ETV Bharat / state

আজ সন্দেশখালি যাচ্ছে BJP-র প্রতিনিধি দল, পথ অবরোধের ডাক - দেবজিৎ সরকার

সন্দেশখালিতে নিহত BJP কর্মীদের বাড়ি যাচ্ছে রাজ্য BJP-র প্রতিনিধি দল । এছাড়া যুব মোর্চার তরফে রাজ্য জুড়ে পথ অবরোধের ডাক দেওয়া হয়েছে ।

BJP-র মিছিল
author img

By

Published : Jun 9, 2019, 10:02 AM IST

Updated : Jun 9, 2019, 10:44 AM IST

কলকাতা, 9 জুন : রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত সন্দেশখালি । শনিবার সন্ধ্যায় সেখানে সংঘর্ষে 4 জনের মৃত্যু হয়েছে । BJP-র দাবি নিহতদের মধ্যে 3 জন তাদের কর্মী । এই ঘটনায় অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । আজ সন্দেশখালি যাচ্ছে রাজ্য BJP-র প্রতিনিধি দল। প্রতিনিধি দলে থাকছেন মুকুল রায়, অর্জুন সিং, লকেট চ্যাটার্জি, শান্তনু ঠাকুর, জগন্নাথ সরকার, দুলাল বর এবং সাধারণ সম্পাদক সায়ন্তন বসু । তাঁরা নিহত 3 কর্মীর পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের অভিযোগ শুনবেন। সকাল 11টা নাগাদ দলটি সন্দেশখালির উদ্দেশে রওনা দেবে ।

আরও পড়ুন BJP-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র সন্দেশখালির ন্যাজাট, মৃত 4

আরও পড়ুন রণক্ষেত্র সন্দেশখালিতে মৃত 4 রাজনৈতিক কর্মী; "মমতাই দায়ি", বললেন মুকুল

এছাড়া, সন্দেশখালির ঘটনার প্রতিবাদে আজ রাজ্য জুড়ে ১ ঘন্টার রাস্তা অবরোধের ডাক দিয়েছে BJP যুব মোর্চা । BJP-র অভিযোগ দলীয় পতাকা লাগানো নিয়ে গন্ডগোলের জেরে গতকাল সন্দেশখালিতে তাদের 3 কর্মীকে খুন করেছে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা। এর প্রতিবাদে আজ দুপুর ১ টা থেকে ২ টা পর্যন্ত রাজ্যজুড়ে রাস্তা অবরোধের ডাক দেওয়া হয়েছে । পাশাপাশি যুব মোর্চা দুপুর আড়াইটে থেকে কলকাতার সেন্ট্রাল এভিনিউ মোড়ে আইন অমান্যের ডাক দিয়েছে । এই কর্মসূচির নেতৃত্ব দেবেন যুব মোর্চার রাজ্য সভাপতি দেবজিৎ সরকার।

আরও পড়ুন সন্দেশখালি নিয়ে কেন্দ্রে রিপোর্ট পাঠাবে BJP

আরও পড়ুন এবার অন্যায়ের প্রতিশোধ নেওয়া শুরু হবে : দিলীপ ঘোষ

সায়ন্তন বসু বলেছেন, "সন্দেশখালির ঘটনায় আমরা ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অভিযোগ জানিয়েছি। রাজ্যে আইনশৃঙ্খলা বলে কিছু নেই। তৃণমূলের শীর্ষ নেতৃত্বের মদতে এই অরাজকতা চলছে । আমরা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি দাবি করছি।

কলকাতা, 9 জুন : রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত সন্দেশখালি । শনিবার সন্ধ্যায় সেখানে সংঘর্ষে 4 জনের মৃত্যু হয়েছে । BJP-র দাবি নিহতদের মধ্যে 3 জন তাদের কর্মী । এই ঘটনায় অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । আজ সন্দেশখালি যাচ্ছে রাজ্য BJP-র প্রতিনিধি দল। প্রতিনিধি দলে থাকছেন মুকুল রায়, অর্জুন সিং, লকেট চ্যাটার্জি, শান্তনু ঠাকুর, জগন্নাথ সরকার, দুলাল বর এবং সাধারণ সম্পাদক সায়ন্তন বসু । তাঁরা নিহত 3 কর্মীর পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের অভিযোগ শুনবেন। সকাল 11টা নাগাদ দলটি সন্দেশখালির উদ্দেশে রওনা দেবে ।

আরও পড়ুন BJP-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র সন্দেশখালির ন্যাজাট, মৃত 4

আরও পড়ুন রণক্ষেত্র সন্দেশখালিতে মৃত 4 রাজনৈতিক কর্মী; "মমতাই দায়ি", বললেন মুকুল

এছাড়া, সন্দেশখালির ঘটনার প্রতিবাদে আজ রাজ্য জুড়ে ১ ঘন্টার রাস্তা অবরোধের ডাক দিয়েছে BJP যুব মোর্চা । BJP-র অভিযোগ দলীয় পতাকা লাগানো নিয়ে গন্ডগোলের জেরে গতকাল সন্দেশখালিতে তাদের 3 কর্মীকে খুন করেছে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা। এর প্রতিবাদে আজ দুপুর ১ টা থেকে ২ টা পর্যন্ত রাজ্যজুড়ে রাস্তা অবরোধের ডাক দেওয়া হয়েছে । পাশাপাশি যুব মোর্চা দুপুর আড়াইটে থেকে কলকাতার সেন্ট্রাল এভিনিউ মোড়ে আইন অমান্যের ডাক দিয়েছে । এই কর্মসূচির নেতৃত্ব দেবেন যুব মোর্চার রাজ্য সভাপতি দেবজিৎ সরকার।

আরও পড়ুন সন্দেশখালি নিয়ে কেন্দ্রে রিপোর্ট পাঠাবে BJP

আরও পড়ুন এবার অন্যায়ের প্রতিশোধ নেওয়া শুরু হবে : দিলীপ ঘোষ

সায়ন্তন বসু বলেছেন, "সন্দেশখালির ঘটনায় আমরা ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অভিযোগ জানিয়েছি। রাজ্যে আইনশৃঙ্খলা বলে কিছু নেই। তৃণমূলের শীর্ষ নেতৃত্বের মদতে এই অরাজকতা চলছে । আমরা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি দাবি করছি।

Intro:
09-06-19


সুজয় ঘোষ, কলকাতা



কলকাতাঃ সন্দেশখালিতে ৩ জন বিজেপি কর্মী খুনের প্রতিবাদে আজ রাজ্য জুড়ে ১ ঘন্টার প্রতিকি রাস্তা অবরোধের ডাক দেওয়া হয়েছে। আজ দুপুর ১ টা থেকে ২ টা পর্যন্ত এই রাস্তা অবরোধ করে অবস্থান বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। আজ কলকাতায় যুব মোর্চার উদ্যোগে দুকুর ২ টা ৩০ থেকে সেন্ট্রাল এভিনিউ মোড়ে রাস্তা অবরোধের পাশাপাশি আইন অমান্যের ডাক দেওয়া হয়েছে। বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি দেবজিৎ সরকারের নেতৃত্ব এই আন্দোল কর্মসূচির করা হবে। বিজেপি সূত্রে এই খবর জানা গিয়েছে।



আজ সন্দেশখালি যাচ্ছে বিজেপির একটি প্রতিনিধি দল। সেই প্রতিনিধি দলে বিজেপির সাংসদ ও রাজ্য কমিটির সিনিয়ার নেতৃত্ব মৃত ৩ বিজেপি কর্মীর বাড়ি গিয়ে। পরিবারের সঙ্গে কথা বলার পাশাপাশি তাদের অভাব অভিযোগ শুনবেন। সাংসদদের প্রতিনিধি দলের নেতৃত্বে দেবেন বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। প্রতিনিধি দলে থাকবেন নিবনির্বাচিত সাংসদ অর্জুন সিং, শান্তুনু ঠাকুর, ডঃ সুভাষ সরকার, সৌমিত্র খা সহ অন্যান্য নেতৃত্ব।



বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, " সন্দেশখালির ঘটনায় আমরা ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কে লিখিত ভাবে আমরা অভিযোগ জানিয়েছি। রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। তৃণমূলের সিনিয়ার নেতৃত্বের মদতে এই কাজ করা হয়েছে। অবিলম্ভে দোষীদের চিহ্নিত করে। তাদের কঠোর শাস্তীর দাবী করা হচ্ছে"Body:কপিConclusion:
Last Updated : Jun 9, 2019, 10:44 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.