"

sayantan basu
সায়ন্তন বসু
author img

By

Published : Nov 27, 2019, 10:57 PM IST

বিধাননগর, 27 নভেম্বর : ক্লাবগুলোকে টাকা দেওয়া বন্ধ করলেই পার্শ্ব শিক্ষকদের সমস্যা মিটবে বলে মনে করছেন BJP নেতা সায়ন্তন বসু ৷ আজ সল্টলেকে পার্শ্বশিক্ষকদের অনশনমঞ্চে এসে একথা বলেন তিনি ৷ একই সঙ্গে তিনি পার্শ্বশিক্ষকদের আন্দোলনকে সমর্থন জানালেও অনশন তুলে নিতে অনুরোধ করেন ৷

পার্শ্ব শিক্ষকদের অনশনের বিষয়ে সায়ন্তন বসু বলেন, "গতবার যখন এসেছিলাম, তখন আমি ভেবেছিলাম আর আসতে হবে না ৷ দু-চারদিনের মধ্যেই সমাধান মিলে যাবে ৷ কিন্তু, দুর্ভাগ্য সমাধান মিলছে না ৷ রাজ্য সরকার ইগো ধরে বসে আছে ৷ একজন শিক্ষিকাকেও আমরা হারিয়েছি ৷"

ভিডিয়োয় শুনুন সায়ন্তন বসুর বক্তব্য

তিনি আরও বলেন, "পশ্চিমবঙ্গে চূড়ান্ত অরাজকতা চলছে ৷ আমি শিক্ষক-শিক্ষিকাদের কাছে অনুরোধ করব, এই আন্দোলন তুলে নিন ৷ আলোচনা ও আন্দোলন পাশাপাশি চলুক ৷ রাজ্য সরকারকে বলব ইগো ছেড়ে আলোচনায় বসুন ৷ চার কোটি 60 লাখ টাকার বিষয় ৷ ক্লাবগুলোকে 2 লাখ টাকা করে দেওয়া বন্ধ করলেই সমাধান মিলে যাবে ৷ এটা মুখ্যমন্ত্রী শুনলেই হত ৷ ক্লাবগুলোকে টাকা দিচ্ছেন কেন ? মানবিক কারণে এই আন্দোলনকে সমর্থন করছি ৷ তবে, আমরা চাই না শিক্ষকরা আন্দোলনে, অনশনে বসুক ৷ শিক্ষকরা অনশনে বসলে সেটা জাতির পক্ষে লজ্জা ৷"

বিধাননগর, 27 নভেম্বর : ক্লাবগুলোকে টাকা দেওয়া বন্ধ করলেই পার্শ্ব শিক্ষকদের সমস্যা মিটবে বলে মনে করছেন BJP নেতা সায়ন্তন বসু ৷ আজ সল্টলেকে পার্শ্বশিক্ষকদের অনশনমঞ্চে এসে একথা বলেন তিনি ৷ একই সঙ্গে তিনি পার্শ্বশিক্ষকদের আন্দোলনকে সমর্থন জানালেও অনশন তুলে নিতে অনুরোধ করেন ৷

পার্শ্ব শিক্ষকদের অনশনের বিষয়ে সায়ন্তন বসু বলেন, "গতবার যখন এসেছিলাম, তখন আমি ভেবেছিলাম আর আসতে হবে না ৷ দু-চারদিনের মধ্যেই সমাধান মিলে যাবে ৷ কিন্তু, দুর্ভাগ্য সমাধান মিলছে না ৷ রাজ্য সরকার ইগো ধরে বসে আছে ৷ একজন শিক্ষিকাকেও আমরা হারিয়েছি ৷"

ভিডিয়োয় শুনুন সায়ন্তন বসুর বক্তব্য

তিনি আরও বলেন, "পশ্চিমবঙ্গে চূড়ান্ত অরাজকতা চলছে ৷ আমি শিক্ষক-শিক্ষিকাদের কাছে অনুরোধ করব, এই আন্দোলন তুলে নিন ৷ আলোচনা ও আন্দোলন পাশাপাশি চলুক ৷ রাজ্য সরকারকে বলব ইগো ছেড়ে আলোচনায় বসুন ৷ চার কোটি 60 লাখ টাকার বিষয় ৷ ক্লাবগুলোকে 2 লাখ টাকা করে দেওয়া বন্ধ করলেই সমাধান মিলে যাবে ৷ এটা মুখ্যমন্ত্রী শুনলেই হত ৷ ক্লাবগুলোকে টাকা দিচ্ছেন কেন ? মানবিক কারণে এই আন্দোলনকে সমর্থন করছি ৷ তবে, আমরা চাই না শিক্ষকরা আন্দোলনে, অনশনে বসুক ৷ শিক্ষকরা অনশনে বসলে সেটা জাতির পক্ষে লজ্জা ৷"

Intro:বিধাননগর, ২৭ নভেম্বর: রাজ্যসরকারের ক্লাবকে টাকা দিতে অসুবিধে হয় না। ক্লাবগুলোকে টাকা দেওয়া বন্ধ করলেই পার্শ্বশিকক্ষকদের সমস্যা মিটে যাবে। সল্টলেকে পার্শ্বশিক্ষকদের অনশনমঞ্চে এসে বুধবার একথা বলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। তবে একই সঙ্গে তিনি পার্শ্বশিক্ষকদের আন্দোলনকে সমর্থন জানালেও অনশন তুলে নিতে অনুরোধ করেন।Body:এদিন তিনি এবিষয়ে বলেন, ''গতবার যখন এসেছিলাম তখন আমি ভেবেছিলাম আর আসতে হবে না। দু'চারদিনের মধ্যে সমাধান মিলে যাবে। দুর্ভাগ্য সমাধান মিলছে না। রাজ্য সরকার ইগো ধরে বসে আছে। একজন শিক্ষিকাকে আমরা হারিয়েছি। পশ্চিমবঙ্গে চূড়ান্ত অরাজকতা চলছে। আমি সকলের কাছে অনুরোধ করব শিক্ষক-শিক্ষিকাদের বলবো এই অনশন তুলে নিন। আলোচনা ও আন্দোলন পাশাপাশি চলুক। রাজ্য সরকারকে বলব ইগো ছেড়ে আলোচনায় বসুন। ৪ কোটি ৬০ লক্ষ টাকার বিষয়। ক্লাবগুলোকে ২ লক্ষ টাকা করে দেওয়া বন্ধ করলেই সমাধান মিলে যাবে। এটা মুখ্যমন্ত্রী শুনলেই হত। ক্লাবগুলোকে টাকা দিচ্ছেন কেন। মানবিক কারণে এই আন্দোলনকে সমর্থন দিচ্ছি। তবে আমরা চাই না শিক্ষকরা আন্দোলনে অনশনে বসুক। শিক্ষকরা অনশনে বসলেন সেটা জাতির পক্ষে লজ্জা"।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.