ETV Bharat / state

Rajya Sabha Elections: রাজ্যসভার ভোটে বিজেপির এক ডামি প্রার্থীর মনোনয়ন জমা নিয়ে জল্পনা তুঙ্গে

আগামী 24 জুলাই রাজ্যসভার নির্বাচন ৷ পশ্চিমবঙ্গ থেকে ছ’জন সাংসদ রাজ্যসভায় যাবেন ৷ অঙ্কের হিসেবে তৃণমূলের পাঁচজন ও বিজেপির একজন ৷ বিজেপির তরফে অনন্ত মহারাজকে প্রার্থী করা হয়েছে ৷ সঙ্গে ডামি হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন রাজ্য সহ-সভাপতি রথীন্দ্রনাথ বোস ৷

Rajya Sabha Elections
Rajya Sabha Elections
author img

By

Published : Jul 13, 2023, 7:40 PM IST

কলকাতা, 13 জুলাই: 43 বছর আগে জন্ম হয়েছে ভারতীয় জনতা পার্টির । তবে আজ পর্যন্ত তাদের তরফ থেকে অন্তত পশ্চিমবঙ্গ থেকে বিধায়কদের সমর্থনে কেউ রাজ্যসভায় যাননি । 2023-এ রাজ্য বিজেপির হাতে সেই সুযোগ রয়েছে । প্রথম সুযোগেই তারা রাজ্যসভায় পাঠাতে চান গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অনন্ত মহারাজ, ওরফে নগেন রায়কে । বৃহস্পতিবার বিধানসভায় গিয়ে তিনি মনোনয়নও জমা দিয়েছেন ৷ সেই মনোনয়নে দলের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ একাধিক হেভিওয়েট নেতা ও বিধায়করা উপস্থিত ছিলেন ৷ কিন্তু তার পরও বিজেপির তরফে রাজ্য়সভায় আরও একটি মনোনয়ন জমা পড়েছে বলে খবর ৷

ফলে এই নিয়ে হইচই পড়েছে রাজ্য রাজনীতিতে ৷ কারণ, হিসেব মতো একজনই প্রার্থীকে জেতাতে পারবে বিজেপি ৷ তার পরও কেন ডামি প্রার্থী দেওয়া হল, সেই নিয়ে প্রশ্ন উঠেছে ৷ তবে এই নিয়ে মুখে কুলুপ এঁটেছেন বিজেপির রাজ্যস্তরের নেতারা ৷ গেরুয়া শিবিরের একটি সূত্র থেকে জানা গিয়েছে, ডামি প্রার্থী করা হয়েছে রথীন্দ্রনাথ বোসকে ৷ তিনি বিজেপির রাজ্য সহ-সভাপতি ৷ বৃহস্পতিবার মনোনয়নের শেষদিনে একেবারে শেষবেলায় তিনি মনোনয়ন জমা দেন ৷

বিজেপির একাংশের বক্তব্য, মূলত সাবধানতাবশতই এই ডামি প্রার্থীর মনোনয়ন দেওয়া হয়েছে । যদি কোনও কারণে অনন্ত মহারাজের মনোনয়ন বাতিল হয়, তাই আগাম এই ব্যবস্থা নেওয়া হল ৷ তাই স্ক্রুটনি পর্যন্ত হয়তো এই প্রার্থীর মনোনয়ন থাকবে । যদি দেখা যায় অনন্ত মহারাজের মনোনয়নের ক্ষেত্রে কোনও অসুবিধা নেই, সেক্ষেত্রে মনোনয়ন প্রত্যাহারের দিন নিজের প্রার্থিপদ তুলে নেবেন এই দ্বিতীয় প্রার্থী রথীন্দ্রনাথ বোস । এই নিয়ে প্রার্থী রথীন্দ্রনাথ বোস জানাচ্ছেন যে দলের তরফে তাঁকে মনোনয়ন জমা দিতে বলা হয়েছে ৷ তাই তিনি মনোনয়ন জমা দিয়েছেন ৷ দলের তরফে মনোনয়ন প্রত্যাহার করে নিতে বললে তুলে নেব ৷

আরও পড়ুন: গ্রেটার কোচবিহার প্রসঙ্গ এড়ালেন অনন্ত মহারাজ, পেশ করলেন মনোনয়ন

যদিও বিজেপির এই উদ্যোগে সতর্ক রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস । এ দিন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিধানসভায় শাসক দলের উপ মুখ্য সচেতক তাপস রায় বলেন, ‘‘আমরা নির্বাচনের জন্য তৈরি রয়েছি । আমাদের হাতে পাঁচ জন সাংসদকে (একটি আসনে উপনির্বাচন, ফলে সেখানে ভোটাভুটির প্রয়োজন হবে না) জিতিয়ে আনার মতো প্রয়োজনীয় বিধায়ক সংখ্যা রয়েছে । পঞ্চায়েত নির্বাচনের পর রাজ্যসভার নির্বাচনেও যদি ওরা হারের মুখ দেখতে চাই তাহলে হোক না ভোটাভুটি । যদিও সে সম্ভাবনা কম ।’’

কলকাতা, 13 জুলাই: 43 বছর আগে জন্ম হয়েছে ভারতীয় জনতা পার্টির । তবে আজ পর্যন্ত তাদের তরফ থেকে অন্তত পশ্চিমবঙ্গ থেকে বিধায়কদের সমর্থনে কেউ রাজ্যসভায় যাননি । 2023-এ রাজ্য বিজেপির হাতে সেই সুযোগ রয়েছে । প্রথম সুযোগেই তারা রাজ্যসভায় পাঠাতে চান গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অনন্ত মহারাজ, ওরফে নগেন রায়কে । বৃহস্পতিবার বিধানসভায় গিয়ে তিনি মনোনয়নও জমা দিয়েছেন ৷ সেই মনোনয়নে দলের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ একাধিক হেভিওয়েট নেতা ও বিধায়করা উপস্থিত ছিলেন ৷ কিন্তু তার পরও বিজেপির তরফে রাজ্য়সভায় আরও একটি মনোনয়ন জমা পড়েছে বলে খবর ৷

ফলে এই নিয়ে হইচই পড়েছে রাজ্য রাজনীতিতে ৷ কারণ, হিসেব মতো একজনই প্রার্থীকে জেতাতে পারবে বিজেপি ৷ তার পরও কেন ডামি প্রার্থী দেওয়া হল, সেই নিয়ে প্রশ্ন উঠেছে ৷ তবে এই নিয়ে মুখে কুলুপ এঁটেছেন বিজেপির রাজ্যস্তরের নেতারা ৷ গেরুয়া শিবিরের একটি সূত্র থেকে জানা গিয়েছে, ডামি প্রার্থী করা হয়েছে রথীন্দ্রনাথ বোসকে ৷ তিনি বিজেপির রাজ্য সহ-সভাপতি ৷ বৃহস্পতিবার মনোনয়নের শেষদিনে একেবারে শেষবেলায় তিনি মনোনয়ন জমা দেন ৷

বিজেপির একাংশের বক্তব্য, মূলত সাবধানতাবশতই এই ডামি প্রার্থীর মনোনয়ন দেওয়া হয়েছে । যদি কোনও কারণে অনন্ত মহারাজের মনোনয়ন বাতিল হয়, তাই আগাম এই ব্যবস্থা নেওয়া হল ৷ তাই স্ক্রুটনি পর্যন্ত হয়তো এই প্রার্থীর মনোনয়ন থাকবে । যদি দেখা যায় অনন্ত মহারাজের মনোনয়নের ক্ষেত্রে কোনও অসুবিধা নেই, সেক্ষেত্রে মনোনয়ন প্রত্যাহারের দিন নিজের প্রার্থিপদ তুলে নেবেন এই দ্বিতীয় প্রার্থী রথীন্দ্রনাথ বোস । এই নিয়ে প্রার্থী রথীন্দ্রনাথ বোস জানাচ্ছেন যে দলের তরফে তাঁকে মনোনয়ন জমা দিতে বলা হয়েছে ৷ তাই তিনি মনোনয়ন জমা দিয়েছেন ৷ দলের তরফে মনোনয়ন প্রত্যাহার করে নিতে বললে তুলে নেব ৷

আরও পড়ুন: গ্রেটার কোচবিহার প্রসঙ্গ এড়ালেন অনন্ত মহারাজ, পেশ করলেন মনোনয়ন

যদিও বিজেপির এই উদ্যোগে সতর্ক রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস । এ দিন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিধানসভায় শাসক দলের উপ মুখ্য সচেতক তাপস রায় বলেন, ‘‘আমরা নির্বাচনের জন্য তৈরি রয়েছি । আমাদের হাতে পাঁচ জন সাংসদকে (একটি আসনে উপনির্বাচন, ফলে সেখানে ভোটাভুটির প্রয়োজন হবে না) জিতিয়ে আনার মতো প্রয়োজনীয় বিধায়ক সংখ্যা রয়েছে । পঞ্চায়েত নির্বাচনের পর রাজ্যসভার নির্বাচনেও যদি ওরা হারের মুখ দেখতে চাই তাহলে হোক না ভোটাভুটি । যদিও সে সম্ভাবনা কম ।’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.