কলকাতা, 8 জুন : "তৃণমূল যদি বিজেপি কর্মীদের মারধর করে, আত্মরক্ষার জন্য পাল্টা মার দিন ।" তৃণমূল সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে এই পরামর্শ দিলেন ব্যারাকপুরের দাপুটে বিজেপি সাংসদ অর্জুন সিং । তাঁর মতে, কেন্দ্রীয় সরকারের আইন অনুযায়ী 356 ধারা প্রয়োগ করা উচিৎ ৷ নাহলে বাংলার মানুষ বাঁচবে না ৷
এদিন সংবাদমাধ্যমের সামনে অর্জুন সিং বলেন, "আমার নিজের আত্মরক্ষার জন্য যা করতে হয় করতে হবে । আমাকে যদি কেউ খুন করতে আসে বা আমার মাকে যদি কেউ ধর্ষণ করতে আসে তাহলে আমাকে পাল্টা মার দিতে হবে । ভারতীয় সংবিধান আমাকে এই অধিকার দিয়েছে । তা আমি না করতে পারি তাহলে আমি কাপুরুষ ৷ আমি যদি নিজে লড়াই করতে না পারি আমার সাংবিধানিক অধিকার রক্ষা করতে কেন্দ্রীয় সরকারকে আমার জন্য লড়াই করতে হবে ।"
বিজেপির তরফে দলীয় ভাবে আগামী দিনে তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে নামতে বিজেপি ধর্না কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে ৷ বিজেপির এই পরিকল্পনার পরও তাঁর এমন মন্তব্যের যুক্তি হিসাবে অর্জুন বলেন, "এটা আমাদের দলের রাজনৈতিক সিদ্ধান্ত । আমার নিজের আত্মরক্ষার একটা অধিকার আছে । রাজনৈতিক সিদ্ধান্ত আলাদা । আমার ঘরের কাউকে ধর্ষণ করলে আমি তখন রাজনৈতিক লড়াই করব ? এটা হয় না । এখানকার পুলিশ যদি কোনও ব্যবস্থা না নেয় তাহলে নিজেই আত্মরক্ষার ব্যবস্থা করতে হবে ৷"
আরও পড়ুন : বেসুরোদের বাগে আনতে শৃঙ্খলারক্ষা কমিটি গঠন রাজ্য বিজেপির