কলকাতা, 18 নভেম্বর : লোকসভা আর বিধানসভা দু'টি সম্পূর্ণ পৃথক নির্বাচন ৷ 2019-এর লোকসভা নির্বাচনে 18টি আসন পাওয়ায় বিধানসভা নির্বাচনেও আসন পাওয়ার দিবাস্বপ্ন দেখছে BJP ৷ অত সহজ না ৷ বাংলা কারোর কাছে মাথা নত করে না, করবে না ৷ বাংলার মানুষ "গুজরাত মডেল" চান না ৷ আজ সাংবাদিক বৈঠকে এই ভাষাতেই BJP-কে পালটা জবাব দেন তৃণমূল নেতা সুখেন্দুশেখর রায় ৷ পাশাপাশি বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে বলে দাবি করেন তিনি৷
গতকাল দলের তরফে সাংবাদিক বৈঠক করেছিলেন তৃণমূলের অপর এক নেত্রী শশী পাঁজা ৷ আজ তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করেন সুখেন্দুশেখর রায়৷ সেখান থেকেই নাম না করে BJP-কে কড়া ভাষার আক্রমণ করেন ৷ বলেন,"রাজ্যে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে বহিরাগতরা ৷"
"গুজরাত মডেল" প্রসঙ্গে BJP-কে কটাক্ষ করেন সুখেন্দুশেখর ৷ 2019-20 আর্থিক বর্ষে বিভিন্ন খাতের পরিসংখ্যান নিয়ে বাংলার সঙ্গে গুজরাতের তুলনা করেন ৷ বলেন, 2019-20 আর্থিক বর্ষে বাংলায় স্বাস্থ্য, শিক্ষার উন্নতিকরণ হয়েছে ৷ রাজ্যে কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে ৷ এরপরই বিভিন্ন খাত ধরে ধরে বাংলা ও গুজরাতের তুলনা করেন ৷ তিনি দাবি করেন, বাংলায় 2019-20 আর্থিক বর্ষে MSME সংস্থা হয়েছে 88 লাখ, যেখানে গুজরাতে 33 লাখ। রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলিকে গতিশীল করা হয়েছে ৷ MGNREGA প্রকল্পে রাজ্যে 28 কোটি কর্মদিবস হয়েছে, কৃষিক্ষেত্রে 65 শতাংশ বাজেট বৃদ্ধি পেয়েছে বাংলায়। সেই তুলনায় অনেক পিছিয়ে গুজরাত ৷ জঙ্গলমহলে তৃণমূল শান্তি ফিরিয়েছে বলে দাবি করেন তিনি৷