ETV Bharat / state

BJP Demands Adjournment Motion: বিজেপির মুলতুবি প্রস্তাব খারিজ, রাষ্ট্রপতিকে কুবাক্য নিয়ে হট্টগোল বিধানসভায় - মুলতুবি প্রস্তাব বিজেপি

রাষ্ট্রপতিকে (Akhil Giri remarks on President) নিয়ে অখিল গিরির (Akhil Giri) কুবাক্যের জের গড়াল বিধানসভায় ৷ আজ বিধানসভার শীতকালীন অধিবেশনে মুলতুবি প্রস্তাব আনার (BJP Demands Adjournment Motion) দাবি জানায় বিজেপি ৷ তবে সেই প্রস্তাব খারিজ হয়ে যায় ৷

BJP demands adjournment motion in assembly over Akhil Giri remarks on President
রাষ্ট্রপতিকে কুবাক্যের জের বিধানসভায়, মুলতুবি প্রস্তাব পেশ বিজেপির
author img

By

Published : Nov 21, 2022, 11:55 AM IST

Updated : Nov 21, 2022, 12:33 PM IST

কলকাতা, 21 নভেম্বর: রাষ্ট্রপতিকে (Akhil Giri remarks on President) নিয়ে অখিল গিরির (Akhil Giri) মন্তব্যের জের এ বার গড়াল বিধানসভাতে ৷ কারা প্রতিমন্ত্রী রাষ্ট্রপতিকে অপমান করেছেন - এই অভিযোগে বিধানসভায় মুলতুবি প্রস্তাব (BJP Demands Adjournment Motion) আনার দাবি জানায় বিজেপি পরিষদীয় দল । তবে সেই প্রস্তাব খারিজ হয়ে যেতেই তুমুল হই-হট্টগোল শুরু করেন বিজেপি বিধায়করা ৷

ওই মন্তব্যের প্রতিবাদস্বরূপ সোমবার বিশেষ পোশাকে বিধানসভায় উপস্থিত হন বিজেপি বিধায়করা । তাঁদের পোশাকে রয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ছবি । গলায় আদিবাসীদের বিশেষ উত্তরীয় । এই ইস্যুকে এ বার বিধানসভার (Assembly News) অন্দরে তুলে আনতে তৎপর রাজ্যের বিরোধী দল ।

এ দিন শীতকালীন অধিবেশনের শুরুতেই সরকারের উপর চাপ তৈরি করতে চাইছে বিরোধী শিবির । সকালে বিধানসভায় বিজেপি পরিষদীয় দলের বৈঠক ছিল । সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় বিধানসভার অন্দরে তাঁরা রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরির পদত্যাগের দাবিতে সরব হবেন । সেই দাবি মানা না হলে বিধানসভার ভেতরে কড়া প্রতিবাদ করতে হবে বলে বৈঠকে জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।

এ দিন বিজেপি পরিষদীয় দলের তরফ থেকে জানানো হয়েছে, রাষ্ট্রপতির সম্মান দেশের সর্বোচ্চ । যেভাবে তাঁকে কুমন্তব্য করে অবমাননা করা হচ্ছে, তারপরে শুধুমাত্র মুখ্যমন্ত্রীর দুঃখপ্রকাশ বা মন্ত্রীর দুঃখপ্রকাশ যথেষ্ট নয় । এই ঘটনায় দৃষ্টান্তমূলক ব্যবস্থা হওয়া উচিত । সে কারণেই বিজেপির তরফ থেকে মন্ত্রীর পদত্যাগ চাওয়া হচ্ছে ।

আরও পড়ুন: রাষ্ট্রপতিকে নিয়ে অখিল গিরির মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন মমতা

প্রসঙ্গত এই ইস্যুতে আগেই রাজপথে নেমে প্রতিবাদ করতে দেখা গিয়েছে বিজেপিকে । পদ্ম শিবির ইতিমধ্যেই বিষয়টিকে জেলায় জেলায় নিয়ে গিয়েছে । এ বার একেবারে বিধানসভার অন্দরেও এই নিয়ে সরব বিরোধী নেতারা ।

আগেই বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, যেহেতু গোটা বিষয়টি আদালতে বিচারাধীন, এই অবস্থায় তিনি আদালতের উপর ভরসা রাখছেন । তবুও যদি বিরোধীরা এই নিয়ে আলোচনা চান, সে ক্ষেত্রে রুল বুক মেনে সিদ্ধান্ত নেওয়া হবে । খুব স্বাভাবিকভাবেই তাই এই মুহূর্তে রাজ্যবাসীর চোখ বিধানসভার দিকে ৷ অখিল গিরির কুমন্তব্য নিয়ে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেন অধ্যক্ষ । তবে এটা স্পষ্ট যে নিয়োগ দুর্নীতি, কয়লা ও গরু কেলেঙ্কারির মতো বিষয়গুলির পাশাপাশি এ বার বিজেপির হাতে একটা বড় অস্ত্র হিসাবে রয়েছে তৃণমূলের মন্ত্রীর রাষ্ট্রপতিকে নিয়ে করা মন্তব্য । কাজেই বিধানসভার শুরু থেকে তা নিয়ে শাসক দলের উপর চাপ তৈরির চেষ্টা যে হবে সে কথা বলার অপেক্ষা রাখে না ।

কলকাতা, 21 নভেম্বর: রাষ্ট্রপতিকে (Akhil Giri remarks on President) নিয়ে অখিল গিরির (Akhil Giri) মন্তব্যের জের এ বার গড়াল বিধানসভাতে ৷ কারা প্রতিমন্ত্রী রাষ্ট্রপতিকে অপমান করেছেন - এই অভিযোগে বিধানসভায় মুলতুবি প্রস্তাব (BJP Demands Adjournment Motion) আনার দাবি জানায় বিজেপি পরিষদীয় দল । তবে সেই প্রস্তাব খারিজ হয়ে যেতেই তুমুল হই-হট্টগোল শুরু করেন বিজেপি বিধায়করা ৷

ওই মন্তব্যের প্রতিবাদস্বরূপ সোমবার বিশেষ পোশাকে বিধানসভায় উপস্থিত হন বিজেপি বিধায়করা । তাঁদের পোশাকে রয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ছবি । গলায় আদিবাসীদের বিশেষ উত্তরীয় । এই ইস্যুকে এ বার বিধানসভার (Assembly News) অন্দরে তুলে আনতে তৎপর রাজ্যের বিরোধী দল ।

এ দিন শীতকালীন অধিবেশনের শুরুতেই সরকারের উপর চাপ তৈরি করতে চাইছে বিরোধী শিবির । সকালে বিধানসভায় বিজেপি পরিষদীয় দলের বৈঠক ছিল । সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় বিধানসভার অন্দরে তাঁরা রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরির পদত্যাগের দাবিতে সরব হবেন । সেই দাবি মানা না হলে বিধানসভার ভেতরে কড়া প্রতিবাদ করতে হবে বলে বৈঠকে জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।

এ দিন বিজেপি পরিষদীয় দলের তরফ থেকে জানানো হয়েছে, রাষ্ট্রপতির সম্মান দেশের সর্বোচ্চ । যেভাবে তাঁকে কুমন্তব্য করে অবমাননা করা হচ্ছে, তারপরে শুধুমাত্র মুখ্যমন্ত্রীর দুঃখপ্রকাশ বা মন্ত্রীর দুঃখপ্রকাশ যথেষ্ট নয় । এই ঘটনায় দৃষ্টান্তমূলক ব্যবস্থা হওয়া উচিত । সে কারণেই বিজেপির তরফ থেকে মন্ত্রীর পদত্যাগ চাওয়া হচ্ছে ।

আরও পড়ুন: রাষ্ট্রপতিকে নিয়ে অখিল গিরির মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন মমতা

প্রসঙ্গত এই ইস্যুতে আগেই রাজপথে নেমে প্রতিবাদ করতে দেখা গিয়েছে বিজেপিকে । পদ্ম শিবির ইতিমধ্যেই বিষয়টিকে জেলায় জেলায় নিয়ে গিয়েছে । এ বার একেবারে বিধানসভার অন্দরেও এই নিয়ে সরব বিরোধী নেতারা ।

আগেই বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, যেহেতু গোটা বিষয়টি আদালতে বিচারাধীন, এই অবস্থায় তিনি আদালতের উপর ভরসা রাখছেন । তবুও যদি বিরোধীরা এই নিয়ে আলোচনা চান, সে ক্ষেত্রে রুল বুক মেনে সিদ্ধান্ত নেওয়া হবে । খুব স্বাভাবিকভাবেই তাই এই মুহূর্তে রাজ্যবাসীর চোখ বিধানসভার দিকে ৷ অখিল গিরির কুমন্তব্য নিয়ে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেন অধ্যক্ষ । তবে এটা স্পষ্ট যে নিয়োগ দুর্নীতি, কয়লা ও গরু কেলেঙ্কারির মতো বিষয়গুলির পাশাপাশি এ বার বিজেপির হাতে একটা বড় অস্ত্র হিসাবে রয়েছে তৃণমূলের মন্ত্রীর রাষ্ট্রপতিকে নিয়ে করা মন্তব্য । কাজেই বিধানসভার শুরু থেকে তা নিয়ে শাসক দলের উপর চাপ তৈরির চেষ্টা যে হবে সে কথা বলার অপেক্ষা রাখে না ।

Last Updated : Nov 21, 2022, 12:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.