ETV Bharat / state

BJP Targets Sovandeb: গোর্খাদের নিয়ে শোভনদেবের মন্তব্যে উত্তাপ বিধানসভায়, বক্তব্য প্রত্যাহারের দাবি বিজেপির - গোর্খাদের নিয়ে শোভনদেবের মন্তব্য

গোর্খাদের নিয়ে শোভনদেব চট্টোপাধ্যায়ের মন্তব্যে (Sovandeb Chattopadhyay remarks) উত্তাপ ছড়াল রাজ্য বিধানসভায় ৷ তাঁর বক্তব্য প্রত্যাহারের দাবিতে সরব হয়েছে বিজেপি (BJP Targets Sovandeb)৷

Sovandeb Chattopadhyay ETV Bharat
শোভনদেব
author img

By

Published : Feb 21, 2023, 4:01 PM IST

Updated : Feb 21, 2023, 7:43 PM IST

বিধানসভায় বিক্ষোভ বিজেপির

কলকাতা, 21 ফেব্রুয়ারি: উত্তাপ যেন থামার নাম নেই । গতকালই পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chattopadhyay remarks) স্পষ্ট করে দিয়েছিলেন । ব্যক্তিগত কোনও বক্তব্য নয়, ইতিহাসকে উদ্ধৃত করছেন তিনি । এরপরও মঙ্গলবার রাজ্য বিধানসভায় (Chaos at Assembly) এই নিয়ে বিক্ষোভ দেখাল বিজেপি পরিষদীয় দল । শুধু তাই নয়, এই ঘটনায় বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গা তো বলেই দিলেন, গতকাল মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের কথা থেকেই স্পষ্ট, পাহাড়ের গোর্খা এবং আদিবাসী ভাই-বোনেদের সম্পর্কে সরকার তথা শাসকপক্ষের মনোভাব কী (BJP demands withdrawal of Sovandeb remarks)।

কী বলেছিলেন শোভনদেব ? প্রসঙ্গত ঘটনার সূত্রপাত গতকাল বাংলা ভাগ নিয়ে আলোচনার সময় । শাসক পক্ষের হয়ে বক্তব্য রাখতে উঠে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেছিলেন, ভুটান, দার্জিলিং ছিল ব্রিটিশ অধিকৃত রাজ্য । 1835 সালে সিকিমের রাজা ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংঙ্ককে দার্জিলিং উপহার দিয়েছিলেন । তখন দার্জিলিং একটা গ্রাম মাত্র ছিল । ভারতের তরাই, ডুয়ার্স এবং দার্জিলিংকে চা বাগানে পরিণত করতে গিয়ে বিভিন্ন জাতি উপজাতি এখানে এসেছেন । এই সময় সিকিম ও দার্জিলিং দখল করে নেয় নেপাল । এখান থেকেই শুরু হয় নেপালি অথবা গোর্খা যোগাযোগ ।

মন্ত্রীকে পালটা শুভেন্দুর: শোভনদেব আরও বলেন, "এই মুহূর্তে উত্তরবঙ্গে লেপচা, মগর, লিম্বু-সহ 22টি উপজাতি আছে । আপনারা শুধু গোর্খাতে কনসেনট্রেট করছেন ৷ বাকি উপজাতিদের কথা কেন বলছেন না !" এরপর এই নিয়ে বিধানসভায় মন্ত্রীকে পালটা আক্রমণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি বলেন, "আমি মাননীয় বর্ষীয়ান সদস্য শোভনদেব চট্টোপাধ্যায়কে বলব, দুটো কথাতে আমরা আহত হয়েছি । আপনি গোর্খাদের বহিরাগত বলছেন । আপনি পারেন না এ কথা বলতে ।"

আরও পড়ুন: গোর্খাল্যান্ড ইস্যুতে পাহাড় জ্বলতে দেবেন না, গোর্খা-সহ বিরোধীদের হুঁশিয়ারি অনিত থাপার

শোভনদেবের মন্তব্য গ্রহণযোগ্য নয় বলে তোপ শুভেন্দুর: শুভেন্দু বলেন, "ইতিহাস অনেকে অনেক রকম ভাবে লিখে গিয়েছেন । আপনার যেটা পছন্দ হবে সেটা তুলে ধরে আপনি গোর্খাকে বলবেন বহিরাগত, আপনি সাঁওতাল, ওঁরাও মুন্ডা-এদের বলবেন পরিযায়ী । আপনার কাছে অনুরোধ, এই ধরনের স্পর্শকাতর বিষয়ে আপনি বলবেন না ।" শুভেন্দুর দাবি, গোর্খা এবং জনজাতিরা মূলবাসী । এরাই প্রকৃত ভূমিপুত্র । এদের সম্পর্কে এই ধরনের একজন প্রাজ্ঞ বিধায়কের এমন মন্তব্য গ্রহণযোগ্য নয় বলে তোপ দাগেন শুভেন্দু ।

এই ইস্যুতে আজও সুর চড়াল বিজেপি: প্রসঙ্গত, সোমবার রাতেই জানতে পারা যায়, বিষয়টি নিয়ে বৃহত্তর আন্দোলনে নামতে চলেছে রাজ্য বিজেপি । কিন্তু এ দিন এই নিয়েই বিধানসভার অন্দরে বিক্ষোভ দেখাল তারা ।

বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গা এ প্রসঙ্গে বলেছেন, গতকাল বিধানসভার ভিতরে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন আদিবাসীরা পরিযায়ী এবং গোর্খারা বহিরাগত। তাঁর এই কথা রেকর্ড হয়ে গিয়েছে ৷ এই শব্দগুলো তাঁকে প্রত্যাহার করতে হবে বলে দাবি তোলেন মনোজ টিগ্গা । তাঁর হুঁশিয়ারি, আদিবাসী এবং গোর্খাদের সামনে ক্ষমা চাইতে হবে শোভনদেব চট্টোপাধ্য়ায়কে । না হলে আগামী দিনে এই নিয়ে আরও জোরদার আন্দোলন করবে বিজেপি ।

বিধানসভায় বিক্ষোভ বিজেপির

কলকাতা, 21 ফেব্রুয়ারি: উত্তাপ যেন থামার নাম নেই । গতকালই পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chattopadhyay remarks) স্পষ্ট করে দিয়েছিলেন । ব্যক্তিগত কোনও বক্তব্য নয়, ইতিহাসকে উদ্ধৃত করছেন তিনি । এরপরও মঙ্গলবার রাজ্য বিধানসভায় (Chaos at Assembly) এই নিয়ে বিক্ষোভ দেখাল বিজেপি পরিষদীয় দল । শুধু তাই নয়, এই ঘটনায় বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গা তো বলেই দিলেন, গতকাল মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের কথা থেকেই স্পষ্ট, পাহাড়ের গোর্খা এবং আদিবাসী ভাই-বোনেদের সম্পর্কে সরকার তথা শাসকপক্ষের মনোভাব কী (BJP demands withdrawal of Sovandeb remarks)।

কী বলেছিলেন শোভনদেব ? প্রসঙ্গত ঘটনার সূত্রপাত গতকাল বাংলা ভাগ নিয়ে আলোচনার সময় । শাসক পক্ষের হয়ে বক্তব্য রাখতে উঠে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেছিলেন, ভুটান, দার্জিলিং ছিল ব্রিটিশ অধিকৃত রাজ্য । 1835 সালে সিকিমের রাজা ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংঙ্ককে দার্জিলিং উপহার দিয়েছিলেন । তখন দার্জিলিং একটা গ্রাম মাত্র ছিল । ভারতের তরাই, ডুয়ার্স এবং দার্জিলিংকে চা বাগানে পরিণত করতে গিয়ে বিভিন্ন জাতি উপজাতি এখানে এসেছেন । এই সময় সিকিম ও দার্জিলিং দখল করে নেয় নেপাল । এখান থেকেই শুরু হয় নেপালি অথবা গোর্খা যোগাযোগ ।

মন্ত্রীকে পালটা শুভেন্দুর: শোভনদেব আরও বলেন, "এই মুহূর্তে উত্তরবঙ্গে লেপচা, মগর, লিম্বু-সহ 22টি উপজাতি আছে । আপনারা শুধু গোর্খাতে কনসেনট্রেট করছেন ৷ বাকি উপজাতিদের কথা কেন বলছেন না !" এরপর এই নিয়ে বিধানসভায় মন্ত্রীকে পালটা আক্রমণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি বলেন, "আমি মাননীয় বর্ষীয়ান সদস্য শোভনদেব চট্টোপাধ্যায়কে বলব, দুটো কথাতে আমরা আহত হয়েছি । আপনি গোর্খাদের বহিরাগত বলছেন । আপনি পারেন না এ কথা বলতে ।"

আরও পড়ুন: গোর্খাল্যান্ড ইস্যুতে পাহাড় জ্বলতে দেবেন না, গোর্খা-সহ বিরোধীদের হুঁশিয়ারি অনিত থাপার

শোভনদেবের মন্তব্য গ্রহণযোগ্য নয় বলে তোপ শুভেন্দুর: শুভেন্দু বলেন, "ইতিহাস অনেকে অনেক রকম ভাবে লিখে গিয়েছেন । আপনার যেটা পছন্দ হবে সেটা তুলে ধরে আপনি গোর্খাকে বলবেন বহিরাগত, আপনি সাঁওতাল, ওঁরাও মুন্ডা-এদের বলবেন পরিযায়ী । আপনার কাছে অনুরোধ, এই ধরনের স্পর্শকাতর বিষয়ে আপনি বলবেন না ।" শুভেন্দুর দাবি, গোর্খা এবং জনজাতিরা মূলবাসী । এরাই প্রকৃত ভূমিপুত্র । এদের সম্পর্কে এই ধরনের একজন প্রাজ্ঞ বিধায়কের এমন মন্তব্য গ্রহণযোগ্য নয় বলে তোপ দাগেন শুভেন্দু ।

এই ইস্যুতে আজও সুর চড়াল বিজেপি: প্রসঙ্গত, সোমবার রাতেই জানতে পারা যায়, বিষয়টি নিয়ে বৃহত্তর আন্দোলনে নামতে চলেছে রাজ্য বিজেপি । কিন্তু এ দিন এই নিয়েই বিধানসভার অন্দরে বিক্ষোভ দেখাল তারা ।

বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গা এ প্রসঙ্গে বলেছেন, গতকাল বিধানসভার ভিতরে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন আদিবাসীরা পরিযায়ী এবং গোর্খারা বহিরাগত। তাঁর এই কথা রেকর্ড হয়ে গিয়েছে ৷ এই শব্দগুলো তাঁকে প্রত্যাহার করতে হবে বলে দাবি তোলেন মনোজ টিগ্গা । তাঁর হুঁশিয়ারি, আদিবাসী এবং গোর্খাদের সামনে ক্ষমা চাইতে হবে শোভনদেব চট্টোপাধ্য়ায়কে । না হলে আগামী দিনে এই নিয়ে আরও জোরদার আন্দোলন করবে বিজেপি ।

Last Updated : Feb 21, 2023, 7:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.