ETV Bharat / state

আত্মরক্ষায় পাল্টা মারের পরামর্শ অর্জুন সিংয়ের

শাসকদলের মার খেলে পাল্টা মার দিতে হবে ৷ পুলিশ কোনও ব্যবস্থা না নিলে নিজেদের আত্মরক্ষার ব্যবস্থা নিজেদেরই করতে হবে বলে স্পষ্ট জানালেন বিজেপির রাজ্য সহ-সভাপতি তথা সাংসদ অর্জুন সিং ৷ তৃণমূলের বিরুদ্ধে বিজেপির ধর্না কর্মসূচির কথা ঘোষণা করার পরও তাঁর এমন মন্তব্যের কারণ হিসাবে অর্জুন জানালেন, রাজনৈতিক সিদ্ধান্ত আর আত্মরক্ষার লড়াই এক নয় ৷

অর্জুন সিং
অর্জুন সিং
author img

By

Published : Jun 8, 2021, 8:52 PM IST

কলকাতা, 8 জুন : "তৃণমূল যদি বিজেপি কর্মীদের মারধর করে, আত্মরক্ষার জন্য পাল্টা মার দিন ।" তৃণমূল সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে এই পরামর্শ দিলেন ব্যারাকপুরের দাপুটে বিজেপি সাংসদ অর্জুন সিং । তাঁর মতে, কেন্দ্রীয় সরকারের আইন অনুযায়ী 356 ধারা প্রয়োগ করা উচিৎ ৷ নাহলে বাংলার মানুষ বাঁচবে না ৷

এদিন সংবাদমাধ্যমের সামনে অর্জুন সিং বলেন, "আমার নিজের আত্মরক্ষার জন্য যা করতে হয় করতে হবে । আমাকে যদি কেউ খুন করতে আসে বা আমার মাকে যদি কেউ ধর্ষণ করতে আসে তাহলে আমাকে পাল্টা মার দিতে হবে । ভারতীয় সংবিধান আমাকে এই অধিকার দিয়েছে । তা আমি না করতে পারি তাহলে আমি কাপুরুষ ৷ আমি যদি নিজে লড়াই করতে না পারি আমার সাংবিধানিক অধিকার রক্ষা করতে কেন্দ্রীয় সরকারকে আমার জন্য লড়াই করতে হবে ।"

আত্মরক্ষায় পাল্টা মারের পরামর্শ দিলেন বিজেপির রাজ্য সহ-সভাপতি অর্জুন সিং ৷

বিজেপির তরফে দলীয় ভাবে আগামী দিনে তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে নামতে বিজেপি ধর্না কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে ৷ বিজেপির এই পরিকল্পনার পরও তাঁর এমন মন্তব্যের যুক্তি হিসাবে অর্জুন বলেন, "এটা আমাদের দলের রাজনৈতিক সিদ্ধান্ত । আমার নিজের আত্মরক্ষার একটা অধিকার আছে । রাজনৈতিক সিদ্ধান্ত আলাদা । আমার ঘরের কাউকে ধর্ষণ করলে আমি তখন রাজনৈতিক লড়াই করব ? এটা হয় না । এখানকার পুলিশ যদি কোনও ব্যবস্থা না নেয় তাহলে নিজেই আত্মরক্ষার ব্যবস্থা করতে হবে ৷"

আরও পড়ুন : বেসুরোদের বাগে আনতে শৃঙ্খলারক্ষা কমিটি গঠন রাজ্য বিজেপির

কলকাতা, 8 জুন : "তৃণমূল যদি বিজেপি কর্মীদের মারধর করে, আত্মরক্ষার জন্য পাল্টা মার দিন ।" তৃণমূল সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে এই পরামর্শ দিলেন ব্যারাকপুরের দাপুটে বিজেপি সাংসদ অর্জুন সিং । তাঁর মতে, কেন্দ্রীয় সরকারের আইন অনুযায়ী 356 ধারা প্রয়োগ করা উচিৎ ৷ নাহলে বাংলার মানুষ বাঁচবে না ৷

এদিন সংবাদমাধ্যমের সামনে অর্জুন সিং বলেন, "আমার নিজের আত্মরক্ষার জন্য যা করতে হয় করতে হবে । আমাকে যদি কেউ খুন করতে আসে বা আমার মাকে যদি কেউ ধর্ষণ করতে আসে তাহলে আমাকে পাল্টা মার দিতে হবে । ভারতীয় সংবিধান আমাকে এই অধিকার দিয়েছে । তা আমি না করতে পারি তাহলে আমি কাপুরুষ ৷ আমি যদি নিজে লড়াই করতে না পারি আমার সাংবিধানিক অধিকার রক্ষা করতে কেন্দ্রীয় সরকারকে আমার জন্য লড়াই করতে হবে ।"

আত্মরক্ষায় পাল্টা মারের পরামর্শ দিলেন বিজেপির রাজ্য সহ-সভাপতি অর্জুন সিং ৷

বিজেপির তরফে দলীয় ভাবে আগামী দিনে তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে নামতে বিজেপি ধর্না কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে ৷ বিজেপির এই পরিকল্পনার পরও তাঁর এমন মন্তব্যের যুক্তি হিসাবে অর্জুন বলেন, "এটা আমাদের দলের রাজনৈতিক সিদ্ধান্ত । আমার নিজের আত্মরক্ষার একটা অধিকার আছে । রাজনৈতিক সিদ্ধান্ত আলাদা । আমার ঘরের কাউকে ধর্ষণ করলে আমি তখন রাজনৈতিক লড়াই করব ? এটা হয় না । এখানকার পুলিশ যদি কোনও ব্যবস্থা না নেয় তাহলে নিজেই আত্মরক্ষার ব্যবস্থা করতে হবে ৷"

আরও পড়ুন : বেসুরোদের বাগে আনতে শৃঙ্খলারক্ষা কমিটি গঠন রাজ্য বিজেপির

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.