কলকাতা, 6 ডিসেম্বর: গাঁজা পাচারে সাহায্য ও গাড়ি সরবরাহ করার অভিযোগে এবার বিজেপি'র প্রাক্তন মণ্ডল সভাপতি অষ্ট নস্করকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দা শাখা । হাওড়া সিটি পুলিশের সাহায্যে ওই বিজেপি নেতাকে গ্রেফতার করেছে লালবাজারের গোয়েন্দা বিভাগ । ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস (নারকোটিক্স ড্রাগ অ্যান্ড সাইকোট্রপিক সাবস্টেন্স অ্যাক্ট 1985) আইনে মামলা রুজু করা হয়েছে (BJP leader arrested for alleged link with cannabis smuggling ) ।
লালবাজার সূত্রে খবর, গাঁজা পাচার করার অভিযোগে কয়েকমাস আগে হাওড়া থেকে রফিক নামে এক যুবককে গ্রেফতার করেন লালবাজারের নারকোটিক্স সেলের গোয়েন্দারা । রফিককে জেরা করেই বিজেপি'র এই নেতার নাম উঠে আসে ৷ এরপরেই মঙ্গলবার কলকাতা পুলিশের নারকোটিক্স বিভাগের গোয়েন্দারা হাওড়ার ডোমজুড়ের প্রাক্তন বিজেপি মণ্ডলের সভাপতি অষ্ট নস্করকে গ্রেফতার করে (BJP Leader Arrested) ।
আরও পড়ুন: যাদবপুরের রসায়ন বিভাগের প্রধানকে হেনস্থা ! গঠিত 8 সদস্যের তদন্ত কমিটি
লালবাজার সূত্রে খবর, দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকায় এবং হাওড়ার শহর ও হাওড়া গ্রামীণ এলাকায় গাঁজা সরবরাহ করার অভিযোগ রয়েছে এই বিজেপি নেতার বিরুদ্ধে । গাঁজা সরবরাহ করার জন্য গাড়ি দিয়ে বিভিন্ন ডিলারকে সাহায্য করত এই ব্যক্তি ৷ মূলত কোন পথে এই রাজ্যে মাদক ঢুকছে এবং কারা কারা এর সঙ্গে জড়িত, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা (Kolkata Police arrests BJP leader) ৷